মোম ও তুমি

মোম গলে যায় অগ্নিশিখায়,
তুমি গলে যাও নরম কথায়।
ফোঁটায় ফোঁটায় মোমের ক্ষয়,
জানি, কিসে তোমার কষ্ট হয়।

তুমি মোমের মত গলে গলে
আমার বুকে আটকে গেলে!
ফোসকা পড়ার ভয় ছিলনা,
গরম তাপের জ্বালা ছিলনা।

আমার বুকে জ্বলছে মোম,
জ্বলতে থাকে সর্বক্ষণ,
সেই আলোতে চলছি পথ,
স্মরণে রেখে সব শপথ।

 
ঢাকা
২২ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

১,২৮৫ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “মোম ও তুমি”

  1. সাইদুল (৭৬-৮২)

    তুমি মোমের মত গলে গলে
    আমার বুকে আটকে গেলে!
    ফোসকা পড়ার ভয় ছিলনা,
    গরম তাপের জ্বালা ছিলনা।

    অনেক অনেক ভালো। বিয়ের আগে এই কবিতা পেলে এত কষ্ট করে প্রেম করতে হতনা


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।