পড়ন্ত বিকেলের সোনালী রোদ্দুরটুকু ভালো লাগে।
সোনালী সূর্যটা রক্তিমাভা ধারণ করার আগেই,
দখিনের থাই এলুমিনিয়াম জানালার পাশে দাঁড়াই,
দৃষ্টি মিলিয়ে দেই সবুজ বৃক্ষাদির শাখা প্রশাখায়।
নিবিষ্ট মনে দেখি ক্লান্ত পাখিদের ঘরে ফিরে আসা,
সবুজ টিয়াদের ঝাঁকে ঝাঁকে এসে সবুজ গাছে বসা।
গোধূলির শেষ আলোটুকু দেখতে বড় ভালো লাগে,
দিনান্তের শেষ আয়োজনে প্রকৃতির অপূর্ব সমন্বয়।
ক্লান্ত মানুষের ন্যায় পাখিরাও নিজ ঘরে ফিরে আসে,
আঁধার নামার আগেই যে যার ঘরের সামনে বসে
নিমগ্ন কোরাসে দিনের শেষ বন্দনাটুকু গেয়ে নেয়।
আঁধার ঘনালে সাথীটারে পাশে নিয়ে ঘুমিয়ে যায়।
গোধূলির আলোটুকু যেন হঠাৎ করেই মিলিয়ে যায়
এভাবেই হয়তো একদিন আমিও শূণ্যে মিলিয়ে যাব।
সন্ধ্যা ঘনায়ে এলে মানুষের ঘরে ঘরে বাতি জ্বলে,
পাখিদের নীড়ে থাকে শুধুই নিকষ কালো অন্ধকার।
গভীর নিশীথে যখন যাপিত জীবনে্র কোলাহল থামে,
তখনই সময় ভাবার, কোথায় আলো, কোথায় আঁধার।
ঢাকা
০১ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
বিষাদমাখা গান। এখুনি সন্ধ্যার গান কেন খায়রুল ভাই!
ভালো লেগেছে খুব।
নুপূর, কবিতা পড়ার জন্য ধন্যবাদ। সন্ধ্যার গানের কথা ভাবতেই কেন যে এতটা ভালো লাগছিলো, তা আমি নিজেই জানিনা। তবে ঐ মুহূর্তের ভাবনাগুলোর ফসল এ কবিতাটা।
একটা দৃশ্যকল্প ফুটে উঠলো যেন.....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দৃশ্যকল্পটা কেমন লাগলো পারভেজ?
গোধূলির আলোটুকু যেন হঠাৎ করেই মিলিয়ে যায়
এভাবেই হয়তো একদিন আমিও শূণ্যে মিলিয়ে যাব।
খুবই সত্যি কথা। নিষ্ঠুর সত্যি। কবিতাটা চমৎকার
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
এসব নিষ্ঠুর সত্যি ভাবনাগুলো মাঝে মাঝে মাথায় জাঁকিয়ে বসে থাকে।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত।
গভীর নিশীথে যখন যাপিত জীবনে্র কোলাহল থামে,
তখনই সময় ভাবার, কোথায় আলো, কোথায় আঁধার।
সিম্পলি বিউটিফুল :thumbup:
মাত্র দু'শব্দের তোমার মন্তব্যটাও, মাহবুব।
"ক্লান্ত মানুষের ন্যায় পাখিরাও নিজ ঘরে ফিরে আসে,
আঁধার নামার আগেই যে যার ঘরের সামনে বসে
নিমগ্ন কোরাসে দিনের শেষ বন্দনাটুকু গেয়ে নেয়।"
পুরো কবিতাটাই সন্ধ্যার অপূর্ব আবেগ মাখা । আহা ।
সন্ধ্যার আবেগ মাখা এ কবিতা তোমার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
কবিতার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ আর শুভেচ্ছা, লুৎফুল।
মনে হলো গদ্যে আকার দিলেও কবিতাই থাকতো।
শরীর গদ্যের কিন্তু মন কবিতার। (সম্পাদিত) (সম্পাদিত)
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রাজীব।