প্রতিটি গল্প, কবিতা কিম্বা উপন্যাসের পিছনে কিছু ঘটনা থাকে। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ভালোলাগা-মন্দলাগাগুলো জীবন্ত হয়ে ওঠে অক্ষরের সুন্দর বিন্যাসে। এই কবিতাটি লিখেছিলাম ২০০৬ সালে, ভার্সিটিতে ১ম বর্ষ ১ম সেমিস্টার পড়াকালীন সময়ে। আমার খুব ক্লোজ এক বন্ধুর হৃদয়ের আর্তিকে অক্ষরের মাধ্যমে জীবন দিতে চেয়েছিলাম। তার ফলশ্রুতিতে এই কবিতার সৃষ্টি। সেই বন্ধুর কাছে ক্ষমা প্রার্থণাপূর্বক কবিতাটি এখানে উপস্থাপন করছি। কবিতাটি “বিশ্ববিদ্যালয় বার্ষিকী, ২০০৮” এ প্রকাশিত হয়।
********************************
তোমাকে হারানোর প্রয়োজন ছিল।
প্রয়োজন ছিল সময়কে মিথ্যে ভেবে
অসমাপ্ত কবিতা লেখার।
প্রয়োজন ছিল-
ধূসর রাতে একাকী থাকার,
দুঃস্বপ্নের ঘোরে।
সময়ের চার দেয়ালে বন্দী হয়ে
ছিল আমার অপূর্ণতা।
তবুও তা মিথ্যে, অলীক।
তোমার ছায়ায় তাই খুঁজে যাই আজও
অপসৃত আলোর ভিন্ন প্রতিসরণ,
ধূসর রাতে একাকী আমি
দুঃস্বপ্নের ঘোরে।
তুমি আর এসোনা ফিরে
আমার স্তব্ধ সামুদ্রিক পৃথিবীতে
অসমাপ্ত কবিতা হয়ে।
অতৃপ্ত জীবনের স্পর্শ পেতে,
তোমাকে হারাবার প্রয়োজন ছিল।
*******************************
কবিতাটি ২০০৬ এ লেখা। আমার ৮৩নং কবিতা ।
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাবি অন প্যারেড থাকা অবস্থায় ১ম 😮 :awesome: :awesome:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তুমি ১ম বলনাই, আকাশ ভাইয়া।
আমি বললাম ১ম। 😛
কবে জানি কাকে একটা ডায়লগ দিছিলাম... বোল্ড আউট হইলে কি আবার আপিল করা লাগে?
B-) B-) 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আসলে হয়েছি কি, লাবলু ভাইয়ার কথামত রান্না করতে গিয়েছিলাম, এসে দেখি তুমি বোল্ড আউট। কি আর করা? আমিও আগে কই জানি বলেছিলাম, আমরা আমরা'ইতো। :clap: :hug:
:-/
কবিতা ভাল ছিল... ( এইটা তো দেখি মকরা ক্যাডেট... ৩ বছর ধইরা অসমাপ্ত রাইখা দিছে কবিতাটা... আবার সে অবস্থাতেই এইখানে দিয়া দিছে... )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ, আকাশ ভাই। 🙂
কবিতাটার ব্যাকগ্রাউন্ড যেহেতু এখনো অসমাপ্ত আছে, তাই এটা শেষ করা সম্ভব হয়নি। 🙂
:clap: :clap: :clap:
🙂 থ্যাংকস দোস্ত।
জাবীর ভাইয়া, কাকে হারানোর প্রয়োজন ছিল?
ভাল হয়েছে। ভাইয়ারা না আবার পুরানো বলে তোমাকে লং আপ না করিয়ে রাখে? 😛
আপু, যাকে নিয়ে কবিতাটা লেখা, সে এখনো পোষ্টটা দেখেনি।
আর আমার ৯/১০/১১ ক্লাসে লেখা কবিতা অলরেডী সিসিবিতে আছে। তখন যেহেতু পাঙ্গায়নি, আশা করছি এ যাত্রা বেঁচে যাব 🙂
খুবই সুন্দর কবিতা জাবীর :clap: :clap: :clap:
অসাধারন .........
আশা করি তোমার সেই বন্ধুটি এখন ভালো আছে ......
জ্বী ভাইয়া, সে এখনো ভাল আছে। তবে ....... 😕
আমরা এতো অল্প বয়সীদের কবিতা পরি না। আরো বয়স বাড়ুক। আন্দার মতো!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাল্লাগছে। তয় বেশি সিরিয়াস্ব মন্তব্য করবার পারলাম না। 🙂 🙂
আমিন ভাই, স্বাগতম। অনেকদিন পর.......কেমন আছেন? 🙂
সিরিয়াস কমেন্ট করার দরকার নাই। :shy: কবিতাটা যে ভাল্লাগছে, তাতেই আমি খুব খুশি। 🙂 😀 😀
এই কবিতা তোর হারায় গেছিলো !
আমি ফেরত দিলাম চমক হিসেবে "বার্ষিকী"তে দিয়ে... ... সম্পাদকীয় ক্ষমতা 😀
তুই অবশেষে সিসিবি'তে নিয়ে এলি এইটাকে? 🙂
আমার দারুণ লেগেছিলো এই চরণগুলো -- আজো লাগছে।
:boss: :boss: :boss:
🙂 থ্যাংকস.....আমি তোর কাছে চির কৃতজ্ঞ.... 🙂
একখান কথা কই। এই কবিতায় তোর আবেগ ভরা হাহাকার আছে। এইসব ইমোশোনাল জিনিস আমার পছন্দ না 😕 😕 😕
😮 😮 😮 😮
তুই মাহমুদতো?
:thumbup :thumbup:
হ দোস। দিস ইজ মাহমুদ। :thumbup:
কিন্তু নতুন মোড়কে আর উন্নত প্রযুক্তিতে B-) B-) 😀 😀 😀
মানে এইরকমঃ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😮 😮
এই রকম অশ্লীল কোন মোড়ক না :bash:
কঠিন হইছে, রকিব...... :thumbup: :thumbup:
বাহ ভালোইতো :))
বড়ি সৌন্দর্য। :thumbup: :thumbup:
Jr, ekhon porjonto pora tor best kobita eida. Ki khabi ko.
Amar abar chhaka bishoyok kabbo besh valo lage. 😀
ছেঁকা বিষয়ক কাব্য ভালো লাগে !!
:bash: :bash: :bash:
পুলাপান যে ক্যান এত্তো ছ্যাঁকা খায় ~x( ~x(
তোর বাসায় দাওয়াত খামু.........তয় আগে তুই সুস্থ হ 😀
কবির প্রতি :salute: :salute:
ভাইয়া নীলা পত্র-৬ কই 😕 😕 ??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নীলা পত্র-৬ লিখতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে। পরীক্ষার খুব চাপ। একটু ফ্রি হলেই ইনশাল্লাহ দেব। 🙂
অনিবার্য কারণবশত লেখা স্থগিত আছে। কুয়েটের স্যারগুলান খুব খারাপ..... x-( x-( x-(
জাবীর, খুব ভালো লাগল কবিতাটা।
এইরকম আরো কিছু কবিতা থাকলে এখানে দিও। :thumbup: :thumbup:
ইনস্ল্লাহ 🙂
দেখছস? কইছিলাম না!
এই কবিতা সবারই পছন্দ হইবো... এই পর্যন্ত তোর লেখা সবচাইতে ভালো বইলা সার্টিফিকেট টাও পায়া গেছস... 😛 😛
কী খাওয়াবি বল 😀 😀
মেম্বারের দোকানের হাইব্রিড কলা................. 😛 😛 😛
কবিতা ভাল লেগেছে জাবীর ।
একথাটা মনে হবার জন্য কবিতাটা আরো বেশি ভাল লাগলো ।