১০০০ পোষ্ট হওয়ার আনন্দে আমার হঠাৎ মনে হল এখানকার না দেখা অচেনা প্রিয় মানুষগুলার একটা করে নাম দেই। যারা নিজেদের নাম থেকে বিশেষ কিছু শব্দে বা নামেই বেশি পরিচিত। যেমন টুশকি বললেই সবাই বুঝে যাবে কার কথা বলছি। বেশি কথা না বলে কাজে চলে যাচ্ছি। কিন্তু তার আগে বলে নেই এটা একেবারেই দুষ্টামি কেউ প্লিজ মাইন্ড খাইয়েন না। কারো কিছুতে আপত্তি থাকলে কমেন্টে লিখে দিলে আমি সেটা সরিয়ে নিব। (বেশি কিছু ডিসক্লেমার লেখতে পারছি না এখন আবার তাইফুর ভাই অন প্যারেড )
১। সানাউল্লাহ(৭৪-৮০) ——–এবিসি (রেডিও)
২। ফয়েজ (৮৭-৯৩) ——-ফৈজু
৩। আহসান(৮৮-৯৪) ——-কমান্ডোম্যান
৪। মরতুজা(৯১-৯৭) ——ক্ষুদ্রনরম একজন
৫। কাইউমভাই(৯২-৯৮) ——ফৌজিয়ান
৬। সায়েদ(৯২-৯৮) —— টুশকিম্যান
৭। তাইফুর(৯২-৯৮) —— অচো
৮। মান্নান(৯৩-৯৯) ——আজ কিন্তু একটা বিশেষ দিন
৯। তানভীর (৯৪-০০) ——গুল্লু।
১০। তারেক(৯৪-০০) ——কনফু
১১। রবিন ( ৯৪-০০) ——-পিরা গিলাম
১২। কামরুল(৯৪-০০) —–ডিরেক্টর
১৩। টিটো(৯৪-০০) —–কমেন্টখেকো
১৪। সাইফ(৯৪-০০) —–ডটডটডট…
১৫। জুনায়েদ(৯৫-০১) ——কমেন্টশিল্পী জুনা
১৬। তৌফিক(৯৬-০২) —–লম্বু
১৭। আন্দালিব(৯৬-০২) —- দূর্বোধ্য
১৮। কামরুলতপু(৯৬-০২) —–আপুর খোঁজে
১৯। মাশরুফ(৯৭-০৩) —— যাষ্ট মাস্ফু
২০। কনক(৯৮-০৪) ——মকরা পোষ্টম্যান (চিঠি পৌঁছাইতে পারে না )
২১। মুহম্মদ (৯৯-০৫) ——-জ্ঞানপাপী
২২। মাহবুবুল আলম(৯৭-০৩) —– উৎসর্গকারী
২৩। জিহাদ(৯৯-০৫) ——- বর্ষা আমার প্রিয় …
২৪। তুহিন (৯৯-০৫) ——কুচ্ছিত হাঁসের ছানা
২৫। সামিয়া ( ৯৯-০৫) ——স্যামঝ্যাং
২৬। রায়হান (৯৯-০৫) ——-মাল।
পুরাটাই দুষ্টামি করে দিলাম (আবারো) প্লিজ কেউ মাইন্ড খাইয়েন না। আমি জানি অনেকে নাম না পেয়ে কিঞ্চিত দুঃখ পেয়েছেন।দুঃখিত আমি মাঝে অনেকদিন সিসিবিতে ছিলাম না বলে অনেকের বৈশিষ্ট্য জানিনা।
এফোর্ট পসন্দ হইছে 😀 😀 ।
মন্তব্যে যে আপডেট পাবা সেগুলো এ্যাড কইরা দিও।
আর এতে কে মাইন্ড খাইব 😮 ??? ক্যাডেট???????
Life is Mad.
কয়েকটা নাম মাথায় আসছে 😛 😛 😉 .........পরে দিমুনে।
Life is Mad.
তপু, খুব মজা পেলাম তোমার এই লেখাটায়। 😀
ধুর ধুর! কে মাইণ্ড খাইবো??
তোমার নাম দেখি নাই। খাড়াও
১। তানভীর (৯৪-০০)-গুল্লু।
২। রায়হান (৯৯-০৫)-মাল।
৩। ফয়েজ (৮৭-৯৩)- :salute:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমাকে "মাল" এবং নিজেই নিজেকে স্যালুট মারার জন্য ফয়েজ ভাইয়ের ভ্যাঞ্চাই।
:)) :)) :))
কিরে ভাই আমার নাম নাই, আমি কি বাচি আছি নাকি নাই?
তয় ব্যাপারটা খারাপ না, ক্যাডেটেও পোংটা পোলাগুলা আমারে কোন নাম দিতে পারে নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই আপনার টা যে কেমনে বাদ পড়ল। আপডেটেড হয়েছে। নিজেরটা নিজে দেওয়া যাবে না।
ফয়েজ ভাই হইতেছেন "রায়হান" সিংহ(রায়হানের জায়গায় তার ইউপাধি পড়িতে হইবেক)
অন টপিক- :frontroll: :frontroll:
ওবায়দুল্লাহর-"বগগা"। হে অবশ্য পানকৌড়ি কইছে। তয় পানকৌড়ি দেয়া যাবে না। বাতিল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
৩। আহসান(৮৮-৯৪) ——- বৈরাগী।
৪। মরতুজা(৯১-৯৭) —— কানা বাবা।
৫। কাইউমভাই(৯২-৯৮) —— মিচকা।
৬। সায়েদ(৯২-৯৮) —— পেট্টুস।
৮। মান্নান(৯৩-৯৯) —— প্রেমিকা কাছে নাইরে পাগল।
৯। তানভীর (৯৪-০০) ——গুল্লু।
১০। তারেক(৯৪-০০) —— তারু।
১১। রবিন ( ৯৪-০০) ——- ম্যাসাজ (আমি যাই নাই)।
১২। কামরুল(৯৪-০০) —– চাপাবাজ।
১৩। টিটো(৯৪-০০) —– আইডিয়ালিষ্ট
১৪। সাইফ(৯৪-০০) —– মুভিখোর
১৮। কামরুলতপু(৯৬-০২) — বিরহী
১৯। মাশরুফ(৯৭-০৩) —— ঝিম ঝিম ঝিম
২১। মুহম্মদ (৯৯-০৫) —— আতেল বাবা
২৩। জিহাদ(৯৯-০৫) —— ছ্যাকিষ্ট গুরু
২৫। সামিয়া ( ৯৯-০৫) —— টুম্ব রাইডার
কেমন হইছে কও তো? বসের টা দিলাম না, পাংগা দিতে পারে এই ভয়ে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার নামকরণের শানে নুযুল বুঝিনাই :no:
সাতেও নাই, পাঁচেও নাই
@ তপু
দুইটা নাম চেঞ্জ হবে
১। তারেক - ট্রেলর
২। সামিয়া - লারা ক্রফট
আর আন্দালিব হবে - পিৎসা।
@ বাকি গুলা বুঝলেই হবে। তোমারটা বুঝনোর কাম নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আন্দা ভাই- সাঁ-ঝুপ
জিহাদ- মাল্কোবি
ক্যাম্নে কি 😕 😕 😕 😕 ????
Life is Mad.
তোমার প্যাট বাড়ছে এই জন্য।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কামরুল ভাই, নামকরণ জটিল হইসে। তবে আমার নামটাতে আরো ভাল করার অবকাশ ছিল 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
তপু
আমার ক্ষেত্রে তোমার নামকরণের চেয়ে ফয়েজ ভাইয়ের নামকরণে অবস্থান উন্নিত হয়েছে। অতএব ঐতিহ্যবাহী ক্যাডেটীয় বদন্যতায় তোমার নামকরণ প্রত্যাখ্যান করে বড় ভাইকে সম্মানিত করার সুযোগ নিলাম :awesome: :awesome: :awesome:
ফয়েজ ভাই :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কিছু নিরীহ সাজেশন...
এহসান ভাই (৮৯-৯৫)- সিসিবি গেম্স প্রিফেক্ট...
শফি ভাই (৮৬-৯২)- সেফ্টি ফার্স্ট (পিপিই এর কথা বলছি...অন্য কিছু না 😉 )
আমিন (৯৬-০২)- পূর্বে সচলে প্রকাশিত...
ফয়েজ ভাই (৮৭-৯৩)- খেরোখাতার ঘাই...
সামিয়া (৯৯-০৫)- কলমের জবাবে গুল্লি... :gulli:
আন্দালিব (৯৬-০২)- #%৪*৬৫৯৳+_@@@@@
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
সুপার সুপ্পার..... :clap: :clap: :)) =)) ।
Life is Mad.
খাইছে!!
বদ পোলাপাইন টিজ করা শুরু করছে। তয় আমার কিছু এম্যান্ডম্যান্ট আছে।
সানাউল্লাহ(৭৪-৮০) ——চাপাতি
ফয়েজ (৮৭-৯৩) ——সুরি
আহসান(৮৮-৯৪) ——কবুতরের গোস্ত
মরতুজা(৯১-৯৭) ——এডাল্ট
তারেক(৯৪-০০) ——ট্রেলার মাস্টার
রবিন ( ৯৪-০০) ——-পিরামিস্টার
টিটো(৯৪-০০) —–করবী কথা কউ
সাইফ(৯৪-০০) —–সেনসেশান(ডটেড)
জুনায়েদ(৯৫-০১) ——জুনা
তৌফিক(৯৬-০২) —–যদু-মদু
জিহাদ(৯৯-০৫) ——-বর্ষা তরফদার
তুহিন (৯৯-০৫) ——কুচ্ছিথাসের্চ্ছানা
সামিয়া ( ৯৯-০৫) ——ফুলন দেবী
রায়হান (৯৯-০৫) ——-আইডি কার্ড
বাকি গুলি একটু পরে কইতেছি।
এইবারের নামকরণগুলা ভাল হইসে। (আমরাটাও ভাল হইসে সেইটা কিন্তু কৈনাই) :awesome: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
ইয়ে মানে আমি বলছিলাম কি, বসের নামটা "ও মাই ডার্লিং" টাইপ কিছু চিন্তা করবা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
লাবলু ভাইর নাম কথা বন্ধু করলে কেমন হয়????
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খাটি ক্যাডেটের এক কথা। এবারও আমি সিনিয়রকেই প্রধান্য দেব।
:awesome: :awesome: :awesome: 😀 :awesome:
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রায়হান (৯৯-০৫) ——-আইডি কার্ড 😮 তপু ভাই আপ্নেও!
এজ ইউজাল। রবিন্সমাইল। 😀
x-( x-(
কইছিলাম না? 😀
আমার সবচেয়ে প্রিয় নামটা বাদ গেল ক্যাম্নে :((
হাস্নাইন = হাস্না
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুসতাকী-ব্লগীয় ক্যাসপার
:)) :))
তপু ভাই, মুহাম্মদেরটা পছন্দ হয়নাই। আর এই ব্লগে "মাহবুবুল আলম" নামে কেউ নাই।
মাহমুদ।
আজ একটা বিশেষ দিন, আজকে একটা উপাধি পাইছি ।
মজা হইছে 🙂
এইডা একটা মজা হইলো? সিনিয়ররে নিয়া মশকরা? নাহ এইহানে আর থাকমু না।
অফটপিক : কয়ডা পাইলাম? কলেজে বন্ধুরা কইতো "ভান্ডারি"। ওই সময় ঢাকাই টিভিতে একটা নাটকের চরিত্রের নাম আছিল 'সানাউল্লাহ ভান্ডারি'। ভান্ডারি নামেন শানে নজুল এইডা।
তয় কয়দিন আগে দেখলাম একজন কইলো আমি নাকি সিসিবির 'এমপি', মানে 'মেম্বর অফ (সিসিবি) পার্লামেন্ট' আর কি! (আমারে দেইখ্যা কেউ কুনুদিন চাটগাইয়া 'মালপোয়া' কল্পনাও করতে পারবো না)। 😡 😡 আরো আগে কামরুল কইছিল 'বুড়া'। আর কয়ডা নাম হইবো আমার?? :bash: :bash: :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্ আমারে শাহাদত ভাইতো অন্য কথা কইলো ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
কঙ্কি!!! 😮 লাবলু ভাই তো হিট তাইলে 😀
তপু তরে মাইনাস।
আমার কথা ভুইল্যা গেছস বইল্যা। 🙂 🙂 🙂
মাসরুফ---খাপো খাপো, আরও খাপো 😀 ।
বাকি তো সবাই সব কইয়া ফালাইছে 😕 ।
Life is Mad.
শরীরটা বেশ খারাপ বলে এই দুদিন আসতে পারিনি তাই এই পোস্ট আপডেট করতে পারিনি। মন্তব্য পড়ে মনে হল আমার থেকে মন্তব্যের উপাধিগুলাই বেশি ভাল হয়েছে। আপডেট করব নাকি কমেন্ট পড়েই সবাই মজা নিবে?
বাইছা বাইছা আপডেট কইরা দে 😀 😀 😀
পোষ্ট ষ্টিকি করার তীব্র দাবি জানাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:(( :(( :(( :(( আমার নাম নাই ক্যান !!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কান্দো কেন্? সবাইরে চা দিয়ে দাও দেখি। তারপর ধীরে সুস্থে তোমার নাম চিন্তা করা যাবে।
তপু :clap:
অফ টপিকঃ তপু এখন কেমন আছ ভাইয়া?
😀 :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার নামও নাই 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান আকাশ- কোলকাতার আকাশ গুপ্ত :-B
:gulli2: :duel: :duel: :duel: :duel: :duel: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: x-( x-( x-( :gulli2: :gulli2: :gulli2:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:(( গুল্লি করেন ক্যান? আমি তো আকাশময় গুপ্ত কইনাই :((
ওয়াস্তাগফিরুল্লাহ।
আকাশদা, তাইলে আপনিই সেই ছদ্মনামের আড়ালে সেই সুখ্যাত লেখক। 😮 😮 :no:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর নিরাপত্তার দায়িত্ত নিতে আমি আর রাজী না-আকাশ গুপ্তদা নাকি গোলন্দাজ বাহিনীর কামান ইস্যু করছে আমারে মারতে :((
বহুতকাল পর এই পোষ্টটা পইড়া গিরাগিরি গেলাম আবার।
মনে হয় এই লিস্টে আরো কিছু নতুন নাম দেয়া লাগবে। কি বলেন কাইয়ুম ভাই? 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইতো মনে হইতাসে ;))
এই লেখা মিস্কর্লামকেম্নে! 😮
এই লেখা মিস্কর্লামকেম্নে!
সাব্বির ভাই, উপ্রে আপনার উপাধিটা কিন্তু মিস গেছে।
কুন্টা নিবেন, বাইছা লনঃ
১) বাদশা ভাই (এই নামের শানে নুযূল জানতে মঞ্চায়)
২) ফ্লা** ভাই
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
১)দিহান ভাবী একদিন উনারে ফে**র্টের বাদশা কইয়া ডাকছিলেন সেই থিকা সংক্ষেপে উনার নাম বাদশা ভাই।
২) লিঙ্ক পাইতেছিনা,তয় উউনার জন্মদিনের ব্লগে এইটার বিস্তারিত আছে।
অফ টপিক-সাব্বির ভাই ব্যক্তিগত জীবনে খুব সচ্চরিত্র মানুষ,ব্লগে উনারে নিয়া তুকিতাকি দুষ্টামি করলেও এইদা কেউ সত্যি ভাইবেন না :-B
ছুটবেলায় একটা প্রবাদ বাক্য পড়ছিলাম। প্রবাদটা হচ্ছে- গরু মেরে বাটার অক্সফোর্ড সু দান। আইজকে বোধহয় ব্যাপারটা এক্কারে হাতে নাতে শিখলাম। :grr: 😛
অফটপিকঃ সাব্বির ভাই আর মাস্ফ্যুদার হাত থেকে যে আমারে বাঁচাইবে, তাঁর জন্য আমার দোকানের চা এক্কারে ফ্রি। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর দোকানের চা আমার জন্য এমনিতেও ফিরি :grr:
তাও তুই কইতাসোস, ছোট্ট চারাগাছ দেইখ্যা ;))
সাব্বির আর ম্যাশ পটেটো ছোট্ট রে আইজকার মত মাফ কইরা দে ;;;