আমি এবার বদলে যাব
কাউকে আর চাইব না,
কাউকে ভাল বাসব না,
আমাকেও বাসবে না কেউ।
আমি এবার বদলে যাব।
আর কখনো হাসব না,
ব্যাথা পেলেও কাঁদব না,
ইচ্ছে হলেও ডাকব না,
কারো একটু ডাকের আশায়
পেছন দিকে চাইব না।
আমি এবার বদলে যাব।
৩০ টি মন্তব্য : “অভিমান”
মন্তব্য করুন
১ম 😀
কংগ্রেটস এইবার একটা পেপারে ছবি...
চমৎকার কবিতা কামরুল ......... কিন্তু এই কচি বয়েসে এতো হতাশা কেন ?????
কবিতার সাথে কবিকে মিলাইলে খেলুম না ভাইয়া।
এইটা একেবারে হঠাৎ করে মাথায় আসা কবিতা। মনে হতাশা নাই ভাইয়া।
=)) =)) =)) =)) =))
ঠিক আছে তাহলে ......
কেমনে কি!!! আচ্ছা তাইলে আমি আগে দুনিয়ায় এসে নেই। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাইয়া এত অভিমান......।। :bash: ~x(
আহারে ..................
মনে দুখ পাইলাম। :no:
গুল্লি মারেন পেছেনে। :gulti:
সামনে কি দেখ তাসেন কইয়েন কিন্তু? :dreamy:
সামনে সিসিবি, আমার লেখা ৭ বার পঠিত, ৪ টা কমেন্ট।
তোমার কি খবর আপু? কেমন আছ? লেখালেখি নাই যে কোন।
তপুদা-ওয়ান ডোর ক্লোজড,টু ডোর ওপেন-এইটা হইল নিয়ম।কেডা আপনেরে ছ্যাঁকা দিছে কন ছাই দেখি x-(
বাংলা লিঙ্কের সাথে চুক্তি ভিত্তিক কবিতা লিখতেছিস নাকি আজকাল...............???? :chup: :chup:
:just: সুন্দর হয়েছে কবিতাটা.........।।
🙂 😛
সহজ প্রকাশভঙ্গি, ভালো লাগলো :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:goragori: :goragori: :goragori:
চাওনের কাম নাই, এ্যাকুয়্যার করতে হবে।
তপু ভাই ওটাই বুঝাইতে চাইসেন আসলে...
এবার ড্যাশিং হওনের টাইম আইসে।
কেমনে হয়? জানিনা, :bash: শিখতে চাই। :guitar:
আমিও ড্যাশিং হপোওওওওওওওওওওওওওওও :(( :((
x-( আমার কপিরাইট কই?
অ্যাকুইজিশন সব সময় ভালো রেজাল্ট দেয় না ......... 🙁 🙁 🙁
একদম ঠিক কথা।
তুমি কিভাবে জানো ???? 😉 😉 😉 😉 😉
ভাইয়া না ঠেকেও অনেক সময় দেখে দেখেও শেখা যায় তো...
বস, এই কথাটা সবসময় মনে করি। কিন্তু বদলে যেতে পারিনা.
🙁 🙁 🙁 🙁
প্রথম আলো পড়। =))
:khekz: :khekz:
আরে গুল্লি মার বদলানোর কি দরকার। বদলে গেলে তো আর হইল না। বদলাবার কাম নাই। নিজের মত থাক।
x-( তুইও কপিরাইট ভংগ করলি?
আমিও কপিরাইট ভাংপো
-জামাই B-)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বাহ্! তপুর এই কবিতাটা তো সুন্দর!
কি খবর ভাই? আছ কেমন?
ভাইয়া ভাল আছি। কবিতার মত অভিমান নাই এখন। এইটা পুরানো অভিমান কে স্মরণ করে লেখা।
বদলে যেতে চাইলেও বদলানো যাইনা ... 😛