বাসে একদিন

ছাত্র ভাড়া দেয়ার অভ্যাস আমার কোন কালেই ছিল না :clap:
২০০১ সালের ঘটনা :-B
আমি ক্যাডেট কোচিং করছিলাম টাংগাইলে । আকস্মিক ছুটি পেয়ে ৩ দিনের জন্য বাসায় যেতে হল । ছুটি শেষে টাংগাইল ফেরার পথে এলেঙ্গা থেকে বাসে উঠলাম । মাঝামাঝি একটা সিট পেয়ে বেশ ভাল লাগল :guitar:

মাঝে মাঝে কিছু স্মার্ট কন্ট্রাক্টর আছেন যারা ছাত্র ভাড়া দিতে গেলে আইডি কার্ড চেয়ে বসেন । দেখা যায় কিছু টাকা কম দিতে গিয়ে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় 😡
পরে মান সম্মান নিয়ে টানাটানি আর কি ~x( ~x(

আমার দুই সিট সামনে লুঙ্গি পরা, বয়সে আমার চেয়ে বড় একজন লোক বসেছিল :teacup:
এলেঙ্গা থেকে টাংগাইলের ভাড়া ১০ টাকা । যথারীতি কন্ট্রাক্টর এসে ওই লোকটির কাছে ভাড়া চাইলে তিনি ৫ টাকা বের করে দিলেন । ভাড়া অর্ধেক দেয়ায় স্বভাবতই প্রশ্নোত্তর পর্ব শুরু হল :duel:
কন্ট্রাক্টরঃ কি ব্যাপার, ৫ টাকা কেন ?
ভাড়া তো দশ টাকা ।
লোকটিঃ কেন ছাত্র ভাড়া তো ৫ টাকাই
এই রুটে নিয়মিত যাতায়াত করি (ব্যাপক কনফিডেন্ট)
কন্ট্রাক্টরঃ কিসের ছাত্র আপনি ?
লোকটিঃ কলেজের
কন্ট্রাক্টরঃ কোন কলেজের ?
লোকটিঃ কুমুদিনী সরকারী কলেজ
কন্ট্রাক্টরঃ তাই
:khekz:

তারপর আর যায় কোথায় । কন্ট্রাক্টর ঐ লোকটাকে হালকার উপর ঝাপসা একটা ধোলাই দিলেন :chup:
বাসের যাত্রীরা তখনো বুঝতে পারি নাই আসলে কি ঘটেছে । সম্ভবত লোকটি একটা কলেজের নামই জানত (বিখ্যাত কিনা) কিন্তু দূ্র্ভাগ্যবশত সেটা ছিল মহিলা কলেজ 😛 😛 :frontroll: :frontroll:

৩২ টি মন্তব্য : “বাসে একদিন”

  1. রকিব (০১-০৭)

    সম্ভবত লোকটি একটা কলেজের নামই জানত (বিখ্যাত কিনা) কিন্তু দূ্র্ভাগ্যবশত সেটা ছিল মহিলা কলেজ

    :khekz: :pira: :goragori: :))


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    কিরে তোর তো দেখি টুপির তলে চটি রে!
    (আমাদের শাহেদকে সিনিয়র কিশোর ভাই কৈযাচ্ছে জিজ্ঞাসা করলে শাহেদ যখন বলল যে হাউস মস্কে নামাজ পড়তে যাচ্ছে তখন কিশোর ভাই এই উত্তর দিয়েছিলেন 😮 😮 😮 েইখানে ব্যবহার করার লোভ সাম্লাইতে পারলাম না :shy: )

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।