প্রবাসে প্রলাপ – ০০৭

আজও একটা অসম্ভব ঝলমলে একটা দিন। এরকম হলে কেমন যেন আমার বেশ ভাল লাগে। আবহাওয়ার সাথে মানুষের মন এর সম্পর্ক আছে এটা কিছুদিন হল বুঝতে শিখেছি। হয়ত বড় হলাম, আগে এইসব শুনলে মনে হত ভাবের আর জায়গা নাই। গত ১ সপ্তাহ ধরে আমি সারাদিন শুয়ে থাকি। খাওয়ার জন্য ছাড়া উঠি না, মানে উঠতে পারি না। পায়ে ব্যাথাটা বাড়তেই ছিল। গতকাল আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। এর আগের পোস্টে আমার অসুখের কথা হালকা লেখার পর গতকাল আমি অনেকগুলো ফোন পেলাম। সবাই জিজ্ঞেস করছে আমার ডাক্তার কি বলল। বুঝলাম বহুত সিসিবি নীরব পাঠক আছে যারা আমার শুভাকাঙ্খী। ককর এক ভাইয়া নিজের থেকে মেইল করে আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন ভাইয়া সহ আর সবাই যারা আমার ব্যাপারে চিন্তায় ছিলেন তাদের জন্য, একটু বোরিং হলেও আমার অসুখের আপডেট করাটা আজকের পোস্টের উদ্দেশ্য।
আমার রোগটা হল স্পাইনাল ডিস্ক হারনিয়েশন। এরপর আমাকে ডাক্তার একটা বিশাল সিরিঞ্জ নিয়ে ব্যাকবোনের একেবারে নিচে স্পাইনাল কর্ডে বসিয়ে দিল। এটাকে মনে হয় নার্ভ ব্লক বলে। সাধারাণত ইঞ্জেকশন দিলে আমি চোখ মুখ বিকৃত করে একটা ভাব করে যন্ত্রনাটা সহ্য করে ফেলি। কিন্তু এবার আর তা হল না আআ করে চীৎকার দিয়ে উঠলাম। এরপর হাসপাতালে একঘন্টা থেকে চলে আসলাম। একেবারে জাদুর মত ইঞ্জেকশন দেওয়ার পরই সব ব্যাথা চলে গেল সেরকম কিছু হয়নি তবে আমি এখন আমার পা নাড়াতে পারছি। সবার দোয়ায় ভাল হয়ে যাব আশা করছি। যদি এক সপ্তাহেও না ভাল হই তাহলে আবার গিয়ে দুটা ইঞ্জেকশন দিতে হবে। তখন যেটা করা হবে সেটা হল সিলেক্টিভ নার্ভ ব্লক তার মানে হল একেবারে নির্দিষ্ট করে ক্ষতিগ্রস্ত নার্ভকেই ব্লক করা হবে। যাই হোক বহুত আজাইরা প্যাচাল শোনাইয়া ফেললাম।
একটা আপাত ভাল সংবাদ দিয়ে শেষ করি। আজ পেপার পড়তে গিয়েই দেখলাম রাজনৈতিক দল নিবন্ধন করার শর্তে ছাত্র , পেশাজীবী এবং শ্রমিক সংগঠন না থাকাকে বাধ্যতামূলক করা হচ্ছে। কোন রাজনৈতিক দল এই স্বিদ্ধান্ত নিতে পেরেছে এইটা আমার কাছে বিস্ময়কর। এখন অপেক্ষা করছি বাস্তবায়নের। যারা বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন স্মরণীয় আন্দোলনের কথা বলে ছাত্র রাজনীতির পক্ষে কথা বলবেন তাদের সাথে আমি বিতর্কে যাবনা শুধু এইটা বলব এখন যা হচ্ছে তা কোনমতেই ছাত্র রাজনীতি নয়। আর যদি দেশের প্রয়োজন হয় সাধারন ছাত্রই রাস্তায় নেমে আসবে তার জন্য এই পংকিল রাজনীতি থাকার কোন প্রয়োজন নেই।

২২ টি মন্তব্য : “প্রবাসে প্রলাপ – ০০৭”

  1. সাইফ (৯৪-০০)

    তপু,প্রথমেই তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।তারপর বলছি,এই দেশে কাগজে কলমে অনেক্ম কিছুই হয়,

    যারা বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন স্মরণীয় আন্দোলনের কথা বলে ছাত্র রাজনীতির পক্ষে কথা বলবেন তাদের সাথে আমি বিতর্কে যাবনা শুধু এইটা বলব এখন যা হচ্ছে তা কোনমতেই ছাত্র রাজনীতি নয়। আর যদি দেশের প্রয়োজন হয় সাধারন ছাত্রই রাস্তায় নেমে আসবে তার জন্য এই পংকিল রাজনীতি থাকার কোন প্রয়োজন নেই।

    সহমত।

    জবাব দিন
    • রাজনৈতিক দল নিবন্ধন করার শর্তে ছাত্র , পেশাজীবী এবং শ্রমিক সংগঠন না থাকাকে বাধ্যতামূলক করা হচ্ছে।

      ক্যাম্পাসে ছাত্র লীগের বদলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, গোপালগঞ্জ ছাত্র সমিতি- যে নামেই ডাকুন না কেন আগের চেহারাগুলোই যদি ঘুরে ফিরে আসে তা হলে পরিস্থিতির কি কোন পরিবর্তন আসবে? সিএনজি চালকেরও মিটারে চলার কথা, কিন্তু কয় জন মিটারে যেতে চায়? আমাদের দেশে হরেক রকম আইন হয় কিন্তু বেশীর ভাগেরই প্রয়োগ হয় না।

      জবাব দিন
  2. কামরুল ভাই, রাজনৈতিক ওয়াদায় বিশ্বাস করবেন না। নিজেই কষ্ট পাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাকি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করসে...এতো সোজা। নাম না ভাঙ্গায়েও অনেক কিছুই করা যায়। রাজনৈতিক কার্যক্রম বন্ধ হলেই কি হলের সিট বাণিজ্য, ফাও কালচার, টেন্ডারবাজি, ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি সব কি থেমে থাকবে? this country is getting like The Waste Land Of T S Eliot, where nothing grows।

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    তোমার কি স্পাইনাল সার্জারী লাগবে? ডাক্তাররা এই ব্যাপারে কোন
    ইংগিত দিলেন?
    spinal disc herniation শুধু ইঞ্জেকশনে (নার্ভ ব্লক লিখেছো)
    কতটা সারবে।
    তোমার MRI ফিল্মটা/গুলো মেইলে পাঠাতে পারো?
    nupurkanti@gmail.com

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে জাবেন আশা করি 😀

    যারা বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন স্মরণীয় আন্দোলনের কথা বলে ছাত্র রাজনীতির পক্ষে কথা বলবেন তাদের সাথে আমি বিতর্কে যাবনা শুধু এইটা বলব এখন যা হচ্ছে তা কোনমতেই ছাত্র রাজনীতি নয়। আর যদি দেশের প্রয়োজন হয় সাধারন ছাত্রই রাস্তায় নেমে আসবে তার জন্য এই পংকিল রাজনীতি থাকার কোন প্রয়োজন নেই।

    প্রচন্ড সহমত

    জবাব দিন
  5. সামিয়া (৯৯-০৫)

    সর্বনাশ, আমি এতদিনে জানলাম আপনি অসুস্থ। তাড়াতাড়ি সুস্থ হন। খবরদার বেশিদিন ব্যথাবুথা রাখবেন না। নাইলে কিন্তু দৌড়ানি খেয়ে ব্যথা ভাল হয়ে যাবে। :grr:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।