মেয়ে, আজ তোমায় বলবনা কিছু

মেয়ে আজ তোমায় আমি কিছুই বলবনা,
শুধু আসর খালি হয়ে গেলে,
শেষ মোমবাতিটাও যখন নিভে যাবে,
আমি একাকী ওই চাঁদটার সাথে জেগে থাকবো।
তুমি ক্লান্ত হয়ে তোমার বালিশে মাথা রেখো।

অনন্ত গহীনে তলিয়ে দেখতে বলবনা তোমাকে
ভালবাসার ঠিকুজী।
আমি অসময়ে ডাকবনা তোমাকে,
তোমার স্বপ্নলোকে ডুবে থাকো তুমি।
তুমি ফিরেও তাকাবেনা জানি,
সহস্রবার ডাকলেও।
তাই ডাকবনা আমি আর,
মুঠোফোন, কিংবা অন্তর্জালের মায়ায়
আমি জড়াবোনা তোমায়।

মুখবই খুলে যত খুশি স্বপ্ন এঁকো তুমি,
সমস্ত দিন নির্ভাবনায় থেকো,
ভয় নেই মেয়ে,
আমি আর জ্বালাবোনা।
শুধু একাকী ওই চাঁদটার সাথে জেগে থাকবো,
একাকী আমি অপেক্ষায় থাকবো।

২,৩৭৮ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “মেয়ে, আজ তোমায় বলবনা কিছু”

  1. সাইদুল (৭৬-৮২)

    মুখ বই এর জায়গায় ফেস বুক দিলে কী খুব খারাপ লাগতো? অনেকদিন ধরে কিছু মানুষ মুখবই শব্দটা চালু করার চেষ্টা করছে কিন্তু মুঠো ফোন টিকে গেলেও মুখ বই টিকবে বলে মনে হয় না।
    কবিতা ভালো হয়েছে।


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  2. লুৎফুল (৭৮-৮৪)

    শেষ মোমবাতিটাও যখন নিভে যাবে ...
    জেগে থাকবো আমি রাতভর তবু
    সাথে শুধু ওই চাঁদ থাকবে
    নির্বিবাদ সখ্যতায় নিভু নিভু
    সেই সে সকাল অব্দি ...
    খুঁজে জীবন পাতন লব্ধি !

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    "তুমি ফিরেও তাকাবেনা জানি,
    সহস্রবার ডাকলেও।
    তাই ডাকবনা আমি আর"
    - কেন ভাই, কি এত অভিমান?
    কবিতা হিসাবে ঠিকই আছে কিন্তু বাস্তবে আমি কিন্তু কথা বলার পক্ষপাতি। যত অপ্রিয় হোক, যত অপছন্দের হোক - আমার প্রেসক্রিপশন হলো, কথা চালিয়ে যাও।
    চুপ করে থেকে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে কথা বলে ভেঙ্গে যাওয়া ভাল।

    কিছু না বলার সবচেয়ে বড় রিস্ক হলো, এটা শোনা, "...যদি তাই হয়, তুমি তখন তা বললে না কেন?"
    কি হবে এর উত্তর???


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।