আমাদের এখানে প্রতিবছর একইরকম ভাবে মনবুশো স্কলারশীপ নিয়ে কয়েকজন আসে। আমরা সবাই একই জায়গায় ভাষা শিখি একই রকম পথ পাড়ি দেই। এবং আমাদের মধ্যে প্রচুর ক্যাডেট। সেই হিসেবে এখানে আমাদের সবার মাঝে ক্যাডেট কলেজের মত একটা ট্রেন্ড চালু আছে। প্রতিবছর নতুনরা আসলে আমরা ওদের গিয়ে রিসিভ করি ওদের ভাল মন্দ দেখার চেষ্টা করতে গিয়ে অনেক সময় ওদের অনেক জ্বালাই। আমার এই পোষ্টের ব্যাপারটা সেটা নিয়ে না। যাই হোক ২/৩ বছর আগে এইরকম একবার নতুনদের দেখতে গিয়েছি। তখন এক ছেলে একটা পেপার কাটিং বের করল (ছেলেটা এখানকার শরীফ সাগর )। আমরা সবাই বসে আছি আমাদের সামনে কাগজটা ধরে বলল ভাইয়া কিছু দেখতে পারেন? আমি দেখেই বললাম হিজিবিজি। মোটামোটি আমরা কেউই দেখতে পারলাম না তখন সে বলল ভাইয়া এইটা একটা কাপ পিরিচ। আমার মাথা গেল খারাপ হয়ে। পাগলে পাইছে নাকি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আর সে বলছে এইটার মধ্যে কাপ পিরিচ। আমাদের সবার উত্তেজনা তখন আকাশে। কাপ পিরিচ দেখতেই হবে। আমি একবার বললাম আরে হাতলটা মনে হয় একটু দেখতে পারছি সে বলে না ভাইয়া দেখলে সবই দেখবেন। ও বলল ভাইয়া ছবির পিছনে ফোকাসিং করেন। আড্ডাটাই পন্ড হচ্ছিল আরেকটু হলে। সেবার বাদ দিলাম। কিছুদিন আগে একইরকম ভাবে আবার একটা জুনিয়র দেখি কাপ পিরিচ আরো কি সব দেখে আমি দেখতে পাই না। এবার বাসায় এসে ঘাটাঘাটি করলাম। একে বলে স্টেরিওগ্রাম । দেখার অনেক রকম উপায় আছে। একটা একটা করে আমি সবগুলা খাটালাম কিন্তু আমি একটা ছবিও দেখতে পারলাম না দেখি আপনারা দেখতে পারেন কিনা।
১।
২।
৩।
আপাতত এই ৩টাই থাক। কে কি দেখলেন কমেন্ট করে বলেন। যারা কিছুই দেখতে পারেন নাই পিলিজ লাগে মাথা গরম কইরেন না। আমিও কিছুই দেখতে পাই নাই।
আমি প্রথমটায় মানুষের খুলি, দ্বিতীয়টায় সবুজ বাংলা আর তৃতীয়টায় ইটের ব্লক দেখি। বলাই বাহুল্য যে একটাও ঠিক না।
1st 😀 :))
হাহাহাহা
আমি দেকছি হিজিবিজি, হিজিবিজি।
কপিরাইট আনিস আজ রোববার ।
ভুল কইছস কপিরাইট আনিস আজ রবিবার।
🙂 🙂
~x( ~x( ~x(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চুল ছিড়িস না দোস্ত। একটা টেকনিক হইল ছবিটারে মনিটরে রেখে মনিটরের পিছনে ফোকাসিং করা আরেকটা হইল তোর নাকের উপর ফোকাসিং করে ছবিটার দিকে তাকানো। তবে কাজে দিব কিনা জানিনা আমার দেয় নাই।
বিঃদ্রঃ শরীফ আমি জানি তুমি দেখতে পার সো তুমি বইলা দিও না।
হিজিবিজি ... হিজিবিজি হিজিবিজি .... ~x( ~x( ~x(
এরকম একটা ছবি ছিলো জাফর ইকবালের পৃ বইয়ের প্রচ্ছদে।
ঐ টা তো বুঝছিলাম। অমন ছবি হইলে অবশ্য আমি বুঝবার পারি।
তাইলে এইগুলা বুঝতাছস না কেন। একইরকম ছবি তো। নাকি চাপা মারলি। পৃ তে কি ছবি ছিল আমি এখনো জানিনা । ক তো কি ছিল।
একটা সুড়ঙ্গের মাঝে পানি প্রবাহিট হইতাসিল -- এই জাতীয় ছবিই তো পৃতে ছিল মনে হয়।
আমি ঐটাও বুঝিনাই... দেখি এগুলা বুঝি কি না!
হিজিবিজি 🙁
আমিও আপনার মত 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ইশশ কি যে শান্তি লাগতাছে কেউ পারতাছে না। আমি ভাবছিলাম সবাই পারে খালি আমিই পারি না।
দেইখা ফালাইছি :awesome:
একদম ইস্পুষ্টু :guitar:
কানে কানে কমু নাকি 😉
সবাই মিলে আসেন শরীফরে ব্যান করি আর কেউ দেখল না এই পোলা নাকি স্পষ্ট দেখছে। আমি আরেকটু পরে ঘোষণা দিতে চাইছিলাম আসলে এই ছবিগুলাই ভুয়া।
আরেকটা টেকনিক আছে... প্রথমে একটা লাইনকে ফলো করো...
সুবিধা হবে।
প্রথমটায় কাপ-পিরিচ ছাড়াও হাল্কাভাবে আরো কিছু দেখা যায়।।
দ্বিতীয়টায় সব্জী দেখলে দোষ দিয়ো না...
তিন নম্বরটায় অসংখ্য মানুষ...
আপাততঃ এটুকু-ই থাক!!
ভুল বললে কিছু বলো না...খবরদার!!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ভাইয়া কিছু বলি নাই কিন্তু। (মানে বুঝছেন তো ...)
দুনিয়াতে বহুত হিজিবিজি ।
একটু আলামত দেই তপু ভাই। মাইন্ড কইরেন না। মাইন্ডাইলে আগেই :frontroll: দিয়া লই।
১। পানিতে চলে।
২। বাতাসে চলে।
৩। মাটিতে চলে।
এরকমই কিছু দেখা যাবে হয়তোবা। 😉
হাহাহা তোমার নিশ্চয়ই আর সহ্য হচ্ছে না কেন কেউ পারতাছে না। আমিও বুঝলাম না তুমি এত সহজে পার কেমনে। তুমি ভস
মনে হয় প্রচুর ভিটামিন এ খাইসে :-B
না শরীফ মনে হয় খাটি দুধ চায় ডেইলী
ছবিগুলা রিনেইম কইরা না দিলে আমিও কিন্তু একটু পর বস্ হবার ভাব ধরুম 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
হাহাহা , ছবির নাম তো আপনার বোঝার কথা না। নিজের পরিচয় ফাঁস করে দিলেন মনে হয়।
আর ছবির নামই যদি চেঞ্জ করি তাইলে লাষ্টে কেউ আমারে জিগাইলে আমি উত্তর দিমু কেমনে।
:dreamy:
চায় কিন্তু পায় না, কিংবা পায় হয়তো খায় না, বা পায়ও না খায়ও না, কিংবা গায় হয়তো মাঝে মাঝে, তবে যায়না এইটা সিউর :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori:
:chup: :chup: :chup:
কামরুল ছবির নাম যে কেউ দেখতে পারে... আমিও বস হব নাকি রে? :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওহে শরিফ সাগর জাতি জানতে চায় :-B
জাতি কইয়া দিছে নিচে।
পুটি মাছ, কাউয়া আর অমানুষ 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অই কেমনে দেখস?? আজিব!!
জীবন কত জটিল হয়ে গেছে, জটিল হয়ে গেছ ছবি দেখার ধরন......।।
এক জীবনে আর কতটা কষ্ট নেব? :dreamy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
১ নং এ - ~x(
২ নং এ - প্রজাপতি :-B
৩ নং এ - মানুষ ! মানুষ ! :awesome:
হে হেহ হে :awesome: :awesome:
১) ডলফিন-মেরুভল্লুক-সিন্ধুঘোটক [ভুলও হইতে পারে, তবে এমনি মনে হইলো 😛 ]
২) প্রজাপতি [এইটা দুইশো ভাগ শিওর 😀 ]
৩) একটা ছেলে একটা মেয়ে ... ব্যালে নাচতেছে বা স্কেটীং করতেছে [মোটামুটি শিওর এইটাও 🙂 ]
১মটা বুঝি নাই
২য়টা কুমির (আমার কাসে তাই মনে হইসে)
৩য়টা মানুষ
উত্তর কন......
কি হইল, উত্তর এতো কম কেন? সবাই কি বলে তার জন্য ওয়েট করতেছিলাম...
আমারটা দিয়াই দি তা হলে,
১। ডলফিন।
২। প্রজাপতি।
৩। মানুষ। (মনে হয় গ্রুপ ছবি... খুব সম্ভবত কোন স্পোর্টস টিমের...)
কামরুল... রেজাল্ট কখন দিবি?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোর গুলা ঠিক আছে। ৩য়টা হইল ফুটবল খেলা মনে হয়। আমি নিজে দেখিনাই তাই ভাল কইতে পারতাছি না।
:awesome: :awesome: :awesome:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আয় হায় কেমনে পারলেন, আমারে একটু শিখায় দেন আমি ২ নং এ কুমির দেখসি :(( :(( , ১মটা বুঝিই নাই :(( :((
বিজনেস সিক্রেট B-)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:(( :((
২ নং এ প্রজাপতি আমি আগে কইছি B-)
:awesome: :awesome:
তপু ভাই,
আপনার লাষ্ট আপডেট কি????
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আজকে রাতে আপডেট দিতে পারব আশা করি। দোয়া কর যেন ভাল খবর দিতে পারি ।
এটা পারা তো নরমাল B-)
১মটা ডলফিন
২য়টা প্রজাপতি
৩য়টা ইলিশ মাছ
দুইদিন পর আইসা নরমাল পাইরা আবার ভাব দেখাস... উপরে যা, উত্তর দেয়া আছে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
http://www.metacafe.com/w/2390409/
এইটা দেখেন......... 😉
আমিতো এত পরে এসেছি, উত্তর দেওয়া'ই বৃথা। 🙁