নির্ধারিত দিনে ক্যাডেট কলেজ ক্লাব ফাঁকা না থাকায় স্থান নির্ধারিত হয়েছে: স্টার রেস্টুরেন্ট , ধানমন্ডি ২।
দিন: ২৮ অগাস্ট, বৃহস্পতিবার, বিকেল পাঁচটা।
এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি।
যে কোন রকমের যোগাযোগের জন্য নিচে কনট্যাক্ট নম্বর দেয়া হল:
কামরুল হাসান: 01912856797
রবিন (প্রিন্স): 01711506701
রায়হান আবীর: 01670414782
জিহাদ: 01717295204
*গেট টুগেদার সংক্রান্ত খবরাখবর এই ব্লগেই আপডেট করা হবে।
আইতে পারুম না, মিস হয়া গেল।
:(( :((
ভাই এইভাবে কানতে হয়না। জুনিয়র সব হা করে আপনারে দেখতেসে 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
হে খোদা, ২৮ তারিখ দুপুর থেকে যেন ঢাকা শহরের উপরে তোমার রহমতের মেঘ উপুড় করিয়া তার সকল বৃষ্টি ঝরাইয়া দেয়।
হে খোদা, ঢাকা শহরের তাবৎ এলাকা যেন পানিতে পানিতে ভাসিয়া যায়। বিশেষ করিয়া ক্যাডেট কলেজ ক্লাব বলিয়া যেই জায়গাটা আছে, হে খোদা, বড়ই নাফরমানি জায়গা, ওইখানে সব বেদাতী কাজকারবার চলে, তুমি বিশেষ করিয়া ওই এলাকায় কাউরে যাইতে দিও না।
আমিন, সুম্মা আমিন। :grr:
www.tareqnurulhasan.com
হা হা হা =))
হে খোদা, তুমি তারেক ভাইকে শকুন বানায়াইয়া দাও। এবং আমাদিগকে গরু বানায়াইয়া দাও। অতঃপর আমাদিগকে মারিও না। 😀 আমিন ।
ওই মিয়া আপনে কেমুন সিনিয়র??ছুডু ভাইগো বদদোয়া দেন কেলা?
আসবো ইনশাআল্লাহ্......!!!!
ডেটেইলস জানতে চাই...!!!!
ভাইয়া এখানে আসলে ডিটেইলস এর তেমন কিছু নাই 🙂
সমাবেশ শব্দটা যদিও একটু ভারিক্কী শোনায়। কিন্তু এটা জাস্ট একটা ইনফরমাল আড্ডা হবে। আমরা এখানে এই ব্লগে বেশ অনেকদিন ধরেই একজন আরেকজনের সাথে পরিচিত। কিন্তু সামনাসামনি সেভাবে পরিচয় হয়তোবা নেই। এরমধ্যে প্রবাসী কয়েকজন ছুটিতে দেশে অবস্থান করছে। তাই এ সুযোগে যে কোন একটা বিকেলে হয়তোবা একত্রিত হয়ে পরিচিত হলাম, কিছুক্ষণ আড্ডা হলো। ব্যাস এইটুকুই। 🙂
আর যদি কোন আপডেট বা কিছু বলার থাকে তাহলে এই ব্লগ পোস্টেই সেটা আপডেট করা হবে।
সাতেও নাই, পাঁচেও নাই
ami ar topuvaiya ashbo insha allah.ki korte hobe
বোচকা গাট্টি বাইন্ধা রেডী থাকেন। রেডি গেট সেট গো বলার সাথেই সাথেই উসাইন বোল্ট এর মত খিচ্যা দৌড় লাগাবেন :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ,
কষ্টে বুকটা ফাইট্টা যাইতাছে......।
এই আড্ডা মিস করা মানে অনেক কিছু মিস করা...।
আমার এখানের প্রোগ্রামটা ও ঠিক ২৮ তারিখেই পড়ছে......
শয়তান মার্ফি'র বাচ্চা......।
পারলে আড্ডার ছবি আপলোড কইরো...। কষ্ট হইলেও দোয়া করি যেন এবারের টা হেভীছে জোসিলে টাইপের হয়...তাইলে এইরকম আড্ডা ভবিষ্যতে ইনশাল্লাহ আর হবে। আর সেইবার নিশ্চয়ই আর মিস করবোনা...।
শুভ হোক সি সি বি সমাবেশ।
অ্যাডমিন/মডারেটর,
অনেক অনেক ধন্যবাদ আমাকে সরাসরি লেখা পোষ্ট করতে পারার সুযোগ করার জন্য।
আহসান ভাই এইটা কেমন কথা??আমার গানশুনার কি হবে তাইলে?? :((
মাসরুফ,
কোই বাত নেহি...এই ২৮ তারিখ তো সিলেটে গাইতেই হবে কোন উপায় নাই...ভবিষ্যতে কোন এক ২৮ তারিখ তমার জন্য তুলে রাখলাম... 😀
ক্যাডেট কলেজের প্রোগ্রামে ক্যাডেট কলেজ ক্লাব ফাকা নাই 😮 আমার একটু জানতে ইচ্ছা করতেছে ওইখানে ওইদিন ওইটাইমে কি প্রোগ্রাম হবে।
ক্যাডেট কলেজ ক্লাবটা নাম শুনলে যেরকম মনে হয় আসলে সেরকম না। চাইলেই ক্যাডেটরা মিলে একটা গ্যাদারিং করবে ওখানে বসে সেরকমটা এত সহজ না। এই ক্লাবের মেম্বার হতে হলে আমি সিওর না...মনে হয় ৩৫,০০০ টাকা মিনিমাম লাগে। অনেক সিনিয়র ক্যাডেটরা যারা লাইফে প্রতিষ্ঠিত, তাদের জন্য বানানো। ভেতরে একটা সুইমিং পুল আছে, টেনিস আর স্কোয়াশ খেলার ব্যবস্থা আছে, আছে ব্যুফে খাবার, ছোট্ট একটা রেস্টুরেন্ট আর ওয়েইটারের সমারোহ। আপনি ক্যাডেট - এই পরিচয় যথেষ্ট নয়, মেম্বার হতে হবে। নাহলে বের করে দিতে পারে। তবে কোন মেম্বার রেফার করে দিলে তখন প্রোগ্রাম এরেঞ্জ করা যায়। কিন্ত্য ফ্লোর চার্জ দিতে হয় ৪০০০/৫০০০ টাকা। যাব, আড্ডা দিব, চলে আসবো, এই পারপাজে ওইটা বানালে তো হইসিলোই কাম! 😛
২৮ তারিখে এর সি সি বি সমাবেশ শুভ হোক।
হাজার হাজার মাইল দূর থেকে এই শুভকামনা আর আফসোস করা ছাড়া আর কিছু করার নেই...
🙂
সৈয়দ সাফী
ক্যাডেট কলেজের ক্লাবে ঢুকতে নাকি মেম্বার হওয়া লাগে? নাকি ঐটার আশেপাশে ঘুড়াঘুরি হবে?
😀
sobai khali ki sob ki sob koitache. magar ke ke asbo tai jana jachhe na. vai e ra kara kara asben hat tulen.
হাত না তুল্লে কি প্রব্লেম আসে? B-) কোন ধরণের প্রিএরেঞ্জমেন্টের তো কোন ব্যাপার নাই......নাকি? :-/
আমার মনে হয়, এই ব্লগে একটা কর্ণার করা যেতে পারে যেখানে উপস্থিতির ব্যপারটা নিশ্চিত করা হবে। অর্থাৎ, যারা সমাবেশে যাবে তারা নিজ দায়িত্বে ঐ কর্ণারে গিয়ে নিজের নাম লিখে আসবে। এতে করে যারা আয়োজন করছে ওদের জন্য সুবিধা হবে। তবে এই প্রক্রিয়ার জন্য হাতে সময় খুব কম কারণ আজ ২৬ তারিখ। মাত্র একটা দিন বাকি।
Anyway, অতশত বুঝিনা...সমাবেশ সফল হোক।
আচ্ছা আমি আর কামরুল হাসান ভাই আজকে স্টার কাবাব রেকি করতে গিয়েছিলাম।আমার মনে হয় ২৮ তারিখ ৫ টার একটু আগে ওইখানে ৪/৫ জন গিয়ে দুইটা টেবিল দখল করে ফেললে ভালো হয়।আর সবাই কষ্ট করে ৫ টার মধ্যে চলে এলে তো খুব ভালো,অন্ততঃ ২ ঘন্টা মজাসে ক্যাডেট কলেজের আলাপ করা যাবে।আমি এই ফাঁকে একতা মেনুও নিয়ে এসেছি...মোটামুটি ৫০ টাকা করে সবাই যদি আমরা আনি তাহলে বিকালের হালকা নাস্তাটাও(যেমনঃমোগলাই পরটা আর কোল্ড ড্রিঙ্কস)সেরে নেওয়া যাবে।
এ ব্যাপারে পরামর্শ আশা করছি সবার কাছ থেকে।
.. We will miss this event :))