আব্বু-আম্মু দেখে বেশ খুশি মনে হচ্ছে। আমিও যে খুশি না তা নয়। মাথার ভেতর ঘুর পাক খাচ্ছে কি হয়? কি হতে পারে? এই সব প্রশ্ন। প্রশ্ন গুলো আসাই স্বাভাবিক। জীবনে প্রথম বারের মত আব্বু-আম্মু কে ছেড়ে থাকতে যাচ্ছি। তাও বাসার ধারে কাছে না, সেই সুদূর বরিশালের রহমতপুর গ্রামে ‘বরিশাল ক্যাডেট কলেজ’ নামে এক উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে।
নির্ধারিত দিন দুপুর ২টার দিকে আমাদের জন্য কলেজের গেট খোলা হবে। আব্বু,আম্মু আমাকে নিয়া ২টার বেশ কিছু আগেই পৌছে ছিল। মেইন গেইটের সামনে অন্য সবার সাথে কিছুক্ষণ আপেক্ষা করলাম। দিনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ন। আজকে যদিও খুব কষ্ট হচ্ছে ওইদিন ঠিক কি কি ঘটেছিল তা মনে করার জন্য। তবুও খন্ড খন্ড অনেক চিত্র ভেসে উটছে চোখের সামনে। ৩৬” কালো রঙ্গের ট্রাঙ্ক হাতে আব্বু সামনে হাটছে, আমি আম্মুর সাথে এগিয়ে যাচ্ছি কৌতুহল ভরা দৃষ্টি নিয়ে। কলেজ কে সাজানো হয়েছে নানা রঙ্গের পতাকা দিয়ে। বেশ ভাল লাগল প্রথম দেখায়। মনে একটা চিন্তা ছয় বছরের জন্য বন্দী হয়ে যাব? কবে শেষ হবে এই ছয় বছর?
এখন মনে হচ্ছে ঐ ছয় বছরই ছিল আমার জীবনের দ্রুততম সময়। আমি জানি আরো অনেকে আমার এই কথার সাথে সহমত প্রকাশ করবেন।
দুররর,,, কি লিখতে গিয়ে কি লিখছি :bash: । আসলে আমার এই লেখার উদ্দেশ্য আমার কলজের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে না। বরং দিন টি নিয়ে। হ্যাঁ, ১৯৯৫ সালের ৩০শে এপ্রিল আমরা কলেজে জয়েন করেছিলাম। আগামী কাল ৩০শে এপ্রিল ২০০৯, ১৪ বছরে পা রাখছে ৯৫ ইনটেকের ক্যাডেটরা।
শুভ জন্মদিন ৯৫ ইনটেক ! :guitar: :guitar:
শুভ জন্মদিন দোস্তরা !! :tuski: :tuski:
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ জন্মদিন ৯৫ এর সকল ভাইয়া-আপুকে :party: :party:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চা খাওয়া সবাই কে :grr: :grr: :grr:
:teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অই কই গেলি সব? পরশু বিকালে TSC তে চলে আয়। :gulli2:
:just: আড্ডা হবে। গপ্প করতে করতে পিরা মিরা যামু। :gulli:
আমি আছি :awesome: :awesome: :awesome:
দাওয়াত দিলেন্নাকি? খেখ খাওয়া হবে? :party: আমি কিন্তু কাছাকাছি থাকি। চইলা আমুনে। :party:
:just: হ্যাপি বার্থডে ৯৫ ইনটেকের সবাইকে 😡
৯৫ এর সকল পোলাপাইনকে শুভেচ্ছা :clap:
সাব্বিরতো লেখছে, ফরিদরেও দেখি, জুনায়েদ, আরিফ, শাওন এরা যে কই গেছে 😡
২১শে মে আমরা ১৭ বছর পুরা করুম 😀 আমাগোরেও আগাম শুভেচ্ছা 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
বর্ষপূর্তির শুভেচ্ছা '৯৫ ব্যাচকে।
কাইয়ূম ভাই
জন্মদিন উপলক্ষ্যে '৯৫ ব্যাচের সবাইরে একটা গ্রুপ রগড়া দিলে ক্যামন হয়? 😉
ফল ইন করামু নাকি সব গুলিরে? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:grr: :grr: আবার জিগায়!
বার্থ নাইটে ৯৫ এর ফুল ব্যাটালিয়নরে পাঙ্গাইলে খারাপ হয়না, কি কস :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
হ, ভাইয়া আমি লেখা দিয়া মনে করাইয়া দিছি, তাইলে আমি তো বাদ। 😀
বাকি সবাইরে ফলিন হইতে বলি ভাইয়া?? :grr: :grr:
১৭ বছর?আপনে তো দেখি আমাগো দাদার বয়েসি!!!! :-B
শুভ জন্মদিন ৯৫ ইন্টেক এর ভাইয়ারা :clap: :party:
ঐ 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
শুভ জন্মদিন ৯৫ ইনটেক !
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
:party: :party: :party: বাড্ডে আমাদের !! :tuski: :tuski:
ওহহ॥ দেরী করে ফেলসি। হ্যাপি বাড্ডে ~x( :hatsoff: :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
হ্যাপ্পি বাড্ডে ...
'৯৫ ব্যাচের সবাইকে শুভ জন্মদিন। :party: :party: