সিসিবির জন্মদিন ৮ ডিসেম্বর,২০০৭। এই দিনটি আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। না শুধু যে ২০০৭ থেকে গুরুত্বপূর্ণ হয়েছে তা না। অনেক অনেক আগে থেকেই ডিসেম্বর মাস আসলেই ৮ তারিখের কথা আমার মনে হয়। আমার মা এর জন্মদিন ৮ ডিসেম্বর। আগে খুব ঘটা করে আম্মুর জন্মদিনের জন্য প্ল্যান করতাম। চিঠি লিখে এমনভাবে পোষ্ট করতাম যেন ৮ তারিখে গিয়ে পৌঁছায়। রাতের ৩টায় (জাপানের ৩টায় বাংলাদেশের ১২টা বাজে (আক্ষরিক অর্থে) ) এলার্ম দিয়ে উঠে আম্মুকে ফোন করতাম। এখন আম্মুকে সারপ্রাইজ দেবার ভার পুরাটাই আমার ছোট ভাই কনকের। দুই মাস ধরে সে হন্যে হয়ে আম্মুকে দেবার জন্য গিফট খুঁজছে। রাতে খুব লুকিয়ে লুকিয়ে কেকের প্যাকেট বাসায় নিয়ে গেছে এবং আশে পাশের আত্মীয়দের বলেছে ১২টায় যেন বাসায় আসে। আমি আমার ১২টায় ফোন দিয়ে আম্মুকে শুভ জন্মদিন জানিয়ে ঘুমাতে চলে গেছি।
এই একইদিনে সিসিবির জন্মদিন এটা আমার মনেই ছিল না। তবে অনেকেই যে লুকিয়ে লুকিয়ে সিসিবির জন্মদিন উপলক্ষ্যে ব্লগ দেবার জন্য বসে ছিল সেটা বুঝতে পেরেছি বহুদিন পরে একইদিনে একাধিক ব্লগ আসা দেখে। কাল রাতে জিহাদের কথায় মনে পড়ল আজ সিসিবির জন্মদিন। মাত্র ৩ টি বছর আগে সিসিবির জন্ম। আমি জন্মলগ্নে ছিলাম না বলে হয়ত আমার দিনটি এতটা মনে ছিল না। কিন্তু যাদের নিরলস চেষ্টায় এই সিসিবি আজ ৩ বছরের শিশু তাদের নিশ্চয়ই ঘুম আসে না এই দিনটি আসার আগে। তাদের নাম বলে তাদের ছোট করলাম না। ২ মাস বয়সী সিসিবির সাথে আমার যখন পরিচয় তখন খুবই হাতে গোনা সদস্য আমাদের একটা ভাড়া বাসা ছিল ওয়ার্ডপ্রেসে। আমরা সেখানে যা খুশি লেখতাম আর প্রতি ১০ মিনিট পর পর দেখতাম সেখানে কোন কমেন্ট আসল কিনা।
আমার তখন নিঃসঙ্গ প্রবাস জীবন। নেটে কাজ করার কিছু থাকে না তাই একদিন ছোট ভাই-বোন গুলার সাথে যোগ দিলাম। দেখলাম আমি তখন হৃদয়ের কথা বলিতে ব্যাকুল কিন্তু কেউ শুধায় তো না উপরন্তু জোর করেও কাউকে শোনানোর সুযোগ নেই। তাই নিজের কথা, নিজের নিঃসঙ্গতা, নিজের নস্টালজি লেখা শুরু করলাম। নিয়মিত বকবক করে এমন এক সিনিয়র পেয়ে সবাই মহাখুশি, তারা আমার পিঠ চাপড়ায়, আমাকে উৎসাহ দেয়, কমেন্টে আমাকে আকাশে তুলে দেয়। ভালবাসা পেয়ে আমি হয়ে উঠি দুর্বার। যা খুশি লেখতে লেখতে একসময় দেখি আমি শত খানা ব্লগ লিখে ফেলেছি। নিজেই তখন লজ্জা পেয়ে গেলাম। যে মানের লেখা সবাইকে গিলিয়েছি সেই শাস্তি সবার প্রাপ্য ছিল না। এখন অবশ্য আর সিসিবিকে গুটিকয়েক লেখকের লেখায় বন্দি থাকতে হয় না। নিয়মিতই নতুন লেখক আসে নতুন নতুন টাইপের লেখা পড়া যায়।
আস্তে আস্তে সিসিবি জমজমাট হয়ে উঠে। সিনিয়র জুনিয়রে ভরে উঠে সিসিবি। আগে যেমন নিজের বাড়ির সবাইকে চিনতাম আমাকেও সবাই চিনত একসময় সেরকম সবার সাথে চেনাজানা বা ব্যক্তিগত যোগাযোগ রাখা আর ততটা সহজ রইল না। বিদেশে থাকার কারনে গেট টুগেদার মিস হয় আর ফলস্বরূপ কেউই আর চিনে না। নতুন যারা আসে তারা হয়ত পুরান লেখা ঘেঁটে পড়ে না। আমিও চিনিনা অনেক নতুন নতুন ব্লগার দের। তবে এটুকু জানি আমি সিসিবিয়ান ফয়েজ ভাইর মত করে বললে , “আমি তোমাদেরই লোক ” ।
আমার পরিচিত সবার মাঝে আমি তপু নামে পরিচিত। আর কলেজ নাম কামরুল । নতুন করে পরিচয় হতে নিলে আমি আমার তপু নাম বলতেই অভ্যস্ত। তাই অনেকেই বুঝতে পারে না। ক্যাডেট পরিচয় পাবার পর অনেকেই খুব আমাকে ক্যাডেট নামের কলঙ্ক বলে আমি ক্যাডেট নাম পালটে ফেলেছি বলে। আমার ৬ বছরের হাউসমেট জাহিদ এখন আমাকে তপু বলে ডাকে এটা একটা বিরল ঘটনা বলে মনে হয়। যাহোক সবচেয়ে মজার ঘটনা ঘটেছে এবার দেশে গিয়ে এক ভাইয়ার সাথে পরিচয় হবার পর উনি আমার কামরুল নাম জানার পর বললেন তুমিই কি কামরুল তপু নাকি? খুব ভাল লেগেছে নিজের কাছে। কামরুল নামে একজন তারকা ব্লগার থাকার কারণে অনেক সময় আমি ওনার লেখার অভিনন্দন পেয়েছি এমনটাও হয়েছে। ওনার মত মজার লেখা আমি লেখতে পারি না তবে তখন আমি বলি না যে আমি কামরুল হাসান না আমি কামরুল তপু। উনি অনেক জনপ্রিয় , তার থেকে বিন্দু পরিমান আমার দিকে আসলে ওনার ক্ষতি হবে না।
সিসিবিতে প্রথম থেকেই ৯৪ ব্যাচ আর ৯৬ ব্যাচের একটা প্রতিযোগিতা ছিল। কোন ব্যাচের কত জন লগইন করেছে কারা বেশি লেখা দিচ্ছে, এমন কি সিসিবি ফ্যান্টাসি লীগেও সেই প্রতিযোগিতা লেগেই ছিল। বহুদিন হল সেই প্রতিযোগিতা মিস করি। আমাদের প্রতিযোগিতা যারা আড়াল থেকে সাপোর্ট দিত সেই ভাইয়াগুলাকেও অনেক অনেক মিস করি। আরেকটা জোর প্রতিযোগিতা ছিল কোন কলেজের ট্যাগে বেশি ব্লগ থাকবে। প্রথম দিকে মির্জাপুর এগিয়ে থাকলেও একসময় বরিশাল, সিলেট আর কুমিল্লা জোর ফাইট দিয়েছিল। পরবর্তীতে টুশকি খ্যাত একজন ব্লগার এবং আরো কিছু নিয়মিত লেখকের কল্যাণে বরিশাল অনেক এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে এই অসুস্থ!! প্রতিযোগিতা থেকে রেহাই পাবার জন্যই কিনা সেই ইনফর্মেশন তুলে দেওয়া হল। একই অবস্থা হল সর্বোচ্চ কমেন্ট করা ব্লগার এর নাম এর লিস্টের ও । যার কল্যানে মিষ্টি খাওয়া, কপি পেস্ট এসব শুরু হয়েছিল।
প্রিন্সিপ্যাল আসার পর থেকে সিসিবি অনেকটাই নিয়মের মধ্যে চলে আসে। প্রথম পরিচয়ে ফ্রন্টরোল কিংবা মটর সাইকেল দেওয়ার মত মাতিয়ে রাখা ছাড়াও বিভিন্ন সমস্যা তার উপদেশ এবং তার দিকনির্দেশনা সত্যি বলতে কি সিসিবির খুব দরকার ছিল। তবে মিস করি সিসিবির এডজুট্যান্ট স্যার। নতুন যারা তারা কি জানে যে সিসিবিতে দুজন এডজুট্যান্ট বিদ্যমান একজন হল এডজুট্যান্ট স্যার আরেকজন শুধুই এডুজুট্যান্ট (ওয়েবএডমিন)। ডাক্তার স্যারের দায়িত্বে যে আসলে কে থাকে তা এখনো জানা হল না আমার। আর মডারেটর নাম নিয়ে যারা এই ব্লগটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জন্য আমার হাজার স্যালুট। মাঝে একজন ভাইস প্রিন্সিপ্যালের আগমন ঘটেছিল। সিসিবির মনে হয় সর্বকালের জনপ্রিয় সেই ব্লগারকে এখন আর দেখি না। একদল লোকের কথা না বললেই নয় যারা অর্থ এবং সময় দিয়ে আমাদের এই সিসিবির জন্য বাসা ঠিক করে দিয়েছে বাসার গোছগাছে সাহায্য করেছে এবং নিয়মিত ইন্সপেকশন করে বেড়াচ্ছে। তাদের জন্য শুধু স্যালুটে কাজ হবে না।
এখন গেট টুগেদার হলেই দেখি প্রচুর খাবার দাবার থাকে (যার বেশিরভাগই মনে হয় একজন সদ্য পুলিশের পেটে যায়), এবং অনেক সিসিবিয়ানকে দেখা যায়, খুবই মিস করি। সিসিবির প্রথম গেট টুগেদার হয়েছিল গোটা বিশেক ছেলে মিলে। এক বড় ভাইয়ের ট্রিটে সবাই মিলে নিজেদের মধ্যে পরিচয়টাই ছিল প্রধান কাজ। অনেকেই অনেকের চেহারাই চিনতাম না তখন। আরেকটি মজার জিনিস হল সিসিবির জন্মদিন প্রিফেক্টের তাক লাগানো জন্মদিনের ব্লগ। এখন অনেক কম দেখা যায়। তবে আমার মত অনেকেই আছে যারা জন্মদিন প্রিফেক্টের সুনজর না পেয়ে সবার অলক্ষ্যে জন্মদিন পালন করেছে। কি আর করা সবাই তো আর তারকা হতে পারে না।
গত ৩ বছরে কত কিছু হয়ে গেল নিজের জীবনেও। নিজের ব্লগ গুলো এক নজর দেখলে সেই সময়কার মানসিক অবস্থা মনে পড়ে। নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় , নস্টালজিক হওয়া যায়। আরো আরো অনেকদিন পরে যখন সিসিবি ৩০ বছর হবে তখনো যদি বেঁচে থাকি তাহলে নিজের এই সময়টা ধরে রাখার জন্য সিসিবির কাছে আরো বেশি কৃতজ্ঞ থাকব। আর সিসিবির যখন ১০০ বছর হয়ে যাবে তখন হয়ত থাকব না তবে কেউ না কেউ হয়ত এরকম বর্ষপূর্তি ব্লগ লেখতে গিয়ে আমাদের কথা বলবে সেটা ভাবতেও ভাল লাগছে। অনেকটা রবীন্দ্রনাথের ১৪০০ সাল কবিতার মত।
ব্যক্তিগত জীবনে অনেক খারাপ সময়ে সিসিবি আমাকে স্থান করে দিয়েছি নিজেকে শেয়ার করার যেটা আমার খুব প্রয়োজন ছিল। তাই ব্যক্তিগত ভাবে সিসিবির কাছে আমি ঋণী। সিসিবি এবং যাদের নিয়ে সিসিবি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সাথে রাখার জন্য।
সিসিবি এবং যাদের নিয়ে সিসিবি তাদের সবাইকে ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা।
উরি বাপ, মেল্লা বড় পোস্ট।
থাক কাইল্কা পড়ুম 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কালকে এই পোস্ট নাও থাকতে পারে।
ফন্ট্ররোল লাগা ব্যাটা, দশটা। x-(
জ্ঞান বিলাইতেছে :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:(( :((
ভাইয়া আমি তো এক্সিকিউজে ছিলাম। যাই হোক কইছেন যখন,
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
জন্মদিনে অর্ধেক মাফ
কতো কিছু মনে পড়ে গেলো রে। ভালো আছিস তুই? তোর নাম্বার কি চেঞ্জ করছিস? কল দিসিলাম। পাই নাই।
গেলো মনে পড়ে রে কতো কিছু। তুই ভালো আছিস ? চেঞ্জ করছিস কি তোর নাম্বার ? দিসিলাম কল । পাই নাই।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাহ ভাইয়া নাম্বার তো আগেরটাই আছে। কবে কল দিছিলেন?
:grr: :grr:
মনে কতো কিছু গেলো পড়ে রে । তুই আছিস ভালো ? নাম্বার তোর করছিস কি চেঞ্জ? পাই নাই । দিসিলাম কল ।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ
সমকালীন সিসিবিও ধারার বাইরে গিয়ে এত্ত বড় পোস্ট লেখায় কামতপুরে মাইনাস :grr: :grr:
পুরোনো কথা মনে করিয়ে আবেগ আর নস্টালমুজিবে ভোগানোয় আরো একটা মাইনাস। :grr: :grr:
তারপর মাইনাসে মাইনাসে বড় একটা প্লাস 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তুই বিয়ে করছিস? সিসিবিতে জানাবি না? তোর মাইনাস তো প্লাস হইব নারে।
কেমন আছিস? তোর সাপ্তাহিক কি এখন পাক্ষিক কিংবা অন্য কোন আকারে লেখা যায় না?
ঐ লাস্ট পোস্টেই জানাইছি যে বিয়া করছি... পোস্ট না পড়ায় তোরে এরেকটা মাইনাস।
লেখা আবার শুরু করছি... দেখি নিয়মিত থাকতি পারি কিনা।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহারে দেখতে দেখতে চোখের সামনে সিসিবি বড় হইয়া গেলো, এখন সুন্দর সান্দর আরেকটা ব্লগ দেইখা বিয়া করাইয়া দেয়া দরকার 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
তিন বছরেই 😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া আগে নিজেরটা চিন্তা করলে হইত না?
:frontroll: :frontroll:
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বাল্যবিবাহের ব্যাঞ্চাই!
You cannot hangout with negative people and expect a positive life.
ইমোশনাল কইরা ফালাইলেন.....নাহ আপনের ব্যাঞ্চাই :((
আমার আর কি কাজ এছাড়া
ব্যাপক পোস্ট- ইমোশনাল করে দিলা কামতপু।
অনেকদিন পর পুরনো সবাইকে দেখে বেশ ভালো লাগছে। 🙂
কেমন আছেন ভাইয়া।
আমার তো কাজই হল ইমোশনাল ব্লগ দেওয়া।
সিসিবি এবং যাদের নিয়ে সিসিবি তাদের সবাইকে ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা :thumbup:
এই পিচ্চি এখনই কপি পেস্ট কমেন্ট দেয়। 😕
কি করুম ভাই লেখা বড় কষ্ট !! :grr:
#
অন প্যারেড
সদস্যঃ ১২ অতিথিঃ ১৫
* রবিন (৯৪-০০/ককক)
* তানভীর (০২-০৮)
* কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
* কামরুলতপু (৯৬-০২)
* মেহেদী হাসান সুমন (৯৫-০১)
* আহসান আকাশ (৯৬ - ০২)
* জুনায়েদ কবীর (৯৫-০১)
* টিটো রহমান (৯৪-০০)
* জিহাদ (৯৯-০৫)
* কামরুল হাসান (৯৪-০০)
* ফয়েজ (৮৭-৯৩)
* নঈম (৮৭-৯৩)
পুরানো সবাই দলে দলে । কি যে ভাল লাগে...
:clap: :clap:
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অনেক বড় পোস্ট । কিন্তু বড় কমেন্ট করতে আইলসামি লাগতেসে ....
সিসিবিকে শুভেচ্ছা, তোকে শুভেচ্ছা, আমাকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা…
হ, এই সিস্টেমে জনে জনে জানাইলে কমেন্ট নট বড়ই হইব 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিসিবিকে শুভেচ্ছা, তোকে শুভেচ্ছা, আমাকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সবাইকে শুভেচ্ছা, তোকে শুভেচ্ছা, আমাকে শুভেচ্ছা, সিসিবিকে শুভেচ্ছা, … 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সবাইকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা, আমাকে শুভেচ্ছা, সিসিবিকে শুভেচ্ছা, … 😀
আমার পক্ষ থেকেও -
"সবাইকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা, আমাকে শুভেচ্ছা, সিসিবিকে শুভেচ্ছা, … :D"
এইবার তো দেখি কমেন্টটা স্টিকি হইয়া গেছে 😀
এত এত শুভেচ্ছা দিলা আমারে, আবেগে ইমোশনালিত হই গেলাম :shy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার পক্ষ থেকেও -
“সবাইকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা, আমাকে শুভেচ্ছা, সিসিবিকে শুভেচ্ছা, … :D”
ফয়েজ ভাই এখন আবার "দিলা" আপারে বাগাইসেন??? ওহ নো :no: :no: :no:
You cannot hangout with negative people and expect a positive life.
আমাকে তোকে আপনাকে সবাইকে সিসিবিকে শুভেচ্ছা,শুভেচ্ছা, শুভেচ্ছা,শুভেচ্ছা …
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এখন গেট টুগেদার হলেই দেখি প্রচুর খাবার দাবার থাকে (যার বেশিরভাগই মনে হয় একজন সদ্য পুলিশের পেটে যায়)
এ অতি বড় অপপ্রচার...সব পাখি মাছ খায় দোষ হয় মাছরাঙ্গার...জাতি এ অপবাদের সমুচিত জবাব দেবে... x-(
আমার মত অনেকেই আছে যারা জন্মদিন প্রিফেক্টের সুনজর না পেয়ে সবার অলক্ষ্যে জন্মদিন পালন করেছে
জন্মদিন প্রিফেক্ট বেচারা নিজেই দৌড়ের উপ্রে আছে,কিন্তু সেইটা মূল কথা না,এসিস্টেন্ট জন্মদিন প্রিফেক্ট আজকাল চা ব্যবসা আর ডেনিশ ললনা নিয়া এতই বিজি যে নিজের অতি গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা সে নিয়মিত হারেই ফাঁকি দেয়...কুন দিন যে এই কারণে সে জেলে যাবে...
ডাক্তার স্যারের দায়িত্বে যে আসলে কে থাকে তা এখনো জানা হল না আমার
ইয়ে, এই পোস্টে নূপুরদাকে নিয়োগ দেবার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি...বিশেষ করে উনার ইরোটি...থুক্কু ইরোইক বিষয়ক ব্লগটা আমার খুব পছন্দ হইছে :shy:
আমি ১১ তারিখ সকাল ৯ টায় যাইতেছি...এত্তদিন সিসিবি জিটুজি যারা মিস করছে তাদের ইচ্ছামত পচাইছি এইবার মনে হয় আমার কপালে... :(( :((
সমকালীন সিসিবিও ধারার বাইরে গিয়ে এত্ত বড় কেমন্ট লেখায় মাস্ফ্যুকে মাইনাস :grr: :grr:
সহমত
রবিনের সহমতের সাথে সহমত 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রবিন ভাইয়ের সহমতের সাথে টিটু ভাইয়ের সহমতের সাথে সহমত 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রবিন ভাইয়ের সহমতের সাথে টিটু ভাইয়ের সহমতের সাথে আকাশ ভাইয়ের সহমতের সাথে আমার নিজের সহমতের সাথেও সহমত 🙂
আমি আছি 😀
You cannot hangout with negative people and expect a positive life.
রবিন ভাইয়ের সহমতের সাথে টিাটো ভাইয়ের সহমতের সাথে
"ঐ"
আমীনের “ঐ" সহ রবিনয়ের সহমতের সাথে আকাশয়ের সহমতের সাথে আরীফের সহমতের সাথে সহমত 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুধু 'ঐ' :khekz:
x-( সবাই জামাত কইরা আমারে পচাইতেছে কেন? x-(
জিটুজি শেষে আমার মাকে সবার কথা আলাদা করে বলছিলাম, ম্যাশের প্রসঙ্গও আসলে বললাম, ওর খাওয়া নিয়ে সবাই ওর সাথে দুষ্টামী করে। এই শুনে মাও বলে উঠলো, "হ্যা হ্যা আমি দেখেছি, আমি খেয়াল করেছি..." মা যা খেয়াল করেছে বলল তা আর নাই বা বলি 😛
You cannot hangout with negative people and expect a positive life.
:(( :(( :(( হায় রে,আপন বড় বোনও( বিশ্বাস না করলে আমার ফেসবুক সিবলিং লিস্ট দেখেন) তার নান্না-মুন্না ছোট ভাইটারে খাওয়া নিয়া পচায়...
অই পুলিশ পাগলা,
আমারে ডাক্তার বানানোর সাথে ইরোইকার সম্পর্ক কি?
আমি তো বানান দেখি। ডাক্তারি ভুইলা গেসি। 🙁
সিসিবি এবং যাদের নিয়ে সিসিবি তাদের সবাইকে ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা :thumbup:
আমি বোধ হয় সিসিবির পুরাতন সদস্যদের মধ্যে বর্তমানে সবচেয়ে irregular সিসিবিয়ান। চাওয়ালা রকিব সিসিবিতে আসার আগ পর্যন্ত দীর্ঘদিন (প্রায় ছয়/সাত মাস বা তারও বেশি) আমি ছিলাম একমাত্র সিসিবির সর্বকনিষ্ঠ সদস্য, সবাই কইত "একমাত্র ছুড ভাই"। ঐ সময় জিহাদ ভাই, রায়হান ভাই, ফুয়াদ ভাই (বন্য), তুহিন ভাই - এরা চান্স পাইলেই আমারে খালি ঝারি দিত ... ... এখন আর সেই দিন নাই, দিন বদলাইছে ... এখন সিসিবিতে আমারও অনেক জুনিয়র আছে ... ... এতেই বোঝা যায়, বড় হচ্ছে সিসিবি ... ...
আতেল!!! :clap:
তাইলে আমি ছিলাম কই??@তারিক ভাই
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ওয়ার্ডপ্রেসের সেই প্রথমদিকে তুমি এবং তোমরা ছিলা না ... ... নাজমুল (০২-০৮, বিসিসি) আসার পরে আমি প্রথম "বড় ভাই" হইছি ... ...
সেঞ্চুরিয়ান তপু ভাই আছেন কেমন 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
কেমন আছ ভাইয়া? তোমার গল্প অনেক মিস করি। লেখা দিছ দেখলাম একটা।
অনেকদিন পরে সিসিবি জমজমাট খুব ভাল লাগল।
রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr:
ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!!
B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি কিন্তু ভাইয়া মিষ্টি খাওয়া গ্রুপে ছিলাম না। আর আমার ব্লগেও মিষ্টি খাওয়ার কোন ব্যবস্থা করে দেইনি। তাও প্রিন্সিপ্যাল স্যার আইসা আমার ব্লগেই হুমকি দিল। :((
তপু ভাই, কেমন আছেন? আপনাকে মিস করসি অনেক। কত্তদিন পর এই লেখা গুলা দেখে কিযে করব বুঝতে পারতেসি না। আনন্দে একটা পটকা ফুটাইতে ইচ্ছা হচ্ছে।
মাত্র একটা পটকা ফুটাইলে তোমার ইমেজ থাকবে না। তুমি কয়েকটা গ্রেনেড ফুটাও।
অটঃ ভাল আছ তো।
ভালো আছো ভাইয়া? অনেকদিন পর। 🙂
এইতো ভাবী ভালই আছি। আমি কিন্তু মোটেও অনেকদিন পর না। আমি সবসময়ই সিসিবি তে আছি।লেখাও দেই। আপনারাই অনেকদিন পর।
আমি আমাকেই বল্লাম অনেকদিন পর 😛
ও তাহলে তো ঠিকই আছে। ভাল ছিলেন তো। ভাইয়া এবং পিচ্চিরাও ভাল আছে আশা করি।
জন্মদিনে শুভেচ্ছা। আসলেই, দেখতে দেখতে, মনে হয় এইতো সেদিন।
ভাইয়া আপনি কি দেশে নাকি? জন্মদিনে আপনাকে মিস করেছি।
সিসিবি বলে যে কিছু আছে তাই-ই জানতামনা। জানলাম বিডিআর হত্যাকাণ্ডের সময়, যখন একের পর এক ব্লগ, ওয়েবসাইট ঘেঁটে আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম দিল্লীতে বসে। এরকম-ই কোন একটা সাইটে সিসিবির রেফারেন্স দেখে এখানে আসা।
অতঃপর আন্দাবাবুর কবিতা পড়ে মুগ্ধতা। অথচ তখন আমার খুব টাইট সময় যাচ্ছিলো একাডেমিকালি।তার মধ্যেও বাংলায় টাইপ করা শিখে নেয়া, ভয়ে ভয়ে একটা দুটো লেখা পাঠানো। কখনো না দেখেও এতগুলো মানুষের এতটা কাছাকাছি চলে আসা।
শুধু একটা কারণে একটু মন খারাপ হয়, অমন একটা দুঃসময়ের যোগসূ্ত্রে সিসিবি খুঁজে না পেয়ে ক'দিন আগে বা পরে পেলে যেন ভালো হতো।
একটা কথা খুব সংকোচে জানতে চাই। সিসিবি মেইনটেইন করতে খরচপাতি তো হয় কিছু তাই না? শুরুতেও অনেককে বিস্তর টাকাপয়সা দিতে হয়েছে নিশ্চয়ই। এখন তো আমরা অনেকে আছি। এখন একটা ফান্ড করতে পারি এসব মেটানোর জন্য?
তাছাড়া পিকনিক আড্ডার খরচ তো আছেই। কি বলেন সবাই?
বর্তমানের যারা খুব নিয়মিত তাদের মধ্যে অন্যতম আপনাকে জন্মদিনে তেমন সক্রিয় না দেখে ভাবছিলাম কি হল আপনার।
আমিও আপনার সাথে একমত। মডারেটর রা একটা ফান্ড এর ব্যবস্থা করে রাখলে সবাই যে যখন যতটুকু পারে ততটা দিয়ে বর্তমান এবং আশু খরচাপাতির একটা ব্যবস্থা করা যেত।
ঐ
ডাক্তার স্যার, আমেরিকায় বসবাসকারী ক্ষুদ্রনরম কোম্পানিতে চাকুরিরত এক অতিশয় বদ লোক কর্তৃক প্রতি বছর আমাদের নানা ওজর-আপত্তি সত্বেও মেইন্টেইনেন্স ফী অটো পরিশোধ হইয়া যায়।তবে আমি সহমত-একটা ফান্ড গঠন অতীব জরুরী।
আমার জন্মদিন ও ৮ তারিখ এ... 🙂