সূর্যটা শেষমেষ
সাগরের তরল বুকেই ডুবে যায়!
আগুনের ফুলকিগুলো
শেষমেষ ছাই হয়ে জলে মিশে যায়।
কী হবে কাঠিন্য দিয়ে,
তারল্যের বুকেই যদি লিখা থাকে
শেষ ঠিকানাটা।
সব কিছু দ্রবীভূত হয়,
যদি রসায়নটা ভালো করে জানা থাকে।
দিগন্তে যে সূর্যটা হারিয়ে যায়,
ভূঁই ফুঁড়ে সে আবার বের হয় পরদিন।
আবার আলো জ্বালে, উত্তাপ ছড়ায়,
দিন শেষে অবশেষে আবারো ঢলে পড়ে,
কোনো দুর্লঙ্ঘ্য পাহাড়ের বুকের ভাঁজে,
অথবা কোনো সাগরের অতল তলে।
কী হবে এত আগুন জ্বেলে,
নিভে যাওয়াটাই যদি হবে শেষ পরিণতি?
ঢাকা
০৮ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
🙂 🙂 🙂 🙂
নিভে যাবে জেনেও চকমকি ঠুকে আগুন জ্বালাতো গুহাবাসী মানব। দিনশেষে উন্মুখ হয়ে থাকতো তারা এতটুকু আলোর জন্য। এই যে দীপালোক, এই যে আশা অথবা অপেক্ষা ভোরের সূর্যোদয়ের জন্য এটিই আমাদের স্বপ্নহীন চোখে কাজল পরায়!
কবিতাটা পড়ে কি সুন্দর করে শেয়ার করলে তোমার চমৎকার ভাবনাগুলো! অনেক ধন্যবাদ, সাবিনা।
এমন গভীর দার্শনিক কথা আজো উচ্চারণ করে উঠতে পারিনি।
কবিকে ঈর্ষা! 🙂 🙂
খায়রুল ভাই, একদিন আপনার কবিতাভাবনা, কবিতাযাপন নিয়ে কিছু শোনান আমাদের।
ধন্যবাদ নূপুর, তুমি খুব সহজেই কবিতার ভেতরে ঢুকে পড়তে পারো।
তা শোনাবার আশা রইলো। বলবো কখনো একদিন।
🙂 🙂 🙂 🙂
কবির কন্ঠে একখানা কবিতা শুনবার জোর দাবী জানিয়ে গেলাম একই সাথে। পাঠ শুনতে চাই এবার।
শোনাতে তো আমিও চাই, কিন্তু আমি যে ডিজিটালী চ্যালেঞ্জেড! টেকনোলজী আয়ত্তে আনতে পারলে খুব শীঘ্রই হয়তো সেটা এখানে শোনা যাবে আশাকরি।
"সব কিছু দ্রবীভূত হয়,
যদি রসায়নটা ভালো করে জানা থাকে।"
খায়রুল ভাই, ঐটাই তো বিরাট সমস্যা। ঐ রসায়নটা জানা। কারন এক এক মানুষের যে এক এক রসায়ন....
আসুন বড়ভাই আমাদের আগামী শনিবারের আড্ডায়। দেখবেন ওখান থেকে পাওয়া রসদ দিয়ে নতুন অনেক লিখা দাড়িয়ে যাবে...
🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দুনিয়া জুড়ে শুধু রসায়ন, পারভেজ। রসায়ন ছাড়া কিছুই হয় না।
হ্যাঁ, আড্ডায় আসবো আশাকরি। ধন্যবাদ এ চমৎকার উদ্যোগটার জন্য।
"তারল্যের বুকেই যদি লিখা থাকে
শেষ ঠিকানাটা।
... ... ... ...
কী হবে এত আগুন জ্বেলে,
নিভে যাওয়াটাই যদি হবে শেষ পরিণতি?"
জানি কিন্তু উপেক্ষাকেই কার্যকর মানি
তাই সম্ভাব্য আর অসম্ভাব্যের হানাহানি
জীবনের সব সুরে বেঁধে রাখে যন্ত্রণা পুরোখানি . . .
চমৎকার উপসংহার টানলে লুৎফুল, শেষ তিনটে লাইনে।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
কবিতায় গভীর আনন্দে ডুব দিয়ে ছিলাম, শেষ মুহুুর্তে দুশ্চিন্তায় পড়লাম
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
নিভে যাওয়া থেকে পরিত্রাণ যে নেই, সাইদুল! তবু কবিতা পড়ে কিছুটা আনন্দ পেয়েছো জেনে খুব খুশী হ'লাম।
কী হবে এত আগুন জ্বেলে,
নিভে যাওয়াটাই যদি হবে শেষ পরিণতি?
এই বোধটা প্রায়ই ভোগায় ...
চেতনা নিভে গেলেই যদি আমিত্বের অবসান হয় তবে ... কেন তাহলে খামাখা ???
ভালো লাগলো খায়রুল ভাই ...
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
কবিতা পড়ে নিজস্ব ভাবনাটুকু শেয়ার করার জন্য তোমায় অনেক ধন্যবাদ, অরূপ।
রসায়ন না জানার মাশুল দিতেই বোধ হয় এত ঘটা এত আয়োজন যদিও শেষ মেষ সুর্যটা ডুবেই যায় থামে না অন্ধকারের আগ্রাসন
অদ্ভুত লাগলো খায়রুল ভাই!
অন্ধকারের আগ্রাসন,
নিয়তির অমোঘ লিখন।
কবিতা পড়ে ভেবেছো তাই,
অন্তর থেকে ধন্যবাদ জানাই।
:boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ, আকাশ।