মোম গলে যায় অগ্নিশিখায়,
তুমি গলে যাও নরম কথায়।
ফোঁটায় ফোঁটায় মোমের ক্ষয়,
জানি, কিসে তোমার কষ্ট হয়।
তুমি মোমের মত গলে গলে
আমার বুকে আটকে গেলে!
ফোসকা পড়ার ভয় ছিলনা,
গরম তাপের জ্বালা ছিলনা।
আমার বুকে জ্বলছে মোম,
জ্বলতে থাকে সর্বক্ষণ,
সেই আলোতে চলছি পথ,
স্মরণে রেখে সব শপথ।
ঢাকা
২২ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
"ফোঁটায় ফোঁটায় মোমের ক্ষয়,
জানি, কিসে তোমার কষ্ট হয়।"
আবার
"আমার বুকে জ্বলছে মোম,
জ্বলতে থাকে সর্বক্ষণ,"
অপূর্ব দ্বান্দিক দ্যোতনা !
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ লুৎফুল।
:boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
ধন্যবাদ সাবিনা। প্রীত হ'লাম।
🙂 🙂 🙂 🙂
কী সুন্দর এই কথাগুলো!
এ্যাপ্রিসিয়েশনের জন্য অনেক ধন্যবাদ, নুপূর।
"ফোসকা পড়ার ভয় ছিলনা,
গরম তাপের জ্বালা ছিলনা।"
এই দু'টি পংক্তিও অসাধারন......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক ধন্যবাদ পারভেজ। প্রশংসায় প্রীত হ'লাম।
তুমি মোমের মত গলে গলে
আমার বুকে আটকে গেলে!
ফোসকা পড়ার ভয় ছিলনা,
গরম তাপের জ্বালা ছিলনা।
অনেক অনেক ভালো। বিয়ের আগে এই কবিতা পেলে এত কষ্ট করে প্রেম করতে হতনা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সাইদুল,
😀
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।