কেন যেন মনে হচ্ছে নিউজিল্যান্ড এর আজকে খবরই আছে। ক্লাসের ফাঁকে খেলার খবর নিচ্ছিলাম অনেকটা কলেজে থাকতে আইসিসি সেমিফাইনালের মতই মনে হচ্ছিল। একে একে যখন উইকেট পড়ছে চিৎকার করতে পারছিনা। আস্তে আস্তে মুখটা হাসিমুখ হয়ে গেল। এক ভাইয়াকে ফোন করে বললাম ৭৯ রানে ৬ উইকেট। ভাইয়া পাত্তা দিলনা ও আচ্ছা। বললাম বাংলাদেশ ব্যাট করছে না বল করছে। আমি নিশ্চিত ওনার চোখ বড়বড় হয়ে গিয়েছিল। এরপর অনেকক্ষণ না দেখে এসে দেখি ২০০ হয়ে গেছে। একটু ভয় পেয়েছিলাম আবার বুঝি ১০০ করেই ঝরে পড়বে। এখন খেলা দেখে মনে হচ্ছে আজ বুঝি ওরা জিততেই নেমেছে।
অনেকদিন পরে মাশরাফি তার সেই কথাটা ফলাল, “ধরে দেবানি”।
সবাই দোয়া করেন আরেকটু
১০ টি মন্তব্য : “আজ বুঝি জিতেই যাব”
মন্তব্য করুন
জিতে গেলাম তো।
কেমনে সম্ভব। 😀 😀
অনেকদিন পরে আশরাফুলকে দেখে মনে হল আক্কেলটা পাকছে।
দেখি শনিবার কি হয়।
ওগোরে আইনা ফ্রি নাইটের স্পেশাল ডিনারে ট্রিট দিতে হইবো পোলাপাইন চান্দা তুল,বড় ভাইরা অর্গানাইজ করেন... 🙂
কোন দরকার নাই । এরপর লাগাতার কয়টা হারে সেইটা দেখার বিষয় । :dreamy:
:salute:
বেশি লাফাইলে কপালে দুঃখ আছে...।
আজও বুঝি জিতেই যাবে :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
৯ তারিখ রাতে জুনায়েদ সিদ্দিকীর সাথে কথা হলো...। খুবই উজ্জিবীত নাকি ওরা...। কিন্তু ১১ তারিখ যে কি করলো...। আজ রাতে (১৩ তারিখ)ও কথা হলো দলপতিসহ অন্যান্যদের সাথে। যথেষ্ট মোরাল দিলাম...। দেখা যাক কি করতে পারে ওরা শেষ ম্যাচে...।
আহসান ভাই, প্লিজ বলেন যে আমরা বিশ্বাস করি ওরা পারবে।আই বিলিভ ইন দেম!