হাইসা হাইসা আইসা তুমি আমার ভাঙ্গা নায়ে,
বইলা পাশে হাইসা হাইসা কুনুদিক না তাকায়ে।
ভাইবা আকুল তার লাইগ্যা কি দিবাম তোমারে,
আসমান পানে চাইয়া রইলাম, ডাকলাম আল্লারে,
আল্লাহ কইলো দিয়া দিতে আমার কইলজাডারে!
নায়ের তলায় ফুডা একটা ছিল বডডো মস্ত,
তুমি আইসা নায়ে বইসা দিয়া তোমার হস্ত,
চাইপা ধরলা ফুডাটারে শাড়ীর আঁচল দিয়া,
মুক্তমনে বাইলাম আমি বাউল গান গাইয়া।
সারাটা দিন কাইট্যা গেল খিলি পান খাইয়া।
ঘাটে ঘাটে কিনলাম তোমার চুড়ি আর শাড়ী,
কইলাম তোমায় পিন্দ্যা দ্যাহ ওগো হুর ফরী।
তুমি কইলা গাইতে আমায় মরমী যত্তো গান,
গান শুইনা জুড়াই গেল মোদের অন্তর পরান।
ভাতের চিন্তা করলাম নাতো, এতডাই অজ্ঞান!
পাদটীকাঃ কবিতাটা এর আগে ফেইসবুকে প্রকাশিত হয়েছিলো।
ঢাকা
১০ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
মারাত্মক রোমান্টিক...... :gulli2:
খুবই সুন্দর লাগলো।
কোন অঞ্চলের ভাষা?? ময়মনসিং??
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
হ্যাঁ, এটা ময়মনসিংহ অঞ্চলের ভাষা।
থ্যাঙ্কস ফর দা এ্যাপ্রিসিয়েশন।
🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
আল্লাহ কইলো দিয়া দিতে আমার কইলজাডারে... রোমান্টিসিজম ওভারলোডেড দেখছি!
ফাটাফাটি, ভাইয়া!
মাঝে মাঝে এমন হয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
"আল্লাহ কইলো দিয়া দিতে আমার কইলজাডারে " এই লাইনটা কেমন যেন মাথায় আটকে গেল ... মন্তব্য করতে এসে দেখি সাবিনাও একই লাইনে আটকে গেছ।
খায়রুল ভাই :boss: :boss:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ধন্যবাদ অরূপ, সময় করে কবিতা পড়ে মন্তব্য করার জন্য।
হয়তো অতিকথন হয়ে গেছে, তবে তাই হোক। ঐ সময়ের অনুভূতিটুকু যেমন ছিলো, তেমনই থাক!
আমার কিন্তু এই গানটা কানে বাজছিল সারাক্ষন...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ পারভেজ, কবিতা পড়ে ভাবনাটা শেয়ার করার জন্য।
আ হা --- আ হা।
সুর বসানো দরকার তো খায়রুল ভাই!
নূপুর, তোমার মত এ কবিতাটায় সুর বসানোর কথা এর আগেও আমাকে অনেকে বলেছেন। কিন্তু আমি তো সুরহীন, তাই অপেক্ষায় রইলাম, যদি কোনদিন কোন সুরকারের নজরে পড়ে এ কবিতাটা। তবেই হয়তো এটা একদিন গান হয়ে উঠবে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। (সম্পাদিত)
সারা জীবনেও এরকম ভাষায় লেখা কোন অসাধারণ লেখা পড়িনি। খুব খুব ভাল লেগেছে। কিছু কিছু জায়গাতো ছিল খুবই অসামান্য এ্ই যেমন
"আসমান পানে চাইয়া রইলাম, ডাকলাম আল্লারে,
আল্লাহ কইলো দিয়া দিতে আমার কইলজাডারে"
ফাটাফাটি।
লেখাটা তোমার এত ভালো লেগেছে জেনে খুবই খুশী হ'লাম।
অনেক ধন্যবাদ।
খুব ভালো গীতিকবিতা 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ।
কবিতা পড়েছো, সেজন্য খুশী হলাম।