বিষাদ বিলাসী

প্রতিটি প্রদর্শিত হাসির গভীরে
আমি পাই চাপাকান্নার আওয়াজ।
শোকগাঁথা শোনাই কি আমার কাজ?

প্রতিটি উচ্চকিত অট্টহাসির পেছনে
আমি সচকিত ফিসফিসানি শুনি,
আমি কি কেবলই এক বিষন্ন মুনি?

রৌদ্র করোজ্জ্বল দিনেও আমি দেখি
আকাশের ঈশান কোণে মেঘের চক্রান্ত
আমি কি সত্যিই এতটা সংশয়াক্রান্ত?

মধুর সঙ্গীতগুলোই বারবার,
আমার হৃদয় করে যায় ছারখার
শেলীর কথাই কি তবে, হলো সার?

পাদটীকাঃ ইংরেজ কবি P.B. Shelley তাঁর Ode To A Skylark কবিতায় লিখেছিলেন, ‘Our sweetest songs are those that tell of saddest thought.’

ঢাকা
২৭ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।

১,৩৮১ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “বিষাদ বিলাসী”

  1. পারভেজ (৭৮-৮৪)

    দুর্দান্ত!!
    এই সেদিনও ঝিমিয়ে পড়েছিল যে সিসিবি তাতে হলোটা কি??
    ফাটাফাটি সব লিখা আসছে তো আসছেই আর বুঁদ হয়ে পড়ে যাচ্ছি সব!!!
    পড়ে যাচ্ছি তো যাচ্ছিইইইইইই.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. মাহবুব (৭৮-৮৪)

    "Every loud laugh covers a sad episode with its shadow ..." কথাটার সমান্তরালে আমি বলবো- "every top hit hides a million hear-break stories".
    খায়রুল ভাই সেই নির্মম বাস্তবটাকে মনে করিয়ে দিলেন। কবিরা যে কি!...একবার স্বপ্ন দেখায় তো পরমুহূর্তে আছড়ে ফেলে কঠিন বাস্তবে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।