এই ভালোবাসা দিবস সবসময় একটা ঝামেলায় ফালায়া দেয়। ঝামেলা টা আর কিছুনা, ঝামেলাটা হইল গিফট। কি গিফট কিনুম এই চিন্তায় মোটামুটি দুই সপ্তাহ মাথা খারাপ থাকে। গত বার তো শেষ পর্যন্ত কিছুই কিনতে পারিনাই। ১৪ ফেব্রুয়ারী তাকে বললাম, “আমার ভালোবাসা প্রকাশ করতে পারে এমন কোনো কিছু খুঁজে পেলাম না, তাই কিনিনাই। আর তাতে কী, আমিই তো তোমার সবচেয়ে বড় গিফট, আমি তো হাজির।” তারপর একটা ক্যালানো হাসি। আমার বান্ধবী বলল, তুমি গিফট দিতেই হবে এটা কে বলল। কখনো কিছু ভালো লেগে গেলেই আমার জন্য কিনে ফেল। আর প্রতিদিনই তো আমাদের ভালোবাসা দিবস। (আহারে কত ভালা মানুষ, বিয়ের পর এমন থাকবে তো !!) তারপর নিজে একটা গিফট বাইর কইরা আমারে ধরায়ে দিল। এইবার আর এইভাবে হবেনা। কিছু একটা কিনবই। কত জায়গা যে ঘুরলাম, কোন কিছুই পছন্দ হয়না। ভাইরে সাজেশন দিয়া উদ্ধার করেন।
৫৮ টি মন্তব্য : “ভ্যালেন্টাইন গিফট”
মন্তব্য করুন
প্রখম 😀
সুন্দর কিন্তু একটু এক্সেপশনাল ফুল ভালো উপহার। এছাড়া বইবেলার মাস উপলক্ষ্যে বই দিতে পারো, তবে তার পছন্দসই হবে এবং না পড়া বই আন্দাজ করতে করতে চোখে সর্ষে ফুল না হোক ধা ধা লেগে যাবে। আর্চিস বা হল্মার্কের দোকানগুলোতে সুন্দর অর্নামেন্টসের সেট পাবে, মনে হয় ৫০০ টাকার মধ্যে। সেখান থেকে পছন্দ করে লকেট-কানের দুল বা ব্রেসলেট ক্লিপস এর সেট কিনে দিতে পারো। বা পুতুল দিতে পারো। একটু সতর্কতার সাথে পছন্দ করলে ৯৫% ক্ষেত্রে মেয়েরা পুতুল পছন্দ করবে ......
আমার আইডিয়া শেষ ......
ভাইয়া বিরাট কামেল লোক মনে হইতাছে...... :grr:
আমারো তাই মনে হয়. :grr: :grr:
ছোটবেলা থেকেই বন্ধু বান্ধবদের ইয়েদের জন্যে গিফট কেনার সময় সাথে সাথে থাকি তো ......... তাই কিছুটা অভিজ্ঞতা হইসে আর কি... 😀 😀 😀
কেন ভাই, নিজেরটা?
আমি প্রেম করসি তোমারে কেডা কইসে ????
এত অভিজ্ঞতা নিয়ে নিজেই প্রেম করলেন না :no:
:frontroll:
বস, ৫৬'' টিভির একটা বাক্স যোগার কইরা সেইটার মধ্যে নিজে প্যাকেট হইয়া চইলা যান ;;;
:just: :khekz: :khekz:
আমার বান্ধবী বলল, তুমি গিফট দিতেই হবে এটা কে বলল। কখনো কিছু ভালো লেগে গেলেই আমার জন্য কিনে ফেল। আর প্রতিদিনই তো আমাদের ভালোবাসা দিবস।
:dreamy: :dreamy: :dreamy:
মেয়েরা চকলেট খুব ভালু পায় বলিয়া জানি ...
🙁 🙁 🙁
গিফট দেয়ার কেউ নাই 🙁
অবশ্য এক দিক দিয়া ভাই বাইচা গেসি 😀 গিফট দেয়ার মত ঝামেলাও নাই :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ইনডোর কোন প্লান্ট দিতে পারো।
অফ টপিকঃ আমিও এইবার সেই গিফট দিচ্ছি কিনা 🙂
ইনডোর প্ল্যান্ট...... যাক ঘরের মইধ্যে তাইলে একটা জেসিসি ঢুকলো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz:
পোট্রেট দেয়া যায়(চিটাগাঙ্গে ৫০০ টাকায় করা যায় এমন পরিচিত দোকান আছে)
মেলিতা ভাবী,আপনার দেবর আল মাহমুদ ভাইর সাথে কয়েক দিন আগে নেভীর একটা শিপে গিয়া অনেক গল্প করলাম।
কি বললো সে? অনেক ব্যস্ত এখন ও, যতদুর জানি
পোলাপান কতো আধুনিক হইয়া গেছে। ব্লগে গিফট উপদেশ চায়
দেশের সাথে তাল মিলিয়ে যুগ এগিয়ে যাচ্ছে বস :grr:
আমিও কিছুই খুঁজে পাই না... দেখি কাল একবার শহরে যাব, মইনুল ভাইয়ের আইডিয়া গুলো পছন্দ হয়েছে ...
ভাঈয়া তুমি ফিলিপ্স বাত্তি দিয়া দেখতে পারো ;))
তাইলে তো মেহেদী ভাইকেই ফিউজ করে দিবে আঁধার ভাবী। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চারাগাছ তোর খবর আছে 😡
দি, তুমি মইন ভাইকে কি দিচ্ছো সেইটা কও!!!! শুঞ্ছি তুমি নাকী কিপটামী শুরু করছো আজকাল। 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বাত্তি বুত্তিতে মনে হয় কাজ হবে না, টেনশনে আছি ~x( ~x(
মেহেদী ভাই, আপনি একটা উইকেন্ড নিতে পারেন, এইটা একটা মহার্ঘ্য গিফট। জেনে শুনে কেউ হাঁটুবাহিনীতে যাই ~x( ~x( ~x( :(( :(( :((
হায়রে,হাঁটু গুলার কি দুর্গতি! 🙁
ভালাই আছি,মগজ দিয়া চইলে.. :-B .নাকি কন আঁধার্ভাবী? O:-)
মেহেদী ভাই এইতো পাইয়া গেলা, উপায়!!! ;;;
ছোট্ট কার বোন দেখে হবেনা? ;;)
বেটা সেঞ্চুরিয়ান মানিকাছিবপিন্টু, তুমি ডেল ক্যাফেতে কুন কুন ছুড বন্দুরে সলিড মেকানিক্স শেখাও,কয়া ফেল তো :grr: :grr: :grr:
~x( নাহ,খবর গুলা পুরাই 'তিল' থেকে 'তরমুজের' মত ছড়াইতেছে :(( ।আল্লাহ তুমি মি আমারে দেখ না.. 😕 .।।
ইয়ে আফা.... :-B ......সলিড মেকানিক্স কাকে বলে?আগে আমারে শিখান,আমি কমু আপনি শিখাই দিছেন :-B
আমার সময় ইইই-র কোর্সে সলিড মেকানিক্স ছিল না, সুনেছি সুদূর অতীতে ইইই-তে মেকানিক্স পড়ানো হত। এখনো মনে হয় ইইই-তে কোন মেকানিক্স পড়ানো হয় না 😐
:boss: বসাফা (বস+আফা)+বসভাবী (বস+ভাবী) :boss: ,আমরা সলিড মেকানিক্স পড়ছি পুরা দুই টার্ম,ইইই-তে পড়ায় না, 🙁 আর্কি তে পড়ায়. :shy: ..ছুট্টুবুন্ধু গুলার দরকার হইলে বিনা ফি তে পড়ায় দিমুনে :-B
:-B 😮
:))
আমি সাজেশন দিতে পারি।
আপনার আসলেই কিচ্ছু দিতে হবে না, প্রতি দিন একটু ভালবেসে মন থেকে তার সাথে কথা বইলেন, তাহলেই উনি খুশি হয়ে যাবেন, আই ক্যান বেট।
আবীরদার পয়সা বাঁইচা গেলো। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্যান মোবাইল বিলটা তুই দিবি ???
কথা কইতে মোবাইল বিল লাগে না... কি কস চাওয়ালা...?? স্বপ্নে মন খুলে কত্ত কথা বলা যায়... :dreamy: :dreamy: :goragori: :goragori:
😮 :-B ও, বুঝছি, ক্লিয়ার হইছে কনফিউশনগুলা =((
মেহেদী ভাইয়ের সাথে একমত :grr:
মেহেদী ভাই আমাগো মনের দুক্ষুগুলান কেউ বুঝল না :((
এই জীবন রাখুম না :bash:
ভাইরে, তোমাদের চেয়েও আমাদের দুঃখ বেশি :((
আসলে ভাইয়া, গিফট ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে। আপনি যদি হেভ্ভি মালদার পার্টি হন তাহলে হোয়াইট গোল্ডের পায়েল কিনে দিতে পারেন, দেখবেন মেয়ে লগে লগে আপনারে জড়ায় ধরবে খুশিতে। আর যদি আপনি আমার মত আম-জনতা হোন মানে কম খরচে ভালো-মজবুত-টেকাসই গিফট দিতে চান তাইলে জাস্ট চারটা জিনিস দেন-
১। একটা চিঠি : মধ্য রাতে চিঠিটা লিখবেন খুব আবেগ নিয়ে। মেয়ে ছেলে উভয়েই চিঠি পছন্দ করে কারন চিঠিতে স্পর্শ লুকান থাকে।
২। একটা কার্ড : একটা হলমার্কসের কার্ড কিনেন। কার্ডের উপর ভালো কিছু রোমানটিক কথা লিখেন। যেমন লিখতে পারেন-
" ঐ আকাশের নীল ছুয়ে-
পরছে ভালোবাসা চুয়ে চুয়ে
দু'হাত ভরে দিলাম তুলে-
মাখিস কলিজায়।"
নিজের আবেগ দিয়ে কিছু লিখেন বা ভালো কোনো প্রেমের কবিতার ২/৪ লাইন দিতে পারেন।
৩। একটা ডল : মোস্টলি সবাই টেডি বিয়ার কিনে আপনি টেডি না কিনে এনজেল টাইপ কিছু ডল আছে ঐগুলা একটা কিনতে পারেন। বা ধরেন দুইটা ডল একটা দোলনায় বসে আছে এরকম কিছু পাওয়া গেলে কিনতে পারেন।
৪। চকলেট: ২০০ টাকার ভিতরে চকলেটের কিছু প্যাকেট পাওয়া যাওয়ার কথা। এরকম একটা কিনতে পারেন (অল্পবয়সী মেয়েরা চকলেট আইসক্রিম আচার এসব লাইক করে) ।
মোটামোটি একটু দেখেশুনে গিফট করলে দেখবেন ভাবি হেভি খুশি হবে এবং আগামী ৩ মাস যা চাইবেন তাই পেয়ে যাবেন। 😛
ধন্যবাদ সবাইকে।
আরিইইইই খাইছে..... :boss: :boss: :boss:
বস এইডা কম বাজেট 🙁 🙁
আচ্ছা গিফট করার দরকারটা কি? :grr:
পুরা একমত সহমত এবং ঐ :thumbup: :thumbup: :thumbup:
বেডা কিপটা 😛
@ রাব্বী ভাইয়া, একটা চিঠির দাম আর কত পড়বে বলেন? একটা কার্ড পাওয়া যাবে ১০০ টাকায়। ডল ৫০০ টাকা আর ধরেন চকলেট ২০০ টাকা। হাজার টাকাত ভাই প্রেমিকার লাইগা খরচ করন লাগবই। নাইলে কি আর পরের তিন মাস যা চাওয়া তাই পাওয়া যাবে নাকি???
@মাহমুদ ভাই,
আপনি মেইবি প্রেম টেম করেন না ... তাই বুঝেন নাই প্রেমিকার কাছে প্রেমিকের চাওয়া কি? যাকে বুঝানোর মানে হায়দার ভাইয়া ঠিকি বুঝছে। 😛
:guitar: ভাই তো পুরাই,ভ্যালেন্টাইন গিফট বিশারদ! 😡 !! নিজ অভিজ্ঞতা থেকে লিখছেন নাকি দৈনিক 'পেরথম আলু' থেকে মাইরা দিছেন??? :-B =)) :grr:
ইয়ে বস,মাইন্ডক্স খাইয়েন না,দুষ্টামি করলাম 😕 :frontroll: :frontroll:
পেরথম আলুরে পুড়ায় ভর্তা বানাইতে মঞ্চায় ;;)
=)) :grr: :khekz:
বইয়ের উপর উপহার হয় না কিছু। বই দিয়েছেন আশা করি। 🙂 🙂
সহমত। হ্যারি পটার :dreamy:
ভাবীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ|+আফাআআআআআআআআআআআআ,আমার মনের মত কথা কইছেন, :goragori: এই এক কমেন্টেই আপনে আমার বস হইয়া গেলেন, :boss: দাঁড়ান,আপ্নার সাথে যেদিন সাক্ষাৎ হবে, :dreamy: হ্যারি পটার নিয়ে নৈর্ব্যক্তিক প্রতিযোগিতা লাগমুনে :-B দেহি কে জেতে B-)
আমি হ্যারি পটার খুউউব ভালা পাই 😡 :-*
দাঁড়াও, তাইলে আর একবার রিভাইস দিয়া নেই :goragori: