অনেক আগে ছোট থাকতে কোন এক গল্পের বইয়ে পড়েছিলাম কাফ লাভ শব্দটি। একেবারেই কোন ধারণা ছিল না এটা কি ধরনের ভালবাসা হতে পারে। ততদিনে অমুক তমুক অনেক ভালবাসার কথা শুনে ফেলেছি কিন্তু এটা নতুন ছিল। তাই অন্য কাকে যেন জিজ্ঞেস করেছিলাম এইটার মানে কি। কাউকে কিছু জিজ্ঞেস করলে ঐ বয়সে কেউ কেন জানি জানিনা এই কথা বলত না একটা কিছু না একটা কিছু উত্তর দিতই। আমার থেকে পন্ডিত সেই জনার সংজ্ঞা আমার অনেক বড় হয়েও মন থেকে দূর হয়নি। কাফ লাভ শব্দ নাকি এসেছে সর্দি থেকে। সর্দি হলে যেমন কফ জমে সেইরকম কাফ লাভ। সেটার সাথে ভালবাসার সম্পর্ক কি জানতে চাইলে বলল। সর্দি যেমন কোন রোগ না এইরকম ভালবাসাও কোন সিরিয়াস কিছু না। ভাষার দিক থেকে কি হয়েছে জানিনা তবে বৈষয়িক জ্ঞান এ যে উনি আমার অনেক এগিয়ে তার প্রমাণ পেয়েছি তার ব্যাখ্যায়।
পরবর্তীতে সৈয়দ মুজতবা আলীর জ্ঞান ধার করে জানতে পেরেছি সত্যিই সর্দি কোন অসুখ না সেটা ওষুধ খেলে সারে ১ সপ্তাহে আর না খেলে ৭ দিনে। সেই থেকে আমার বদ্ধমূল ধারণা ছিল কাফ লাভ এর উৎপত্তি এখান থেকেই ( আসল উৎপত্তি এখনো জানিনা যদিও) ।
বন্ধু বান্ধবদের প্রায়ই দেখি সর্দি জ্বর ভালবাসা হয়। কলেজে থাকতে প্রতি ছুটি থেকে এসেই একটা জম্পেশ আড্ডা হত। সেখানে সবার সর্দি জ্বরের কথা শুনি। বছরে একবার শীত আসলে যেমন মোটামোটি সবারই সর্দি হয় সেরকম ক্যাডেট কলেজের চক্র হল ৩ মাসের। প্রতি ছুটি থেকে আসলেই সবার নতুন নতুন কাহিনী। কে যে বানিয়ে বলে কে যে সত্য বলে তার কোন হদিস নেই। যে যেভাবে পারে রসিয়ে রসিয়ে বলে। আড্ডায় খুব একটা সপ্রতিভ না থাকাতে শোনাই ছিল আমার কাজ। শুনে যেতাম আর ভাবতাম আহারে …
কলেজ থেকে বের হয়ে অবশ্য হঠাৎ করে বড় হয়ে যাওয়া টের পেলাম। এতদিন শুনতাম অমুক প্রেম করছে তমুক প্রেম করছে কেন যেন বিশ্বাস হত না। কলেজ পাশ করে দেখি আসলেই ওনারা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় এবং তখন অন্য রকম ভাবে থাকেন। অবশ্য তাদের অনেকের সখী দেখলাম ভার্সিটি ভর্তি হতে না হতেই পরিবর্তন হয়ে গেল। বুঝলাম এরই নাম কাফ লাভ। এতদিনের পুঁথিগত বিদ্যার প্র্যাকটিকাল হল।
কিছু বিয়ের কথাবার্তা শুনলাম। ছেলে মেয়ের খোঁজ খবর করতে হবে। কি কি খোঁজ নিতে হয়ে কে কিরকম কোয়ালিফিকেশন চায় এরকম। এর মধ্যে সবাই দেখি বড়ই হতাশ দেশে এখন আর কেউ একা নেই। সবারই এফেয়ার আছে এই জন্য এরেঞ্জ ম্যারেজ করা খুব টাফ যারা প্রেম করতে পারবে না তাদের কপালে বিয়ে নাই এইরকম কথা বার্তা শুনে আঁতকে উঠার মুহূর্তে আরেক ভাইর মোক্ষম ডায়লগ,” এরকম কাফ লাভ সবারই থাকতে পারে কিন্তু বিয়ের সময় কাকে বিয়ে করবে সেটাই ব্যাপার , আর কাফ লাভ নিয়ে মাথা ঘামালে কি হবে ” । কি স্মার্ট ভাইয়া আহ…। তারপর শুরু হল আশে পাশের দুএকজনের কাফ লাভ নিয়ে আলোচনা কে কবে কার জন্য চিঠি লিখেছিল দিতে পারেনি এই আলাপের মাঝে রবীন্দ্রনাথ এর ছেলেবেলা গল্পের একটা ডায়লগ মনে পড়ল
” আমার শরীর এত বিশ্রী রকমের ভাল ছিল যে সারাদিন জুতা ভিজিয়ে চলার পরও কখনো সর্দি জ্বর হয়নি যে স্কুল কামাই দেওয়া যাবে (স্মৃতি থেকে লেখা ভুল হতে পারে)”
আহারে আমারো শরীর (নাকি মন) এরকম বিশ্রী রকমেরই ভাল ছিল।
৮২ টি মন্তব্য : “সর্দি, জ্বর ভালবাসা”
মন্তব্য করুন
B-)
:clap:
কিন্তু তপু ভাই আপনের সাথে নাক বোঁচা সিল্কি চুলের ওই জাপানী সুন্দরীর অন্তরংগ(মতান্তরে আপত্তিকর) ভঙ্গীতে ছবি ত অন্য কথা বলে... :grr: :grr:
অফ টপিক- :frontroll: :frontroll: :frontroll:
সারা পিসি খুঁজলাম ছবিটা(?) পাইলাম না। তুই আপলোড কর তো
:shy: নাহ ছি কি কন এইসব জাইনা শুইনা আপনের ভদ্র ইমেজের বাঁশ আমি প্রাণ থাকতে মারুম না-ব্লগে হাজার হইলেও আপনের একটা ইজ্জত আছে,তাছাড়া বাসায়ও আপনের আর তানভীর ভাইয়ের কথা শুইনা আমারে আম্মা গালাগালি করে-কিছুই শিখলিনা ওরে দেইখা ইত্যাদি ইত্যাদি... :((
একটা ডায়লগ মনে পড়ল
"কলার ধইরা কই নিয়া যান অপমান করবেন নাকি"
🙁
হেঁ হেঁ হেঁ তাও তো চিত্র ঊর্ধ্বভর্তি করিনি দাদা,তাহলে তো আপনার হস্তে লন্ঠনবাতি এসে যেত মশাই :gulti:
=)) =)) =))
😮
- তাইলে বড়দের, আই মিন, আসল প্রেম কখন, চল্লিশে?!
অফটপিকঃ তোমার 'কাফ লাভ' কবে শুরু হবে?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
গুণীজনেরা ভাইয়া বলে গেছে না
"বিয়ের পরে প্রেম বেশী ভাল"
ডায়লগটা কেমন আংগুর ফল টক টাইপ হয়ে গেল।
x-( পরকীয়াকে না বলুন
যার মনে যা ফাল দিয়া উঠে তা।
লেখক এখানে বিয়ের পর এর প্রেম বলতে নিজের বৌ এর সাথে প্রেমকে বুঝিয়েছেন।
🙁 উপ্স!ধরা খাইছি ~x( ~x(
:just:ধরা
:khekz: :khekz:
;;; ;;; ;;; ;;; ;;; ;;;
নিজের বৌয়ের সাথে আবার প্রেম কেমনে করে?? এটাই তো বুঝলাম না। :(( :(( :((
প্রেম করেনা,প্রেম "বানায়" :grr:
😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
কাফ লাভের বাংলা বোধহয় "বাছুর প্রেম"। এই কাফ মানে তো বাছুর জানতাম! :-/
এইটারে এখনকার জমানার পুলাপাইন বলে সেমিস্টার প্রেম। এক এক সেমিস্টার (৩মাস) পর পর রিডিং পার্টনার বা প্রেমিক/প্রেমিকা বদলায় যায়! হা হা হা =))
বানান দেখে বাছুর প্রেম ই দেখলাম কাফ লাভের বাংলা। ডিজুস যুগে সেমিস্টার প্রেম এর পর আর কত ছোট হবে চক্র?
আরো ছোট হইতে পারে কীভাবে সেটা একটু চিন্তা করলাম। খাইষ্টা উপায় হইলো "মিড-টার্ম প্রেম"। অর্থাৎ এক মিড পর্যন্ত দেখুম, যদি ভালু নম্বর পাই, তাইলে পরের মিড পর্যন্ত ছলিবেক। আর না পাইলে টা টা গুড বাই! :))
এমনিতেই এই সেমিস্টার প্রেমের মধ্যে অনেকে ডাবল টাইমিং করে, অর্থাৎ গড়ে প্রতি টার্মে ২টা/৩টা প্রেম হয়েই যায়। সুতরাং ঐ একই ঘটনা....
'কাফ লাভ' এর একটা প্রতিশব্দ শুনছিলাম 'পাপি লাভ' (কুকুরছানা-প্রেম) 😀
-তোমার ইউনি' তে এই অবস্থা! আল্লায় জানে আমার এইখানে অবস্থা কেমন। ঘোর কলি কাল......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি এই ঘটনাগুলো নিজের ইউনিতে তেমন ঘটেছে বলে জানি না। আমার ছোট ভাইবোন যারা বিভিন্ন প্রাইভেটে পড়ছে (শীর্ষস্থানীয়) সেগুলোর খবর এটা। নিজের ইউনি'তে ছাত্র-ছাত্রীর মধ্যে বাছুর প্রেমের প্রকৃতির খোঁজ নেয়া হয় নাই। :no:
তবে মাহমুদ ভাই, আপনি তো শীর্ষেই আছেন। এটা মনে হয় আপনার ইউনি'র অবস্থাও বটে! ;;;
ইয়ে মাহমুদ ভাই, আমার পরথম "ইয়ে" ছিল আপনার ইউনির :shy: :shy: :shy:
মাসরুফ তোর কাফ লাভ কয়টা :-/ :-/ :-/ :-/
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
একটা সুপার কম্পিউটারে হিসাব চলতাছে। আর একদিন পরে হিসাব দেওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।
মোটেও না।আমি নসুতে পড়ি মানে এই না যে সারাদিন ইটিশ পিটিশ করতাম।অন্তত থার্ড ইয়ার পর্যন্ত আমি খুবই শান্ত,লাজুক টাইপ ছিলাম :shy:
তারপর এক ইয়ারেই এত জাস্ট ফেরেন্ড। তোরটা তাহলে কি ছিল সেমিস্টার না তো মনে হচ্ছে উইক ...। 😉
:khekz: :khekz: :khekz: :khekz:
ছোটবেলার প্রেম জটিল জিনিস ......
তাই নাকি ভাইয়া 😉
:hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug:
মূলভাব ঃ লেখকের জন্য পাত্রী খোঁজা হচ্ছে :-B
অ ট তপু লেখা বিয়াপক হইছে :thumbup:
আপনি তো মহা জ্ঞানী ভাইয়া।
অট আমার বড় ভাই আছে এবং এখনো এলিজিবল ব্যাচেলর।
কাফ মানে বাচ্চা হোক আর সর্দি কাশিই হোক এই ধরনের প্রেম করেই মজা :shy:
তাহলে কিছু মজার কাহিনী শুনি
শার্লী, বলতে থাক কিছু কাহিনি।
ঐ
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ
ঐ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ
ঐ
লেখা ভালো লাগছে।
কাফ লাভ না সব লাভই আসলে লস !!!
জীবন থেকে নেওয়া ডায়লগ নাকি 😉
:shy: :shy:
এ সপ্তাহের সেরা মন্তব্যের জন্য আমিন ভাইয়ের ডায়ালগটাকে নমিনেশন দিচ্ছি :boss:
😡 😡 😡
তুই আবার কেলাস কেন?
মাস্ফ্যু, ফ্রিজ থেকে ঠান্দা পানি বের করে মাথায় ঢালো। ওহ, স্যরি, তোমার তো মাথা নাই, কি আর করা, গোঁড়ায় পানি ঢালো B-)
ধুর ... প্রেমে না পড়িয়া হা হুতাশ করনের চাইতে প্রেমে পড়িয়া ধরা খাইয়া হা হুতাশ করা শ্রেয়তর .........
গুনীজনেরা এবং বড় ভাইয়েরা সব এ বলে দিয়েছেন,নতুন করে আর কি বলব! 😛
সেমিস্টার সিস্টেম না থাকায় মেডিকেল এ প্রতি ৩ মাস অন্তর বাছুর প্রেম না হলেও বেশ ঘন ঘন রিডিং পার্টনার পরিবর্তনের রেওয়াজ আছে 😉 😉
জেরিনাপ্পু,দেইখো তোমার রিডিং পার্টনার আহমেদ যেন পরিবর্তন হয়া না যায় :grr:
অলক্ষণে কথা বলার জন্য মাস্রুফ :frontroll: :frontroll: :frontroll: :duel: :duel: :duel:
জীবনে একটাই প্রেম করলাম......
এটা কি আফসোস নাকি ইমো দেস নাই তো।
আরো করার ইচ্ছা আছে না কি মেহেদী ভাই, দাঁড়ান ভাবীকে আজকেই বলে দিব :grr:
এই আঁধার জন কোন জন।
আঁধারে তো কিছু দেখা যায় না, কোন জন বুঝতে পারছিনা যে 😉 😉 😉
:goragori:
আলোতে আসেন ভাই তাইলে
এনার্জি সাভিং ল্যাম্প কিনে দাও, তপু, নাহলে দেশে ফিরে আস, দুইজন মিলে মোস্ট এনার্জি সাভিং ল্যাম্প তৈরি করি :dreamy:
এই আঁধারের রহস্য কি কূল কিনারা হইছে? ইনি যে কে বুঝতে পারছি না। ক্যাডেট নাকি? ক্যাডেট হইলে কোন ব্যাচ মেহেদী রে ভাই আমাকে নাম ধরে কোন কিছুই হদিস করতে পারছিনা। আমি কি ভাই আপনাকে চিনি?
তপু ইনি আমারেও চিনে !! কিছু বুঝতাসি না ।
দেশে আমাদের মত দুই-একটা বলদ ছাড়া আর কেউই একা নাই। :no: :no:
কেমন আছ তপু? এখন সুস্থ?
তানভীর ভাই বিদেশে আপনার অনেক সমব্যাথী আছে চিন্তা কইরেন না।(আরে থুক্কু আপনার মিষ্টি প্রেম কাহিনী তাহলে কোত্থেকে আসে)
ভাল আছি ভাইয়া এখন। থিসিস নিয়ে কিঞ্চিত ব্যস্ত যদিও। আপনি অনেকদিন কিছু লিখেন না (ভ্রমণ কাহিনীকে বাদ দিছি হিসাব থেকে)
একটা মিষ্টি প্রেম কাহিনী লেখেন।
সুইট লাভ স্টোরির ব্যাপারে তপু ভাইয়ের সাথে তীব্র সহমত পোষণ করছি
ইশ্শিরে! (কপিরাইটঃ ফয়েজ ভাই)
আর কয়দিন আগে এই কথা কইলে সিনিয়রকে বলদ ডাকায় তানভীরের ব্যান চাইতাম।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মানে কী?
মাহমুদ ভাই কি বিয়া করলেন নাকি?
x-( দাওয়াত দেন্নাইকেন? x-(
বিয়ে না করে দোকা হওয়া যায় না মাসরুফের মত জাস্ট ফেরেন্ড বানাইলে?
মনে হয় অন্য কেউ আইসা ব্যাঞ্চাইব। কি বলেন কাইয়ূম ভাই?
সেই সেই 🙁 যতই মনে হোক, অন্য কেউ আর শেষ মেষ আইবোনা 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
অসাধারণ হইছে রে......অনেক দিন পর লিখলি মনে হয়...
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
এইতো ভাইয়া ভাল আছি। ধন্যবাদ।
অনেকদিন পরে লিখলি তপু । খবর কি তোর, সব ভাল ?
এইতো ভাইয়া আছি আল্লাহর রহমতে। লেখার বহুত ট্রাই করি কিন্তু লেখা ভাল হয় না তাই দেই না।
ভাইজান
পরসমাচার এই যে,আম্মু তুমি আর বড় ভাইয়ার জন্যে পাত্রী খুঁজছে...সুতরাং আপনি বিয়ের পরের
প্রেমের জন্যে রেডী হন 😛
অট ঘরের খবর ফাঁস করে দেওয়ার জন্যে আমার ব্যাঞ্ছাই :((
তাই নাকি? তা কনক ভাই সুখবরের জন্য মোসাদ্দেক ভাইয়ার ফিরিজ থিকা তোমার মিষ্টি খাইয়া নিও। 😀
তাই নাকি :shy:
কঠিন সহমত। :thumbup: :thumbup:
অনেকদিন পর তপু ...
আছো কেমন? সব ভালো, 🙂
এইতো ভাবী চলছে সব মোটামোটি
আপনারা ভাল?