ইসসিরে……ঢাকায় গ্যাস নাই

ইসসিরে, ঢাকার বাসায় গ্যাস নাই। এখন সেহরি ইফতার কেমনে খাই!!!
(ঢাকায় আগমণের পর মালসিংহ ফয়েজ ভাইয়ের বোধদয়)
বিঃদ্রঃ চিন্তা করবেন না ফয়েজ ভাই, সামিয়া আপনাকে সেহরির জন্য ডিনারপ্যাক আর মাম পানির বোতল দিয়ে দিবে।

২,০৫৯ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ইসসিরে……ঢাকায় গ্যাস নাই”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ঠিক সামিয়া.............ফয়েজ মাত্র চট্টগ্রাম থাইক্কা হিজরত কইরা ঢাকা আইতাছে! এই সময় ওর পিছনে লাগাটা কুনুমতেই সইয্য করমু না!!

    চলো শ্লোগান ধরি,
    "ফয়েজের বাসায় গ্যাস নাই কেন, তিতাস গ্যাস জবাব চাই"


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    ইসসসসসসসসসসসসসসিরে....ঢাকায় ক্যান আইলাম....চিটা গাং ই ভালা ছিলো...পানি ছিলো গ্যাস ছিলো..বদ পুলাপানের জ্বালা ছিলো না....


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  3. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    পার্বত্য চট্টগ্রাম এবং অদিবাসী সম্পর্কিত জমজমাট আলোচনাএ আমার মেয়ের গুরুত্বপূর্ণ মতামতের কথা কেউ উল্লেখও করলো না,

    হুম, লন্ডনেও অনেক মারামারি হচ্ছে

    :((


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।