আমার আশেপাশের মানুষের মাঝে আমার একটা বদনাম আছে। আমি নাকি পুরান দিনের কথা বেশি ভাবি। কথাটা মিথ্যা না বরং শতভাগ সত্য। অতীত আমার প্রতিদিনের একটা বিশাল অংশ জুড়ে থাকে। গত বছর ঠিক এইদিনে কি করেছিলাম কেমন কাটিয়েছিলাম সেটা ভাবা আমার অন্যতম প্রধান একটা কাজ। সেটা বের করার জন্য আমার নিজস্ব টেকনিক আছে সেটা আজ থাক। অতীত রোমন্থন এর একটা কষ্ট আছে। সারাক্ষণ একটা ভাবনা মাথায় থাকে “আগে কি সুন্দর দিন কাটাইতাম”। আগে কি আসলেই সুন্দর দিন কাটাতাম কিনা জানিনা তবে অতীত বড় বেশি নস্টালজিক করে দেয় আমাকে। সেই ছোটবেলায় ১ টাকা দিয়ে পপি আইসক্রিম খেতাম ( আমাদের এলাকায় বিক্রি হত অন্যরা হয়ত অন্য আইস্ক্রিম খেতেন এবং এর সাথে বাংলা সিনেমার নায়িকা পপির কোন সম্পর্ক নাই ) আজো আমি বাস্কিং রবিন্স খেতে খেতে ছোটবেলার পপি আইসক্রিমের কথা মনে করি। আরো টুকটাক এরকম কত কিছু যে মনে পড়ে। আগে আম্মু বাসায় সপ্তাহে একদিন মাছ রান্না করত মাসে একদিন মাংস অন্যান্য দিন আমরা অনেক ধরনের খাবার দাবার খেতাম। আর এখন প্রতিদিনই মাছ থাকে মাংস ও থাকে সপ্তাহে অন্তত একদিন (আরেব্বাস বড়লোক হয়ে গেছি মনে হয় আগের থেকে )। তাও আমার পুরান দিনের কথা মনে পড়ে সেইরকম খেতে ইচ্ছে করে সেইরকম চলতে ইচ্ছে করে।
সিসিবিটা হয়েছে আরেক যন্ত্রনা। এই সাইট পুরাই নস্টালজিয়ার দোসর। সাইটের নাম ওয়েব ব্রাউজারে লেখা থেকে শুরু করে এর পরের প্রতিটা সময় মনের স্ক্রীনে ভাসতে থাকে একের পর এক পুরান ঘটনা। আজ আন্দালীবের লেখা দেখে আমার অনেক পুরান অনেক সিসিবিয়ানের কথা মনে পড়ে গেল। তারা যে এখন আর আমাদের এখানে আসেন না তাদের সাথের সময়ের কথা। হয়ত আসেন কিন্তু অনেকদিন কিছু লেখেন না কমেন্ট ও করেন না। অনেক অনেক আগে আমার ছোট ভাই এখানে লেখত। কনকের যে কি হয়েছে ওকে জিজ্ঞেস করেছিলাম। বলে যে এত এত নতুন লেখক মাঝে অনেকদিন না থাকাতে কারো সাথে পরিচয় হয়নি তাই এখানে আসলে নাকি পরিচয় সঙ্কটে ভুগে। অনেকদিন লেখে না সেই যে একটা না পাঠানো চিঠি দিয়ে উধাও হয়ে গেছে আর চিঠি লিখেছে কিনা জানা হল না।
ব্যক্তিগত রূপকথা দ্বিতীয় পর্ব লেখার পর সাকেব ভাই যে হাওয়া হয়েছে আর নতুন কি কি রূপকথা তৈরি হচ্ছে তা আর জানা যাচ্ছে না। আমরা যারা রূপকথা এখনো ব্যক্তিগত পর্যায়ে আনতে পারিনি তাদের পক্ষ থেকে সাকেব ভাইর ব্যাঞ্চাই। উনিও প্রায় মাস ৬ ধরে আমাদের ভুলে গেছেন। ব্যক্তিগত ভাবে পরিচয় থাকার কারণে ওনার সাথে প্রতি সপ্তাহে আমার দেখা হয় বটে কিন্তু সিসিবিতে ওনাকে মিস করি।
এনারা দুজন কে আমি চিনি বলে ঠিক ততটা মিস করা হয় না তবে অন্য যাদের এই ব্লগের মাধ্যমে পরিচয় তাদের কে এখানে না দেখলে অনেক মিস করি। প্রায়ই কোন একজনের কথা মনে হয় আর ভাবি ” সে যে কেন এল না “। এখন একেবারে প্রথমে মনে পড়ছে কুমিল্লার ৯৭ ব্যাচের আলমের কথা। পাকিস্তানে থাকা এই ছেলেটি অনেক লেখত আর প্রায় সবাইকে উৎসর্গ করে লেখা দিত (আমাকে একবার দিয়েছিল চোখে পানি চলে এসেছিল লেখাটা পড়ে )। মাঝে কিছু টপিক নিয়ে ক্যাচাল হওয়ার পর ছেলেটি হারিয়ে গেল আর লেখালেখি করে না (সিসিবিতে আসাও কি বন্ধ করতে পেরেছে? )। মিস করি।
শফি ভাই লেখত ওনার কাজের প্রয়োজনে কুমিল্লা গেলেই আমরা পেতাম ডায়েরী ওনার সারাদিনের কার্যকলাপ। এখন আর লেখেন না। একসময় দেশের বাইরে থাকা ইউএন মিশনের বেশ কিছু ভাইয়া নিয়মিত লেখত এখানে। সায়েদ ভাই , এডিসন ভাই, সাইফ ভাই,সিরাজ ভাই এনারা অনেক বেশি নিয়মিত ছিল আমাদের এখানে। ফেব্রুয়ারীর ঘটনার পর সাইফ ভাইর একটা লেখা পড়ে যত কেঁদেছিলাম তা এখনো খুব মনে পড়ে। অনেকদিন ধরেই ওনাদের দেখি না। মিস করি।
তাইফুর ভাই তার গাইড বই মনে হয় বন্ধ করে দিয়েছে। কমেন্ট করে তবে ওনার গাইড বইর অভাবে আমরা অনেক লেখাই বুঝতে পারি না সে কথা তার মনে হয় বুঝা উচিৎ। অনেকদিন ব্লগে বোমাবাজিও বন্ধ। যখন এমজিসিসির অন্য আপুরা ছিল না তখন আমাদের ব্লগের সব ভাই এর আদরের বোন চম্পা হয়ে ছিল সামিয়া। অনেকদিন হয় ওকেও খুঁজে পাই না। মিস করি।
৯৯ ব্যাচের আরো অনেকে নিয়মিত লেখত এখন নাম মনে আসছে না তবে ব্লগে ৯৯ ব্যাচের লেখা এখন অনেক কম দেখি । মিস করি।
আমি আসলে অনেককেই মিস করি। এখন অনেক নতুন মানুষ নতুন লেখক নতুন সিসিবিয়ান। অনেক বেশি লেখা আসে প্রতিদিন আগের তুলনায়। নতুনদের ভীড়ে পুরানদের ও খুঁজি আমি। একবার ও যদি সিসিবিতে এসে এই হারিয়ে যাওয়ারা আমার লেখাটা পড়েন তাদের জানাতে চাই আমার সাথে সিসিবিও আপনাদের অনেক মিস করে।
৬৮ টি মন্তব্য : “হারায়ে খুঁজি”
মন্তব্য করুন
😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
🙂
আপনি কই গেছিলেন? 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অসুস্থ 🙂
কে অসুস্থ আপনি? কি হয়েছে? এখন সুস্থ?
অয়োময় থেকে শুরু হয়ে আমাতে শেষ হলো।
এখন আছি মোটামুটি, যাভিয়েরও সুস্থের পথে। 🙂
আর মঈন ভাইয়া?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সে আছে আল্লাহ'র রহমতে ভালো।
কি অসুখ করেছিলো? এখন ভালো তো? বাবুগুলো কেমন আছে? ভাইয়া?
তেমন কিছুনা আপু, বাচ্চারা ছোটতো ওদের একটু কষ্ট হয়েছে, আর একা সামলাতে গিয়ে আমিই একটু কাত হইলাম আর কি 😀
তোমার ভাইয়া ভালো আছে।
আর কাত হও না ভাবী। গত কয়েকদিন আসলেই সিসিবি তে ঢুকে একটু ও মজা পাই নি।
😛 😀
কাম্রুল, চলো একটা নিয়ম করি।
এখন থেকে 'তিন মাস' কেউ টানা অনুপস্থিত থাকলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। 🙂
www.tareqnurulhasan.com
সম্পূর্ণ সহমত ভাইয়া। এডু-মডু লাগবে না ভাইয়া আমরা পাঠকরা মিলেই এই নিয়ম করে ফেলি।
'দৃষ্টান্তমূলক শাস্তি' মানে কি আহসান ভাইয়ের মতো শেরোয়ানী পরাইয়া দেয়া?
তাইলে আমি তিন মাস গায়েব হইতে রাজি! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
:)) :))
আমি ভাবতেছি, আমার মতন ব্যাপক পাঠক প্রিয় :-B এবং সেলিব্রেটি ব্লগার যদি :just: একটা সপ্তাহ গ্যাপ দেয় তাহলেই তো সিসিবিতে কান্নার নহর বয়ে যাবে ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি ভাবতাসি আমার কথা। 😛 ১ সপ্তাহ ছিলাম না, সিসিবি পুরা ঝিমায় আসিলো, আজকে লগইন করার সাথে সাথে একসাথে ৪টা পোষ্ট ;)) ;))
ওরে কি ব্যাপক সেলিব্রেটির বইন রে B-)
কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:
আরে দিহান ভাই!! দুবাই সে কাব আয়া :grr: :grr:
সেলিব্রেটি ভাইয়ের একমাত্র আপুজী সেলিব্রেটি হইবো না তো কি হইবোরে :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
:chup: আমারে ফেলে ফেলে দাওয়াত খাওয়া বাইর করতাসি, খাড়া। :grr:
তা ঠিক কইসস :hug:
তোরে বাদ্দিয়া দাওয়াত কই খাইলামরে ;;) :just: একটু মুরগী ছোট মাছ আরো পাঁচ পদের তরকারি সাথে সেমাই ইশশ 😀 😀
তবে তোরে মিস করছিরে আপুজী 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
খাইয়া এইবার কি সেইটা নিয়া ব্লগ নামাবি নাকি? ;;) যে তুই কত্ত পেটুক? ;)) ;)) একাই সব মাছ শেষ করে দিসিস? ;;;
বিশ্বস্ত সূত্রে খবর পাইসি তুই নাকি ফুন নিয়া ব্যাপক ভাবে ছিলি? 😕
দেখসোস খালি যে উল্টা পালটা কইস, তোর ভাই কত্ত বিজি মানুষ :-B ছুটির দিন রাইত এগারটাতেও অফিসের কাজের কথা ভুলেনা ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
আসলেই কি ফুন আইসিলো?? 😕
নাকি ভাব নিসিলি? ;)) ;))
রাইত ১১টায় তোরে ফুন দিবোয় বা ক্যাডা? :grr:
খালি কি ১১ টা, টানা সাতদিন ও চলছে মাইঝে মইধ্যে 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 😮
এক সপ্তাহ? আপনি একদিন না থাকলে সিসিবিতে দু:খের বন্যা হৈয়া যায়।
আমরা ব্যানারের উপরে মাঁচা বানাইয়া থাকি। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ও এর লাইগ্যাই কালকে তরে এরশাদ চাচার মতন হাটু পর্যন্ত গাম্বুট পিরা থাকতে দেখলাম 😀 এক ঘন্টা আছিলামনা, তাতেই মনে লয় হাটু পানি জইম্যা গ্যাছিলো :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সিসিবি'তে আইসাই ব্যানারের অবস্থা দেইখ্যাই বুঝতাসি, কাহিনি কিতা? :grr:
আবার জিগস
আমি আছি, ওয়ান এন্ড ওনলি ফয়েজুর রহমান।
কি শীত কি বর্ষা সব সময় আপনাদের পাশে, হারিকেন হাতে 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনিও মাঝে ছিলেন না ভাইয়া কিছুদিন। কয়দিন আগে হইলে আপনার নামও উপরে থাকত।
ঐ সময় ফয়েজ ভাই চিটাগাং এ ফ্যামিলি রি-ইউনিয়ন নিয়া ব্যাপক ব্যস্ত ছিলেন... :goragori:
অবশ্য এতে লাভই হয়েছে...আমরা পেয়েছিলাম সেই ঐতিহাসিক পোষ্ট...ইসসিরে... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মিস করি...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোর সাপ্তহিক রে মিস করতেছি ব্যস্ত নাকি?
হুম 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইস, বুয়েট সিইসি, ০২ এর কথা মনেই থাকে না তোমার।ফেইসবুক এর মেসেজ চেক কর।একটা গুগল ডক এর লিঙ্ক আছে ০২০৫ কারেন্ট স্ট্যাটাস এর, সিইসি বুয়েট ও আর জি এর এর সাইট এর জন্য। তোমাকে ফেইসবুক এ তেমন দেখি না, তাই এইখান এ বললাম।
হুমম ফেসবুক ব্যবহার করা হয় না আমার। তোমার কমেন্ট পড়ে গেলাম নিজের স্ট্যাটাস আপডেট করলাম।বেশির ভাগ দেখি দেশের বাইরে চলে গেছে অলরেডী। পৃথিবী গোল দেখি কোথাও দেখা হয় কিনা।
তোমার স্টুডেন্ট নং ০২০৫০৪৭ 😛
ভালই মনে আছে দেখি তোমার। 🙂 আমার ক্যাডেট নম্বর ও ১০৪৭ দুইটাতেই ৪৭ আছে।
ভাই, সারাজ়ীবন তুমি এ২ এর সেসনাল এ আমাদের ৩ টা মেয়ের গায়েবি পাটর্নার ছিলা। সব ছেলে র গ্রুপ করার পর যখন র কাউকে আমাদের গ্রুপ পাওয়া যাইতো না, তখন টিচার এটেন্ডেন্স শিট দেখে তোমাকে এবসেন্ট ভেবে আমাদের গ্রুপ এ দিয়ে দিত।
তপু,
তুমি অনেককে মিস কর আর আমি সিসিবিকে খুব মিস করতাম... 🙁
এখন আমার এখানে দুটো নেটওয়ার্ক চলে এসেছে। র্যাংকসটেল এর একটা ডায়াল আপ কানেকশন নিলাম। কিন্তু খুবই স্লো। কোনমতে কমেন্ট করা যায় আর মেইল চেক করা যায়। আমি এতেই খুশি :awesome:
আপনার নেটওয়ার্ক রে :salute:
কমেন্টের মাধ্যমে হলেও সাথে থাকেন ভাইয়া।
খুব্বিমিস্করি......আমাগো পোলাপাইনগুলাও ডজার হইয়া গ্যাছে x-(
মহিব,ফুয়াদ,তুহিন,স্যাম,রাশেদ এইগুলারে দেখি না অনেক দিন x-(
ইজি কাযে বিজি...পুরাই হিজিবিজি 😕 😕
তপু ভাই খুব্বালাহইছে :clap: :clap:
অনেক দিন পরে তোমার লেখা পাওয়া গেলো ...... গল্প টল্প লেখো না কেনো আর ??
ভাইয়া লজ্জা দিলেন আমি আর গল্প ...
আসলেই অনেকদিন পর লেখলাম
আমিও হারাই যামু, তোর ব্লগে আমারে স্মরণ করবি তাইলে। 😛
কথাটা পছন্দ হইছে 😛
তোরে কেউ হারাইতে দিলে তো। তুই হইলি সেলিব্রিটি লেখক তোকে ফেসবুকে আন্দোলন করে সবাই ফিরায়া আনবে।
কমেন্ট পইড়া পিড়া যাইতেছি।
লেখা ভালো হয়েছে দোস্ত। আমি আসলাম আর তুই লেখা দিলি, কি কম্বিনেশন রে আমাদের! B-) B-)
নতুন একটা গপ্পো ফাঁইদা বয়। পড়ি !
তোর লেখায় তোরে মিস করি লেখার পরই হুড়মুড় করে অনেকের কথা মনে পড়ল তাই এই লেখা। ক্রেডিট তোর
সবাইরেই মিস্করি
ম্যালা মিস্করি অনেকগুলা মানুষরে...
তপু ভাই কাম ব্যাক পুস্ট ভালা হইছে
মিস্করস??? :-/ 😮 😮 😮
ও ও আমি ভাবলাম মিস করস। তাই দেখা না কইরা ভাইগা গেলি =(( =((
ধন্যবাদ, তোমারেও মিস করছি ম্যালা দিন কবিতা দাও না
কেমন আছ তপু?
সবসময় থাকি তো, তাই মনে হয় আমাকে মিস্ করো না! ;;;
তোমার রুপকথার গল্পের আশায় আছি, আশায় আছি কিছু পৌরাণিক লেখার এবং বেশ কিছু সুন্দর গল্পের। খুব বেশি আশায় আছি কি? 🙂
ভাইয়া আপনাকে নিয়মিত কমেন্টে অন্তত পাই। তবে আপনি বহুদিন মিষ্টি প্রেমের গল্প দিচ্ছেন না। একটা পৌরাণিক লেখা নিয়ে ভাবছি। পৌরাণিক লেখা আসলে সহজই ছিল কিন্তু ঐযে সানা ভাই কঠিন করে দিছে ঐটাতে বর্তমান কেমনে আনে তাই বুঝতেছিনা।
Topu ki khobor? Onekdin por...
হ অনেকদিন পর তবে একটা জিনিস বদলায় নাই তখনো তুই বাংরিশে কমেন্ট করতি এখনো
😛
তপু, কনক রে একদিন কান ধরে সিসিবিতে নিয়ে আসবি... x-(
ওরে পাঙ্গামু... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দাড়ান ভাইয়া আনতেছি। তবে হালকা পাংগাইয়েন আমার আদরের ছোট ভাই তো ...
কামতপু ভাইয়া কেমন আছেন???? আইজকে আপনার এক (ছোট)আপুর সাথে কথা হইলো। আপনার প্রশংসায় তো এক্কারে পঞ্চ, ষষ্ঠ মুখ। আমারে কয়, তপু ভাইয়ের মতো মানুষই হয় না। আমিও সম্মতি দিছি, এইবার কন কি খাওয়াইবেন। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে তপু দেখি । শরীর কেমন এখন?
ভাইয়া এখন সুস্থ তবে অনেকদিন দেশে যাই না দেখে ভাল্লাগে না। আপনি কেমন আছেন ভাইয়া।
কেমন আছ তপু?
সবসময় থাকি তো, তাই মনে হয় আমাকে মিস্ করো না! ;;;
ভাইয়া সেদিন যেন না আসে যেদিন আপনাদের ও মিস করতে হয়। সবসময় আপনাদের চাই...