আশা নিরাশা

কালি কলম সবই ছিল,
সাদা কাগজ, তাও তো ছিল,
চিঠিও লেখার ইচ্ছে ছিল, কেবল…
লিখবো যাকে, সে ছিল না!

উথাল পাতাল ইচ্ছে ছিল,
কাব্য করার সাধ্য ছিল,
চোখেও গভীর স্বপ্ন ছিল, শুধু…
স্বপ্নদেবীর খোঁজ ছিল না!

দু’চার চরণ পদ্য লিখে,
কেটে দিতাম পর নিমেষে,
কি হতো আর ওসব রেখে, যখন…
পদ্য পড়ার কেউ ছিল না!

তার পরেও তো আশা ছিল,
আশার নামে দুরাশা ছিল,
কি হলো আর আশা পুষে, যখন…
কোন আশাই ফল পেলোনা!

 
ঢাকা
২৪ ডিসেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।

১,৫৫১ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “আশা নিরাশা”

  1. সাইদুল (৭৬-৮২)

    দু’চার চরণ পদ্য লিখে,
    কেটে দিতাম পর নিমেষে,
    কি হতো আর ওসব রেখে, যখন…
    পদ্য পড়ার কেউ ছিল না!

    ( তোমার বাবার সাততলা বাড়ি
    আমিতো বেকার অসফল
    ফোনকরি আর বারবার কাটি
    তুমি মনে কর মিসড কল)


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    নুপুরের টা নকল করলাম। যা বলার ওই বলে দিয়েছেঃ

    কবিরা খালি মিছে কথা দিয়ে ফুলঝুরি সাজায়। 😀
    এমন দুর্দান্ত পদ্য পড়েও টপাটপ পড়ে যাবার 'কেউ ছিলোনা' -- কে মানবে এ কথা।


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  3. অরূপ (৮১-৮৭)

    কালি কলম সবই ছিল,
    সাদা কাগজ, তাও তো ছিল,
    চিঠিও লেখার ইচ্ছে ছিল, কেবল…
    লিখবো যাকে, সে ছিল না!
    ( !!!!!)

    সত্যিই কি তাই খায়রুল ভাই ?????
    চমৎকার লাগলো


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  4. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "তাদের মোহন মধুর হোয়াইট লাই শুনে পতেঙ্গের মত আছড়ে বিছড়ে প্রেমে পরেন সুন্দরীগণ!" - এমনটা কবিদের ভাগ্যে তেমন জোটেনা, যেমন জোটে গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিকদের ভাগ্যে। আর 'হোয়াইট লাই' প্রসঙ্গেঃ
    A Poet's Dilemma With Truth

    Whatever the poet's eyes see,
    And his mind imagines,
    And his pen elaborates,
    Or whatever is written,
    In his unseen note book,
    Are all true and beautiful?

    The poet knows deep in his heart,
    The colorful lotus that dances afloat,
    Has her root anchored in the dirty mud.
    Only above water she blossoms from the bud.

    'Beauty is truth, truth beauty',
    Poets glorify beauty with truth.
    knowing or not, the root of beauty,
    May lie buried in ugliness, in sooth।

    - Khairul Ahsan

    জবাব দিন
  5. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    🙂 🙂 🙂 🙂

    হায় হায়! বলেন কি, ভাইয়া! আমি তো জানতাম কবি মানেই রাজ কপাল নিয়ে আসা বিশেষ মানুষ। পরিবারে যে কয়েকজন কবি ছিলেন তারা তো মাটিতে পা রেখে চলতেন না। পিড়িং পিড়িং দু ছত্র কবিতা পড়ে শহরের সব রাবেয়া, মারিয়াম আর হেলেনাদের রাতের ঘুম হারাম করতেন তারা।

    কবি হেলাল হাফিজ একটা টিভি সাক্ষাত্কারে বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সময়ে তিনি নাকি কখনোই নিজের পয়সায় লান্চ কিনে খাননি। গুনমুগ্ধ বান্ধবী অথবা প্রেমপ্রত্যাশী মেয়েরা ভালবেসে তাকে খাইয়েছেন সবর্দা!

    জবাব দিন
  6. পারভেজ (৭৮-৮৪)

    দেরীতে হলেও পড়লাম। আর পড়তে বসে ভাবলাম, তাইতো এমনটাও তো হয়...
    "কি হলো আর আশা পুষে, যখন…
    কোন আশাই ফল পেলোনা!" (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।