আর কিছুদিন পরেই জানি
আসবে তুমি আমার কাছে,
পকেটটাতে হাত ঢুকিয়ে
দেখবে তাতে কি কি আছে।
যাবার সময় তোমার গালে
থাকবে জানি খয়েরি দাগ,
আমার মুখে রেখে যাবে
তোমার মিষ্টি চুমুর স্বাদ।
পাদটীকাঃ আমার নতুন প্রেয়সী, নাতনি আভা’র কথা মনে করে…
ঢাকা
১৭ জানুয়ারী ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
🙂 ভাই প্রথম চার লাইনেই বুজছি নাতনির কথা বলছেন।
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মোস্তাফিজ। নাতনির বয়স মাত্র আট মাসেরও কিছু কম। এখনি সে পকেটে হাত ঢোকায়।
🙂 🙂
চুমু টুমুর কথা শুনে টানটান উত্তেজনায় পড়া শুরু করেছিলাম, ভাইয়া! দিলেন তো আভার কথা বলে সব ভন্ডুল করে!
ওরকম যেন কেউ না ভাবে, তা ভেবেই তো পাদটীকাটা জুড়ে দিলাম।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
খুবই মিষ্টি!
খুবই মিষ্টি!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
থ্যাঙ্কস, পারভেজ।
:thumbup: :thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
কবিতায় আসার জন্য ধন্যবাদ।
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমার কবিতার পাতায় আসার জন্য ধন্যবাদ।
চমৎকার,
খুবই ভালো লাগলো, আপনার নাতনীর জন্যে অনেক দোয়া ও শুভ কামনা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
অনেক ধন্যবাদ সাইদুল, প্রীত হ'লাম।