মা দিবসে আম্মুকে একটা চিঠি লিখেছিলাম। সময়ের অভাবে সেটা পোস্ট করা হয়নি। তাই আম্মুকে স্ক্যান করে পাঠিয়ে দিতে হল। ছোট ভাইকে বলেছি ওটা প্রিন্ট আউট করে আম্মুর হাতে দিয়ে দিতে। ডিজিটাল যুগে ডিজিটাল চিঠি। e-চিঠি। দিতে গিয়ে মনে হল সিসিবিতে ও আপলোড করে দেই।
সকল মা কে মা দিবসের শুভেচ্ছা।
১৬ টি মন্তব্য : “মা”
মন্তব্য করুন
মা দিবসে সব মায়েদের জন্য শুভেচ্ছা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঐ ।
ভাইয়া আবার কলেজের কথা মনে পরে গেলো 🙁
আম্মা যখন গাবতলি তে বাসে উঠাই দিতে আসতো তখন লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করতো 🙁
উফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফ
মন খারাপ করা ব্যাপার 🙁
সবাইকে মা দিবসের শুভেচ্ছা 🙂
লুকায় লুকায়? আমার আম্মু তো সবাইকে দেখায়ই কাঁদত। ১২ এ উঠার পরও।
:boss: :boss: :boss: :clap: :clap: :clap:
জগতের সকল 'মা'দেরকে মা দিবসের শুভেচ্ছা.........
মা দিবসে সকল মাকে শুভেচ্ছা
অনেক কিছু মনে পড়ে গেল,তপুভাই।
তপু ভাই গানটা শুনে দেখতে পারেনঃ
http://www.youtube.com/watch?v=Hzk2XO2Bh7o
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ভাই এটা কি করলেন????
এই গানের লিঙ্ক এ ক্লীক কইরা ইউ টিউবে গেলাম গিয়া পাশের সাজেশানে দেখলা কি সব বাংলা গানের ভিডিও 🙁
সব মায়েদের জন্য শুভেচ্ছা।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সকল মা'এর জন্য :salute: :salute:
চিঠিটা পড়ে আবেগাপ্লুত হয়ে গেলাম।
আন্টির জন্য সিসিবি পার্টির পক্ষ থেকে সালাম।
সংসারে প্রবল বৈরাগ্য!
চামে "দেখেন আমার হাতের লেখা কত সুন্দর" ভাব নেয়ার কু-মতলবে, টাইপ না কইরা, স্ক্যান কপি দেয়ায় কামরুলতপু'র ভ্যাঞ্চাই।
(এডু, মডু ... এই জিনিস ম্যালাদিন পরে চাইলাম ... দিয়া দিবেন নাকি ??)
তপু, চিঠি ভাল হইছে ... আন্টি তথা সকল মা'কে ... :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া এইভাবে সবার সামনে আমার গোপন ইচ্ছা প্রকাশ করে দিলেন?
আসলে এই চিঠি এখানে দেবার আসল কারন হল সবাইকে একটা উপায় বলে দেওয়া যারা বাইরে থাকে। এইভাবে চিঠি পাঠানো যায়। লেখতে যা সময় লাগে। ক্লাসের মাঝেও লিখে ফেলা যায়। মা রা অসম্ভব খুশি হয়। অফটপিক জাস্ট ফ্রেন্ডরাও খুশি হওয়ার কথা, যাদের চান্স আছে ট্রাই করে দেখতে পারে।
তপু,
সুন্দর লেখা।
তোমার সাথে যোগাযোগ করার উপায় কি? আমার ই মেইল ঠিকানাঃ selinum@yahoo.com
কিয়োটো-তে কি আমাদের কোন এক্স-ক্যাডেট আছেন?
সেলিনা
তপু, সুন্দর একটা চিঠি।
বেশ আবেগপ্রবণ হয়ে গেলাম।