প্রবাসে প্রলাপ ০১০

বেশ কঠিন সময় পার করছি ইদানীং। রাতে ঘুমাতে পারি না , যাও বা ঘুম আসে দেখি এক-দুই ঘন্টা পরেই ঘুম ভেঙ্গে যায়। এরপর আর ঘুম আসে না। ঘুম আসার জন্য আমি ভেড়া গুনে শেষ করে ফেলি ১০হাজার কিংবা তার চেয়েও বেশি। গুনতে গুনতে খেই হারিয়ে ফেলি কিন্তু ঘুম আসে না। মর্তুজার বিয়ে ১১ জুলাই। খুব কাছের বন্ধুদের মধ্যে ওই প্রথম বিয়ে করছে অনুষ্ঠান করে। বন্ধুদের অনেকেই মনে হয় এখনো দেশে আছে তাই ওর বিয়েতে হয়ত মজাই হবে। আমাকে নেটে এসে খবর দিল তুই কবে আসবি। বন্ধুদের বিয়েতে আমাদের অনেক মজার মজার প্ল্যান ছিল। প্ল্যান করাতেই আনন্দ বাস্তবায়নের কথা কখনো কারো মাথায় আসে নি। শামস মর্তুজা মীম দেশে গেলে যেই ৩ জনের সাথে আমি বেশী সময় কাটাই তারা ৩ জনই বাইরে চলে যাবে আর মাস দুয়েকের মধ্যেই। এবার থেকে দেশে গেলে আম্মুকে আর বলতে হবে না তুই তো শুধু বাইরেই থাকিস বন্ধুদের সাথে।
নাহ ঘুম আসছে না, চোখ ভর্তি রাজ্যের ঘুম কিন্তু ঘুমাতে পারছি না। আমি ক্লান্ত হয়ে পড়ি। আবার চিন্তা বাদ দিয়ে ভেড়া গুনার ট্রাই করি। নাহ ভেড়ার জায়গায় দেখি মানুষ সব পরিচিত মানুষের ভিড়। আমার আপুসোনা এখন কি করছে? ও কি ঘুমিয়ে পড়েছে? ওর শরীর কি ভাল হয়েছে? ওকে যে বিকেলে এসএমএস টা করলাম ওটা কি পায়নি? নাকি পরে রিপ্লাই দিবে ভেবে ভুলে গেল। ও এত ভুলে যায় কেন? আমি যদি ওকে একদিন ভুলে যাই তখন ও বুঝবে ভালবাসার মানুষের কাছে কিছু চেয়ে না পেলে কত কষ্ট লাগে। কিন্তু ওকে কিভাবে ভুলব। আমার আপুসোনাটা যে আমার জাআন। দেখি ওকে একটা ঝাড়ি মেরে মেইল দিব কালকে।
আজ যে একটা পার্টি ছিল এখানে সেখানে যাওয়া হল না। সবাই নিশ্চয়ই অনেক মজা করেছে। আমি বাসায় একা একা বসে ছিলাম। অনেক মিস করেছি তাও যাওয়া সম্ভব ছিল না। জাহিদ ভেবেছে আমার মন অনেক খারাপ তাই হয়ত সঙ্গ দিতে এসেছিল সন্ধ্যায়। তন্বী আপু অবশ্য অনেকবার বলেছে চলে আস কষ্ট করে কিন্তু… একটু খারাপ অবশ্য লেগেছে। উইকএন্ড শেষ হয়ে গেলে এই উইক যে কিভাবে পার করব আল্লাহ মাবুদ। সামনের উইকে অনেক ঝামেলা। প্রতিদিন বের হতে হবে।
মাস্টার্স এর ভর্তি পরীক্ষা সামনে কিন্তু আমি পড়তেই পারছি না ভাল করে। টেবিলে বসে থাকতে কষ্ট হয়। তন্বী আপু আমার উপর কত আশা করে আছে, বাসায় ফোন দিলে ছোট ভাইটা বলে তুমি আবার কোথাও ফেল মারবা তাই কি হয়? কিন্তু আমি নিজে বুঝি কিছুই ঠিকমত এগুচ্ছে না।
আবার ভেড়া গুনি, ঘুমাতে তো হবে। ব্যাথা ভুলে থাকার চেষ্টা করতে করতে ঘুম আর আসেনা। আচ্ছা নিশু আপুর কি খবর। অনেকদিন কোন যোগাযোগ নাই ওর সাথে। চাকরী করে খুব ব্যস্ত মনে হয়। ও অবশ্য মজাতেই থাকার কথা। ভাইয়া নাকি জুলাই তে জাপান আসবে। অনেকদিন দেখি না ওকে। হাহাহা আমার কাজলাদিদি গুলা। আজ না ৬ জুন ছিল? পিয়াপুর জন্মদিন। ফোন করব কি করব না ভাবতে ভাবতে শেষ না করার স্বিদ্ধান্তই নিলাম। পান্থ ভাইয়া অবশ্য জিজ্ঞেস করেছিল ফোন করেছি কিনা, নাম্বার আছে কিনা আমার কাছে। এড়িয়ে যাই, কি দরকার যে বাঁশি ভেঙ্গে গেছে তাকে নিয়ে পড়ে থেকে। সবাই ব্যস্ত তো…
ওফফ রাত কত হয়ে গেল আবার সকাল হয়ে যাচ্ছে কখন আমি ঘুমাতে পারব। কাল রাতে বাসায় ফোন দিয়েছিলাম, আম্মু ছিল না বাসায়। কনকের সাথে অনেকক্ষণ গল্প করলাম। ইদানিং বাসায় ফোন দেওয়াটা অনিয়মিত হয়ে গেছে। সবসময় দেই না। দু’একদিন দেরী হয়ে যায়। ফোন দিলে আম্মু তাই খুব চিল্লাফাল্লা করে। আমি হাসি, বলি প্রতিদিন ফোন দিয়ে দিয়ে আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে। পোলাপান বিদেশ থাকলে অনেক মিস করতে হয় আপনি তো মিস করার সময় পান না তাই সেটার ব্যবস্থা করি।
নাহ আজও ঘুমাতে পারব না বুঝতে পেরেছি। আরেকটা পেইনকিলার খাই। এইটা আজকের দিনের ৩ নম্বর পেইনকিলার । একটা ঘুমের ওষুধ খাব নাকি? দেশ থেকে আসার সময় ২০টা ঘুমের ওষুধ নিয়ে এসেছি। এখনো একটা খাওয়ার ও সাহস করতে পারিনি। আজকে একটা খেয়ে ফেলব নাকি? অনেকদিন যে ঘুমাই না ভাল করে। কিন্তু…
নাহ সাহস হয় না। দেখি আরো কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকি। রাতে খাওয়া দাওয়া তো করলাম তাও আবার ক্ষিধে লাগে কেন।
ইশশ এখন যদি আমার আপুসোনাটা আমাকে একটা এসএমএস দিত। ও তো এখন ঘুমের দেশে। কাল ওর অফিস আছে, না ঘুমালে কি হবে। এখন কি পিচ্চির কথা মনে করার সময়। আম্মুকে কি ফোন দিয়ে জাগিয়ে দিব। বলে দিব আমার শরীর ভাল না মা, ঘুমাতে পারি না ব্যাথায় আপনি যদি মাথায় হাত বুলিয়ে দিতেন তাহলে মনে হয় ঘুম চলে আসত। আম্মুটা এমনিতেই চিন্তা করে আর খালি মন খারাপ করে থাকে তাই কিছু বলি না , আমার শরীরের কথা শুনলে নিশ্চয়ই আম্মুও ঘুমাতে পারবে না । থাক না বলি। ভাল আছি মা আমি অনেক ভাল আছি। কন্ঠটা দুর্বল শুনালেও আসলে কিন্তু ভাল আছি।
নামাজের সময় হয়ে গেল নামাজ পড়ে ফেলি শুয়ে থেকে লাভ নেই।

২৪ টি মন্তব্য : “প্রবাসে প্রলাপ ০১০”

  1. তানভীর (৯৪-০০)

    মনটা খারাপ করে দিলা রে ভাই! 🙁
    ঘুমের সমস্যা খুব বড় সমস্যা। চিন্তা-ভাবনা বেশী করলে ঘুম কম হয়, বেশী চিন্তা কইর না।
    দোয়া করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ আর সবসময় হাসিখুশী থাক।
    তোমার বন্ধুরা তো বিয়ে করে ফেলতেছে, তোমার কি অবস্থা??

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    😕 😕 😕
    ভাইয়া, আপনি সুস্থ্য হয়ে উঠুন, এই দোয়া করছি।

    অফটপিকঃ সাকেব ভাই কি আপনার আশেপাশে থাকেন?? উনারে তো খুজে পাইতেছি না।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • সাকেব ভাই খুব নাকি ব্যস্ত। শনি রবিবারে আপুকে সময় দেয় এই জন্য সিসিবিকে আপাতত ভুলে গেছে। দেখা যাক আমি ওনাকে জানাচছি আপনাকে তো সবাই মিস করে। উনি আসবেন বলছেন।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।