আমি ব্লগ লেখা ছেড়ে দিয়েছি অনেকদিন। পড়া ছাড়িনি। কাল রাত থেকে ঘুমাতে পারছি না। কিছু একটা যেন গলার কাছে আটকে আছে। শাহবাগে কদিন গিয়ে আমরা যারা ভেবেছি এইভাবেই আমরা খুব সহজে দেশকে রাজাকার মুক্ত করে ফেলতে পারব রাজীবের মৃত্যু আমাদের মনে করিয়ে দিল আমরা কার বিরুদ্ধে কেন লড়ছি। সাপ ঘুমিয়ে থাকলেও সাপ। তাদের কে রেখে শান্তির চেষ্টা করা যায় না। ৪০ কেন যদি এই দাবি আদায় করতে করতে আরো ৮০ বছর ও লেগে যায় তাহলেও আগে এই সাপকে দূর করা ছাড়া দেশের আর কোন উন্নতির কথা ভাবা যাবে না। যারা ভাবছে এতে দেশের মধ্যে বিভক্তি তৈরি হবে কি দরকার তাদের কে অনুরোধ এসব কথা বলে বিভ্রান্ত করবেন না। দরকার হলে ধরে নিব আমাদের বাংলাদেশ আজ থেকে স্বাধীন হচ্ছে। আজ থেকে শুরু হোক পথ চলা। প্রথমেই নিজেদের মধ্যে লুকিয়ে থাকা বেজন্মা দের তাড়িয়ে নেই। এরপর আমরা চিন্তা করব দেশ এর আর কি কি ঠিক করতে হবে। দেশ কে আমাদের স্বপ্নের দেশে পরিণত করার জন্য জাগ্রত থাকব সবসময়।
নিজেকে ব্লগার বলতে গর্ব করতে চেয়েছিলাম। একটু একটু লজ্জাও হচ্ছে। তারপরও ঐ বেজন্মা দের জানিয়তে দিতে আজ লিখতে বসেছি কজন কে মারবি। তোদের লিস্ট লম্বা করতে হবে অনেক অনেক। আমরা সবাই এই আন্দোলনে আছি।
আমার ছোট ভাই কনক রায়হান কে ৫ দিন ধরে গুতাচ্ছি কিছু একটা লেখ। আমি তো কিছু পারিনা। তাই ওর লেখা একটা কবিতা এখানে সবাইকে শেয়ার করলাম।
প্রজন্ম চত্বর
— কনক রায়হান
জনতার আজ একটাই দাবী
রাজাকারের ফাঁসি ,
মুছে যাক সব বক ধার্মিক
জানোয়ারের হাসি।।
প্রাণের দাবীতে শাহবাগে আজ
দৃপ্ত উন্মাদনা ,
ছিনিয়ে আনবো সব খুনীদের
মৃত্যুর পরোয়ানা।।
জাতির বিবেক তরুণরা আজ
জাগ্রত হুশিয়ার,
ধর্মের নামে ধোকা দিয়ে কেউ
পার পাবে না’তো আর।।
সময় এসেছে ,ভেঙ্গে দিতে হবে
নর-পশুদের কালো হাত ,
ছিনিয়ে আনবো নতুন সূর্্য
আনবো রাঙা প্রভাত।।
কাঁদতে আসিনি ,ফাঁসির দাবীতে
সারা দেশে আজ ঝড় ,
দেশ প্রেমে যেন ভেসে যাক এই
প্রজন্ম চত্বর।।
:thumbup:
হক কথা।
আমার বন্ধুয়া বিহনে
"চলে যাওয়া মানে প্রস্থান নয়" 😉
সহমত! আপাততঃ Shoshi'র ভিতরের সাপগুলা দিয়ে শুরু করতে হবে। সকালে মা**ব ভাইয়ে মেইল দেখার পর থেকে গা ঘিনঘিন করতেসে। দরকার হইলে আওয়াজ দিও।
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"