ঘনসবুজ পাতা আর উজ্জ্বল হলুদ ফুলের
পাতায় আর পাঁপড়িতে দেখি এক ভেনাসের মুখ।
ফাঁক ফোকর দিয়ে দেখা যায় ধুসর আকাশ,
তা দেখে মনের আকাশে নেমে আসে হাল্কা অসুখ।
ফুলের সৌরভ ভেসে আসে বাতাসে বাতাসে,
মৌ মৌ করে মন আরো কিছু অচেনা সুবাসে।
ফুলের ঔজ্জ্বল্য মনটাকে করে দেয় বেজায় ভালো,
পরশে মেখে যায় ভালবাসার কিছু নরম আলো।
ঢাকা
২০ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
" পাতায় আর পাঁপড়িতে দেখি এক ভেনাসের মুখ।
... ... ...
মৌ মৌ করে মন আরো কিছু অচেনা সুবাসে। "
- দারুন ।
উদ্ধৃতি আর এ্যাপ্রিসিয়েশনের জন্য অনেক ধন্যবাদ, লুৎফুল।
সৌন্দর্য আহরনের সময় ঘটা মানসিক বৈপরীত্যের বর্ননা কি?
সেরকমই তো মনে হলো।
একাধারে মুগ্ধতার কথা এবং না পাওয় জনিত সুখহীনতার কথা খুজে পেলাম যেন!!!
এবং তা ভাবালোও.......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
"সৌন্দর্য আহরনের সময় ঘটা মানসিক বৈপরীত্যের বর্ননা কি?" - না, ঠিক তা নয়। ফুল ভালোবাসার প্রতীক। তাই প্রতিটি হাস্যোজ্জ্বল ফুলের পাঁপড়িতে, পাতায় আমি ভালোবাসার দেবী ভেনাসের প্রতিচ্ছবি দেখি। তাই এখানে "সৌন্দর্য আহরনের সময়" মানসিক বৈপরীত্য নয়, আনুকূল্যের কথা ভাবা হয়েছে। এখানে শুধু মুগ্ধতার ভাবনাই মাথায় ছিলো, না পাওয় জনিত সুখহীনতার কোন কথা ছিল না।
কবিতা পড়ে তোমার ভাবনাটা শেয়ার করেছো বলে অত্যন্ত প্রীত হ'লাম, পারভেজ।
সুন্দর হয়েছে ভাই।
ধন্যবাদ, জিয়া হায়দার।
সুন্দরের সাধনা আর অধরা সুন্দর। জাষ্ট বিউটিফুল!!
সুন্দর করে বলেছো, নাইসলী সে'ড। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, মাহবুব।
প্রীত হ'লাম। থ্যাঙ্কস, সাবিনা!
যাক হালকা অসুখট কে শেষ পর্যন্ত ফুলের ঔজ্জ্বল্য ম্লান করে দিয়েছে।
সুন্দর কবিতা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ সাইদুল, প্রীত হলাম।