তখন সম্ভবত আমরা ক্লাস টেন এ। অলরেডী আমি আর আমিন ওমর ফারুক হাউসের ক্লাস টুয়েলভের টার্গেট। এর আগে আবার একদিন হাসান স্যার আমাদের ডেকে নিয়ে থ্রেট দিসেন যে আমরা নাকি হাউসকে ব্যাকগিয়ার দিচ্ছি (ব্যাকগিয়ার হলো : ইচ্ছে করে কম্পিটিশনে খারাপ করা। ক্লাস টুয়েলভের সাথে আমাদের রেশারেশি ছিল বলে ক্লাস টুয়েলভ ধারনা করতো আমরা ইচ্ছে করে হাউস কম্পিটিশনে খারাপ করতাম)। আমাদেরকে উনি হাউস থেকে বের করে দিয়ে হাসপাতালে রাখবেন ।
সেই সময় আবার ওমর ফারুক হাউস চ্যাম্পিয়ন হওয়ার পথে । সো আমরা বেশ ভালোই চাপের মধ্যে ছিলাম। ক্লাস টুয়েলভের ইসমাইল ( মনে হয় সে তখন হাউস প্রিফেক্ট ), সোহেল, বদর আমাদের ডেকে নিয়ে বেশ ভালো করে শাসিয়ে দিলো । আর আমার এবং আমিনের টার্গেট ঠিক করে দিলো ত্রিশের মধ্যে আসার। আমরা ক্রস কান্ট্রি এর দিনে ভাবলাম যে একটু আগে আগে থাকা দরকার । না হলে আবার ঝামেলা করবে টুয়েলভ। তাই বেশ সিরিয়াসলি প্রথম থেকেই দঔড়ানো শুরু করলাম। প্রথম দিকে ভালোই যাচ্ছিলাম। ফেরার পথে আমরা আলোচনা করছিলাম যে যাক মনে হয় প্রথম দিকেই আছি। পথে সাইদ স্যারকে দেখলাম ছবি তুলছেন । আমরা ভাবলাম গুল্লি মারি ক্রসকান্ট্রি এর। স্যারকে বল্লাম আমাদেরও ছবি তুলতে। স্যার বললেন একটু পিছনে যাও । আমরা পিছনে গিয়ে হেলেদুলে পোস দিয়ে দোউড়িয়ে এলাম। এরমধ্যে এনাম ভাই দেখে ফেলল যে আমরা নাকি পেছনে যাওয়ার জন্য উল্টো দিকে দোউড়াচ্ছি। যথারীতি আবার আমাদের বিচারের মুখোমুখি হতে হলো ক্লাস টুয়েলভের কাছে হাউসকে ব্যাকগিয়ার দেয়ার দায়ে…….
২৭ টি মন্তব্য : “ব্যাকগিয়ার……”
মন্তব্য করুন
মান্নান ভাই, এখন ট্রাই করে দেখুন। আপলোড করতে পারবেন।
সাতেও নাই, পাঁচেও নাই
ছবিতো আপলোড করতে পারলাম কিন্তু পোস্ট এডিট করতে পারছিনা । তাই কমেন্টের মধ্যেই যোগ করে দিলাম।
জিহাদ, ছবি কমেন্ট বা পোস্ট কোথাও দিতে পারছি না । একটু হেলপ করো ।
আমি দৌড় দিয়া ইফতার টা নিয়া আসি। তারপর 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ। তোমার জন্য একটা আইসক্রিম বরাদ্ধ করলাম ।
এরই নাম ব্যাকগিয়ার...
আঁই ও ফোটুক তুইলতাম ছাই... 😀
লেজে হোমো এর ফটো তো দুনিয়ার তাবৎ ট্যাবলয়েড পত্রিকার প্রথম পাতার বিষয় .......
মাগার অহন তো কেউ তুলে না, কয় আমার নাকি বেইল কইমা গেছে :((
বাঙ্গালির ফটু তুলার খায়েশ আর গেলনাহ!ফায়ারিং স্কোয়াডে লয়া যাওয়ার সময় ফটু তুলতে গেলেও হাইসা পোজ দিবো হ্যাতেরা... 😀
সাথে 'ভিক্ট্রি' সাইন!!!
মাশ্রুফ তোমার দন্ত বিকশিত হাসি দেইখা বুঝা যাইতাসে ছবি তোলার ব্যাপারে তোমার খায়েশ কিমুন!!!!
সাব্বির ভাই এইডা ঠীক না।আপনে প্রত্যেকডা পুস্টে বাইছা বাইছা আমার কমেন্ট গুলা নিয়া আমারে পিন মাইরা আসেন।বুজছি।আপনেরে বিয়া দিতে হইব অতি সত্ত্বর।তাইলে ভাবিজান্রে নিয়াই বিজি থাকবেন পিন মারার টাইম পাইবেন না।
বুদ্ধি খারাপ না, বিয়ে দিলে বউ দাঁত( বিষদাঁত সহ) সব ভেন্গে দিবে ......
জিগাইতে চাইছিলাম তথ্যটা বই থেকে দিলেন নাকি নিজের জীবন থেকে...
সিনিয়র ভাই কি মনে করবেন তাই আর জিগাইলাম না...!!! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
ছবিটা দিলেন না বস??
ছবিটা আপলোড করেছি কিন্তু লিংক ইনসার্ট করতে পারছি না ।
এখন হৈছে। 🙂
ক্রসকান্ট্রি তে আমার রেকর্ড, জীবনে লাস্ট হইনাই।
প্রত্যেক বার আমার পর ২/৩ জন বাকী থাকত।
অমুক ভাই, সাব্বির রে লেম্বু পানি দিয়া যান... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওই মিয়া সেহরি খায়া ঘুমাইতে যান। এত রাইতে নেট এ কি?লাইটস অফ বেল সেই কখন পইড়া গেছে...
বিলাডি!
সিনিয়ররে দাবড়া দাও...
শারীরিক ভাবে পিছিয়ে থাকলে কি হবে?
মানসিক ভাবে আমি কিন্তু তোমার সিনিয়র... x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=))
এই ছবি তো আমাদের মিরাজ এর ...। বিসিসি র ছবি নাকি? 🙁
ফোটুক দেইখা আমার তো আবার হাউস কালার ভেস্ট পৈরা দৌড়াইতে ইচ্ছা কর্তাচে। :((
:)) :)) :))