নীলা

“এই তুই আমার মাথায় মারলি ক্যান?”খাইছে!ক্ষেপছে!কিছুই করি নাই।খালি দুষ্টামি করে ওর মাথায় একটা চাটি মারছি।ধ্যাত,বিকালটাই আজ মাটি হয়ে গেল।খুব রাগলে ও তুই-তোকারি শুরু করে।

“আমি বলছি না,আমার মাথায় কখনো মারবে না!আমার মাথা ব্যাথা করে।”ওর সাইনোসাইটিস আছে জানতাম,কিন্তু দুষ্টামি করে চাটি মারার জন্য মাথা এত ব্যাথা করার কথা না,যার জন্য রেগে টং হতে হবে?

টিএসসির ক্যাফের পাশে দুজন পাশাপাশি বসে আছি।ওর হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে আদর করতে লাগলাম।যা রাগছে!বছরে খুব হলে তিন থেকে চার দিন নীলার সুন্দর মুখটা দেখতে পাই।দুজন বাংলাদেশের দুই প্রান্তে থাকি কিনা!এই সময়টুকু অভিমানে নষ্ট হোক চাই না।

আস্তে আস্তে বলি,”সরি,লক্ষী,আর হবে না।”ও আমার কাছে আর একটু ঘেঁষে বসে।ওর উষ্ণতায় আবার হারিয়ে যাই।

কোন এক মনীষী বলেছিলেন,”কেউ যদি ১০ বছর আগে মরতে চায়,সে যেন সিগারেট খায়;কেউ যদি ২ বছর আগে মরতে চায়,সে যেন মদ খায়;আর কেউ যদি প্রতিদিন মরতে চায়,সে যেন কোন মেয়েকে ভালোবাসে।”আমার এই প্রতিদিন মরে যাওয়াতে আমি যেন স্বর্গের সুখ পাই।ওর উষ্ণতায়ই যেন মরতে পারি,সে প্রার্থনাই করি সবসময়।

“এই শোন,আমার না গত এক মাস ধরে মাথা খুব ব্যাথা করে।”

“এত দিনের কথা,আর তুমি আমাকে আজ বলছ?”..আমি বিস্মিত হয়ে বলি।”চল,কালই তোমাকে ডিএমসি নিয়ে যাব।আমাদের কলেজের রাশেদ আছে।ওকে বললে সব ম্যানেজ করবে।”আমি রাশেদকে ফোন করে দেই।

(চলবে..)

৩,৩১৫ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “নীলা”

  1. জাবীর রিজভী (৯৯-০৫)

    গত চার দিনে ৩ টা কবিতা পোষ্ট করে বুঝতে পারলাম সংখ্যাগরিষ্ঠ মানুয় কবিতা পছন্দ করে না।তাই এক্সপেরিমেন্টালি লেখাটার কিছু অংশ দিলাম।যদি সবার ভালোলাগে,তাইলে ধীরে ধীরে বাকি অংশ লিখব।

    গল্পটার অধিকাংশ আমার জীবন থেকে নেয়া।

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    জাবীর ভাই, ইতা কিতা করিলেন, মাঝ রাস্তায় গাড়ি বন্ধ করিলেন কেন???????/
    পরের পর্বের অধীর অপেক্ষায় রইলাম :hatsoff:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. শার্লী (১৯৯৯-২০০৫)
    দুজন বাংলাদেশের দুই প্রান্তে থাকি কিনা!এই সময়টুকু অভিমানে নষ্ট হোক চাই না।

    আহারে বেচারা খুলনায় থাকেতো তাই বেশি দেখা হয় না, তাই না রিজভী ;;; ;;;

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।