অনেক আগে লেখা একটি কবিতা । সবাই কবিতা দিচ্ছে দেখে আর নতুন কবিতা লেখতে না পেরে। আগে সচলায়তনে পোষ্টিত ।
হারিয়ে গেলাম
কেউ খুঁজলনা ,কেউ খুজেঁনা,
তাই হারিয়ে গেলাম।
বিশ্বসংসার তন্নতন্ন করে খুজঁলাম
কেউ নেই আমার অপেক্ষায়।
কারো সময় কাটেনা এই ও এলো বলে ভাবনায়।
তাই হারিয়ে গেলাম।
নির্মম নাগরিক জীবনের সাথে লড়াই করে
কারো একান্ত সময়ের কিছুটা ছিনিয়ে নিতে পারিনি।
পারিনি কাউকে আমার আশায় বসিয়ে রাখতে ।
কোলাহলের এই জীবন থেকে
তাই আমার এই নিরব হারিয়ে যাওয়া।
হয়ত কারো মন আক্রান্ত হবে না হাহাকারে
হঠাৎ কোন বিকেলে শূণ্যতা অনুভব করবেনা কেউ,
কারো মনে বেজে উঠবে না বহুদিন দেখিনা।
তবুও…… হারিয়ে গেলাম।
কেউ খুঁজবে এই আশায়……।
জুন, ২০০৭
এইটা কি কলেজে থাকতে লেখা ???
নাহ ভাইয়া কি যে বলেন। কলেজে আমি কালচারালে বকলম ছিলাম। সময়টা নিচে দিয়ে দিয়েছি।
হুমমমমম ............ ঠিক আছে। এইবারে সত্যি করে বলতো, কাকে মিস করছিলে ?? 🙂 🙂 🙂 🙂
হাহাহাহাহা ভাইয়া সবার সামনে এইভাবে ডিরেক্ট প্রশ্ন...
কানে কানে বলব পরে
এইটা কি লিখলেন ভাইয়া? এত্ত সুন্দর...... :thumbup:
কিন্ত একটা
হিহি।আমি কিছু বলিনি।। 😛
খুব ভালো লাগলো। :clap:
যা বলার তা তো স্বপ্নচারী ভাই বলে দিছে এখন খালি কোট করলেই হয় নাহ?
কাকে মিস করেছিলাম বললে কেউ বিশ্বাস করবে না তাই যে যেটা ভাবে সবার উপর ছেড়ে দিলাম।
vabike 😛
আমারো এই রকম অনেকবার মনে হইছে ভাই।
সবসময় মনে হয় কেউ খুঁজবে না...
যাকে অনেক খুঁজেছি, সেও হয়ত কোনদিন খুঁজবে না...
হি হি হি...
সত্যি কথা কি, কেউ হয়ত আসলেই খুঁজে না...
কাউকে কাউকে হয়ত কেউ কেউ কখনো কখনো খুঁজে। আমি সেই সৌভাগ্যবানের দলে নাই এই আর কি।
তাকে তো আগে তোমার জানিয়ে আসতে হবে যে, তুমি লুকোচুরি খেলতে চাইছো
:)) :)) :))
ভাইয়া আপনি এগুলারে ফরমুলা শিখাচেন? 😉
এগুলা এমনিতেই.........। B-)
কি করবো বলো, ছোট ভাইদের প্রতি দায়িত্ব-কর্তব্য আছে না .........
শক্ত কইরা মাইর দেয়া দরকার, তাইলে সাইজে আইবে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কারে ভাইয়া?
আমি এতক্ষন অপেক্ষা করতেছি কখন আপনি কমেন্ট করবেন। আর কমেন্ট পড়তে আইসা তো ভয় পাইয়া গেলাম।
কারে আবার, তোমারে।
এইসব ছ্যাকা টাইপ কবিতা পড়লেই আমার মনে হয় কবিরে শক্ত কইরা মাইর দেই। আর কবি যদি জুনিয়র কেউ হয় তাইলে তো হাত পুরাই নিশপিশ করে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এক্কেরে ঠিক কইসেন বস ............ এই বয়েসে পোলাপাইন আমোদ ফুর্তি করবে, এরা করে উলটা ......
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এই বয়েসে পোলাপাইন আমোদ ফুর্তি করবে.... :shy: :shy: :shy:
খালি আমোদ !!!!! :grr:
হারিয়ে যাওয়া কেন............কেন এ লকচুরি খেলা বন্ধু...............বন্ধ কর বেরিএ এস তুমাকে খুজছে
পৃথিবী।
আমিও হারেতে চাই 😀 কিন্তু কোথা তারে পাই 🙁
আপনার এই লেখার ডিসক্লেইমার আমাকে একটা রহস্য থেকে মুক্তি দিয়েছে 😀 সচলে এক লোকের ছবি দেখে ভাবতাম এরে যে কই দেখছি 🙂 এইবার বুঝছি কই দেখছি 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়