আগেই বলি এই লেখা পুরাই ফালতু পোষ্ট কেউ পড়ার রিস্ক নিলে আমি দায়ী থাকবনা।
বহু বহু দিন সিসিবিতে আসিনা। সময় হিসাব করলে বলা যায় প্রায় দেড় মাস সিসিবির সাথে যোগাযোগ নেই। ব্যস্ততার কারণে আসতে পারিনা বুকে হাত দিয়ে বলতে পারবনা। কেন যেন কিছুই ভাল লাগত না। নেটে এসে মাঝে মাঝে বসে থাকতাম ঠিকই কিন্তু কোথাও যাওয়া হত না। ব্রাউজারের www লিখে বসে থাকতাম কোথায় যাওয়া যায় এই ভাবনায়। নিজের যে কি হয়েছে তা নিজেই জানিনা কিংবা জানলেও বুঝতে পারিনা । সিসিবিকে মাঝে মাঝে ঘুমাবার আগে মনে পড়ত। যাওয়ার আগে দেখে গিয়েছিলাম অনেক নতুন লেখা আসছে। প্রতিদিন একগাদা লেখা আসত। ভাবতাম ইশশ কত কিছু হয়ে যাচ্ছে আমি জানিনা। কত লেখা আমার পড়া হয়নি। ২৮ তারিখ শুক্রবার দিন ভাবছিলাম আজ তো মাশরুফের বিসিএস পরীক্ষা। পাগলটা পরীক্ষা কেমন দিল। এসব ভাবতাম কিন্তু সিসিবিতে আসা হয়নি। মাঝে মাঝে মনে মনে কত কিছু লেখার প্ল্যান করে ফেলতাম ভাবতাম এরপরদিন এসেই সিসিবিতে লেখা শুরু করব। কিন্তু সেই একই কাহিনী হত। গতকাল এসে অনেকটুকু লিখেছিলাম কিন্তু পরে ভাবলাম এইসব যে কি হাবিজাবি লেখছি তাই পরে আর পোষ্ট করিনি। আজও অনেক হাবিজাবি লেখছি বটে কিন্তু কিছু একটা দিয়ে তো আসলে শুরু করতে হবে তাই লেখালেখি।
অনেক দিন ধরেই ভাল আছি এই কথাটা বলতে পারছিনা। খারাপ যে আছি তা নয় কিন্তু ভাল থাকার কিছু হয়নি যে ভাল থাকব। আমি সবসময় শুনি আমি নাকি অনেক ইমোশনাল। বাস্তবতা বুঝিনা। এজন্য নাকি অনেক ঝামেলার সৃষ্টি করি। কথাটা হয়তবা পুরোপুরিই সত্য। কিন্তু কিভাবে যে ওই ইমোশন, এক্সপেক্টেশন কমানো যায় তা আর বুঝিনা। কেন যে ছাই বড় হচ্ছি। যতই বড় হচ্ছি ততই বাড়ছে জীবনের জটিলতা। কি সুন্দর আগে যা খুশি তা করা যেত। এখন হাজার জিনিস আমাকে চিন্তা করতে হবে নিজের ইচ্ছামত কিছু করা যাবেনা, নিজের মনে কি আছে তা আসল ব্যাপার নয় আসল হল আশে পাশের সবাই কি ভাবছে। আমি বড় হতে চাইনা।
একটা কথা শুনেছিলাম মানুষের চিন্তাভাবনা নাকি ৩ স্তরের। প্রথম স্তরে আছে আইডিয়া নিয়ে চিন্তা ২য় স্তর হল ইভেন্ট আর ৩য় স্তর হল মানুষ নিয়ে চিন্তা। আমি একেবারেই থার্ড ডিভিশনের প্লেয়ার। আমার সব চিন্তাই মানুষ কে নিয়ে। পছন্দের মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ, কল্পনার মানুষ এদের নিয়েই আমার চিন্তা। পছন্দের কাজ পছন্দের মানুষকে দিয়ে কল্পনায় করিয়ে বেশ একটা ফ্যান্টাসির মধ্যেই থাকি। আর এটাই হল আমার ফ্যন্টাসি লাইফ। বাস্তবের সাথে ফ্যান্টাসির বিস্তর ফারাক বুঝতে পেরেই আর কিছু ভাল লাগে না। অনেক ফালতু কথা বলে ফেললাম। বহুদিন পরে সিসিবিতে লেখলাম। সবাই ভাল আছে তো এখানকার। অনেক পরিচিত মানুষকে অনেক মিস করেছি কিন্তু তাও আসিনি এ জন্য যে এইরকম ফালতু পোষ্টের সংখ্যা তাহলে অনেক বেড়ে যেত। এখনো না পড়া লেখা পড়া শুরু করিনি। শুধু দেখলাম একটা পোষ্ট আমার আমি। আমার এই লেখা লেখতে আসার আগে আমি ঠিক এই নামটি ঠিক করেছিলাম। কিন্তু আগেই কেউ নিয়ে ফেলল ।
ভাল আছে তো সব সিসিবি ভাইয়েরা ও বোনেরা?
৩২ টি মন্তব্য : “আলতু ফালতু”
মন্তব্য করুন
কামরুল জানি না তোমার কি হয়েছে...আশা করি খুব শীঘ্রই সকল প্রকার মানসিক অশান্তি থেকে মুক্তি পাবে...ভাল থেক।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিসিবি'র প্রায় প্রথম থেকে আই ইউ টি গ্যাংটা ছাড়াও আরো যেসব পোলাপাইন জমায়া রাখতো তাদের অন্যতম তপু। ভাইয়া সব অশান্তি নিশ্চয় দূর করে আবার আগের মতো নিজের ঘরে ফিরে আসবে, এই কামনা তোমার জন্য।
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই আপনের উপর মাইন্ড খাইছি। আপনের লখা পড়তে কেমন মজা লাগতো তার প্রমাণ তো আগেই পাইছেন। মনে আছে তো, আপনি আসার পরই আমরা ভাবার সাহস পেয়েছিলাম যে, সিসিবি একদিন বিশাল কমিউনিটি ব্লগে পরিণত হবে! সেই তপু ভাইকে আবার ফেরত চাই। জানি, একদিন না একদিন আবার ফুল স্পিডে লেখা শুরু করবেন, কিন্তু আমার কিন্তু দেরী সইতেছে না।
এমন ডায়লগ যে পোস্টে আছে ঐটা আলতু ফালতু হয় ক্যাম্নে x-(
এই কথাটা খুব ভাল্লাগছে, আপনাকে এবং যার কাছ থেকে শুনছেন তাকে এই ডায়লগ উদ্ভাবনের জন্য এক কোটি :salute:
আবার আগের মতো হাত খুইলা লেখা শুরু করেন। অপেক্ষায় থাকলাম কিন্তু।
কামরুলতপু ভাই লিখা শুরু করেন মিয়া। এত চিন্তা কইরা ব্রেনরে কষ্ট দেন কেন?? তাত্তাড়ি ব্লগ নামান। B-) B-)
তপু ভাই এগিয়ে চলো সিসিবি আছে তোমার সাথে :boss:
ছুঁয়ে যাওয়া লেখা...
সচলে মাঝে মাঝে হিড়িক ওঠে মন খারাপের পোস্টের। তখন মানুষজন একটা মন ভালো পোস্টের জন্য ছটফট করে। আর এখন সিসিবির উল্টাদশা। সিসিবি তে ঢুকলে লেখা আর বিশেষ করে মন্তব্য পড়লে হাসতে হাসতে মিরা যাওয়ার দশা হয়।
আপনাকে দেখে বেশ ভালো লাগলো। আমরা পুরানো পার্টি আপনাকে আজও অনুভব করি। আর আপনার লেখা ভালো না - এই কথা বলেন ক্যান বার বার?? একসময় এই লেখাগুলো ছিল বলেই আজকে সিসিবি এই জায়গায়। না হলে তো ওয়ার্ডপ্রেসের চিপায় লস প্রজেক্ট হয়ে থাকতো...
ভালো থাকবেন ভাইয়া...
সিসিবি শুরুর একেবারে প্রথম দিকে তপু ভাইয়ের লেখা পড়ার জন্য প্রতিদিন বসে থাকতাম।তপু ভাই, আপনার যে সমস্যাই হোক না কেন আশা করি তাড়াতাড়ি কাটিয়ে উঠবেন।
ভাল থাকুন, তাড়াতাড়ি লেখা চাই 🙂
:clap: :clap: :clap:
তুই তালি বাজায়া খালাস হইলি ক্যা রে?দে তোর কান্দের বন্দুকডা দে আইজকা তোর হাঁটুর একদিন কি আমার একদিন x-(
:))
আমি খুশির চোটে কি কমেন্ট লিখব খুঁজে পাইতেসিনা :bash:
আপনে বেশি বেশি করে আলতু ফালতু লিখা পাঠান,আমরা খাণিকক্ষণ আলতু ফালতু টাইম লস করি।
আপনি খবরদার বললাম এইরকম ডুব দিবেন না আর।
পিচ্চি পিচ্চি পোলাপাইন জীবন নিয়া কি সব কঠিন কঠিন কথা লিখে! টানা দুইদিন টম অ্যান্ড জেরি দেখ আর ক্লাস সেভেনের মতো করে :frontroll: দাও। মন খারাপ যে কই যাইবো টেরই পাইবা না।
ভালো থেকো। শুভকামনা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও টমেঞ্জেরী দেকপো O:-)
এক দম মনের মত কথা কইছেন বস, পিচ্চি পিচ্চি পুলা গুলা কি সব সাংঘাতিক কথা কয়রে বাবা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও বড়ো হইতে চাই না :(( :(( :((
কাম্রুল্তোপু ভাই, আপ্নের্ডুব্দেয়ারপোরাধের্কথা আমি ব্লগ অ্যাডজুট্যান্টের কাছে ফাঁসায়া দিমু কইলাম, জলদি ল্যাকা বাইর্করেন।
মন ভাল নাই ... সাধারণ কথাটাও কত চমৎকার করে বললি। সাবাশ ব্যাটা।
জুনা'র কাছে ভাল ভাল সাইটের ঠিকানা আছে :-B
আমি আপাতত www.মনভালকর্তেচাই.com এ ঘুরে আসার উপদেশ দিলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই পোলাডা কই যে হারাইয়া গেছিলো !!
বেশি বেশি লিখ ব্যাটা। 🙂
ভাই সিসিবির সকল পুরাতন লেখা পরার সময় আপনার লেখা পরে খুবই ভালো লেগেছিল। বিশ্বাস করেন গতকালই আমি ভাবতেছিলাম যে আপনি গেলেন কই? অনেকদিন আপনার লেখা পরি না। আর আজকে সকালে এসেই দেখি আপনার লেখা। এরেই বোধহয় ফকিরের কেরামতি বাড়া বলে। যাক অবশেষে যখন আসছেন এখন ধুমাইয়া লেখা শুরু করেন।
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট গুলা পড়ে অনেক মন ভাল হয়েছে। আমাকে লেখতে বাধ্য করার জন্য কামরুল ভাই, রায়হান আবীর, সামিয়া আপুকেও অনেক ধন্যবাদ। আরো আগে লেখলে মনে হয় আরো ভাল হত।
তপু, এতদিন তোমার লেখা খুব মিস করেছি। কিছুদিন আগে রবিনের সাথে যখন দেখা হল তখনো আফসোস করে বলেছি যে পুরানো বেশ কয়েকজনের লেখা পাওয়া যাচ্ছেনা। তুমি, সামিয়া, জিহাদ (ও অবশ্য রিসেন্টলি একটা লেখা দিয়েছে)- তোমরা কেন যে লেখালাখি বন্ধ করে দিলা কারণ খুজে পাচ্ছিলাম না।
আজ তোমার লেখা পেয়ে বেশ ভালো লাগল।
ফয়েজ ভাই........আমাকে যেভাবে পরামর্শ দিযেছিলেন ওকেও তেমনি একটা
পরামর্শ দেন
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওই আমার কপিরাইট মারছোস ক্যা?কাইটা দিমু কইলাম x-(
টিটো ভাই, কথাটা ভুল জায়গায় পোস্ট হইছে বস-এইটা কুচ্ছিত হাঁসের বাচ্চারে কউয়া 🙁 মাপ কইরা দেন মামা।
টিটো এইটা অন্য কেস, এখনতরি বিয়া করে নাই পোলাটা, বিদেশ থাকে বুঝ না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই মনে হয় অসুখটা ঠিক ঠিক ধরতে পারছেন :-B ।
Life is Mad.
আর্টিকেলটা পড়তে পড়তে ঠিক এই কথাটাই ভাবতেছিলাম।
মন খারাপকে হাকাও লাথি..হয়ে যাক ওভার বাউন্ডারি।
আমরা তালি দেয়ার অধির অপেক্ষায় আছি।
Life is Mad.
তপু ভাইডি কই ছিলা তুমি এতদিন? তোমারে একিখানে খুজি, সচলে খুজি, পাইনা কোথাও?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তপু, তওর লেখা পড়ে রিলেট করতে পারতেছি। তবে মনে হয় মানসিক এই টানাপোড়েনটা লেখালেখির মধ্য দিয়ে বের করে দিতে পারিস। তাতে ভালো থাকবি। আমি এটাই করি। 😉
ঠিকই কইছস দোস্ত কিন্তু মাঝে মাঝে শালা কিছুই ভাল লাগে না, ঠিক কি যে চাই কি হলে যে ভাল লাগবে তাও বুঝিনা।যাই হোক কেমন আছস তুই। কোথায় এখন। এবার দেশে গিয়ে তোদের কারো সাথেই দেখা হল না।
এই কথাটা খুব ভাল্লাগছে, আপনাকে এবং যার কাছ থেকে শুনছেন তাকে এই ডায়লগ উদ্ভাবনের জন্য এক কোটি
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
কোটেশন মার্ক উল্টাপাল্টা হয়ে গেছে... :shy:
ব্যাপার না! আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"