নিজেকে একেবারে মেলে ধরতে পারি না
আর কারো কাছে, শুধুমাত্র তুমি ছাড়া।
আমার জীবনের সকল অর্জনগুলোর সার-সংক্ষেপটাকে
সামেশন করে যখন কারো কাছে নিবেদন করতে যাই,
কি করে যেন ফলাফলের আগে
একটা মাইনাস চিহ্ন বসে যায়।
তোমার কাছেই শুধু পজিটিভ মূল্য পায়
আমার সকল অকিঞ্চিৎকর নিবেদন।
ঢাকা
০৬ মে ২০১৫কাছেই
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
কোথায় যেন পরেছিলাম জীবন নাকি একাউন্টিং এর নিয়মে চলে।
ফর এভ্রি ডেবিট দেয়ার ইজ আ ক্রেডিট, ভাইস ভার্সা ... যোগ বিয়োগ করে ব্যালেন্স সীট মিলে যায়
কখনো লাভ, কখনো বা লোকসানের পাল্লা ভারী হয়...
কিন্তু সত্যিই জীবনে কেউ না কেউ থাকে যার কাছে লোকসানের কোন ঘর নেই,
তাঁর কাছে পুরোটাই লাভের.........
খুব ভালো লাগলো খায়রুল ভাই
:thumbup: :thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
"জীবনে কেউ না কেউ থাকে যার কাছে লোকসানের কোন ঘর নেই, তাঁর কাছে পুরোটাই লাভের........."
- ভাগ্যবানদের জন্য এটা প্রযোজ্য। অনেক ভাগ্যহীন বা ভাগ্যহীনাও থাকেন যাঁদের এরকম হয় না। 🙁 🙁 🙁
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অরূপ ও পারভেজ, তোমাদের দু'জনকেই ধন্যবাদ।
জঈবনের ব্যালেন্স সীট শেষাবধি পজিটিভ রাখতে পারাটা সত্যিই এক ভাগ্যের ব্যাপার।
ফলাফলের আগে বসা
সেই মাইনাস চিহ্নটা
পজিটিভ মূল্য পেলে
সৌভাগ্যবারতা . . .
অকিঞ্চিৎকর . . . নেহায়েত অকিঞ্চিতকর . . .
ঠিকই বলেছো লুৎফুল।
আর হ্যাঁ, অকিঞ্চিতকরই বটে!
ভীষণ পজিটিভ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ভীষণ খুশী হ'লাম, সাইদুল!
খুব সুন্দর লিখেছেন খায়রুল ভাই।