কলেজ এর কাহিনির তো শেষ নাই। যাই হোক, প্রথম ব্লগ হিসাবে একটা ঘটনা বলি। কলেজ এর খুব বিরক্তকর কিছু বাশির আওয়াজ এর মধ্যে
আফটার নুন প্রেপ এর বাশি টা ছিল জঘন্যতম। আধো ঘুম, আধো জাগরনের মধ্য একাডেমীর উদ্দেশ্য রওনা হতাম। ৯৭’ এর ঘটনা, আমরা তখন ক্লাস নাইনে পরি।
হাফ প্যান্ট, হাফ শার্ট পরে রাজ্যের ঘুম চোখে নিয়ে হাউস থাকে বের হয়ে একাডেমীতে যাচ্ছি। শার্ট ইন না করা টা একটা কৃতিত্ত্বের ব্যপার। সুতরাং
শার্ট ইন করার কর প্রশ্নই উঠেনা। কিছু দূর যেতেই মুনতাসির ভাইয়ের ডাক। শরীয়তুল্লাহ হাউসের JP। “Sabbir, get back”। ঘটনা বুঝে না বুঝার ভান করলাম।
“কি হইছে, ভাইয়া?”। সে আমাকে শার্ট ইন করার হুকুম দিলেন। আর আমি তা করবনা। কোনো এক কারনে এই ব্যাচ এর JP দের সাথে আমার খুব বেশি খারাপ
সম্পর্ক ছিল। দোষ আমারই। আমি তাদের সহ্য করতে পারতাম না। যাই হোক আমি এবং মুন্তাসির ভাই এর তুমুল কথা কাটাকাটি চলছে। বেশ কিছুক্ষন পর আমি রাজি হলাম কিন্তু শর্তসাপেক্ষে। আমি হাউসে যাব তারপর শার্ট ইন করে আসব। মুনতাসির ভাই বললো আমি না ফিরা পর্যন্ত সে ওয়েট করবে। আমি হাউসে গিয়ে যতটা সম্ভব দেরি করে বের হলাম।
সমস্ত ঘটনা ডিউটি মাস্টার আব্বাস স্যার দূরে দাড়িয়ে দেখছিলেন। সেটা আমি জানি না। আব্বাস স্যার ছিলেন প্রচন্ড সন্দেহপ্রবন। আতিরিক্ত মাত্রায়। স্যার কে কেউ সালাম দিলে বলতো, “এম্নেই সালাম দিলা?নাকি কনো উদ্দেশ্য আছে?”। যাই হোক, আমি হাউস থেকে বের হলাম শার্ট ইন করে।মুনতাসির ভাই আমাকে দেখে চলে গেল। আমি আস্তে আস্তে এগুচ্ছি একাডেমীর দিকে অমনি আব্বাস স্যার তড়িঘড়ি করে আমার কাছে আসল। যে কথা টা উনি আমাকে বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলামনা।
সে কানের কাছে এসে বলল”এই ছেলে, underware পরো না কেন?এখন থেকে সব সময় underware পরবা, তাহলে পুনরায় হাউসে যেতে হবে না”।
এই কথা বলে আমার উত্তর এর অপেক্ষায় না থেকে চলে গেল। স্যার এর এই মন্তব্য শুনে আমি তো আকাশ থাকে পরলাম। বেটা বলে কি? ঘটনা বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগল। অতি সন্দেহপ্রবন স্যার ধারনা করেছেন আমি আন্ডারওয়ার পরিনি বলে শার্ট ইন করি নাই। এবং তার ধারনা আমি হাউসে গিয়েছিলাম “ওটা” পরে আসতে।
কি বিচিত্র মানুসের মন!!!!!!!!!
বিঃ দ্রঃ আমি কিন্তু ফার্স্ট টু লাস্ট আন্ডারওয়ার পরা ছিলাম, এই সংক্রান্ত কোনো কথাই মুনতাসির ভাই এর সাথে হয়নি।
(আমার ফার্স্ট লেখা। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল)
আমি কিন্তু আব্বাস স্যারের মত সন্দেহপ্রবণ নয় তবুও কিন্তু আমার সন্দেহ হচ্ছে আসলেই ঐ জিনিস আপনি পড়েছিলেন তো ভাইয়া? লেখক হিসেবে স্বাগতম।
আমি জানতাম এই ধরনের প্রশ্ন উঠবে, তাই বিঃ দ্রঃ টা add করে দিছি।
@রায়হান
আমার ID হল sabbir8, ঘটনা হলো আমি আগে থাকেই wordpress এর মেম্বার। cadetcollegeblog এর জন্য আলাদা কোন মেম্বারশিপ ফর্ম ফিলাপ করতে হবে কিনা বুঝতে পারছিনা। any way, tankx rayhan.
লেখা সম্বন্ধে একটু পরে কমেন্ট দিব।
সাব্বির ভাই আপনাকে এড করতেছি। আরেকবার মেম্বার হওয়া লাগবে না...
আচ্ছা উপরের হেডারটা কেমন হইছে...কেউ কিছু বলল না তো...
আর কাম্রুল ভাই,
আপনার খবর আছে। অন্যরকমন ক্যাডেট কলেজ ৬ এর জন্য হাত তুলছিলেন মনে আছে। মিয়া তাড়াতাড়ি করেন।
পরের টা লেখার জন্য একজন লাইন ধরছে।
@ সাব্বির ভাই,
আপনাকে মেম্বার হিসেবে এড করা হয়েছে।ওয়ার্ডপ্রেস একাউন্টে লগ ইন করলেই আপনার ব্লগসমূহের আন্ডারে ক্যাডেট কলেজ ব্লগ শো করবে।
আর লেখা আপলোড এর নিয়ম দয়া করে নীতিমালা বিভাগ থেকে দেখে নেবেন।
আর লেখা জটিল হইসে। চালায়া যান 😆
@রায়হান
হেডার চেনজ্ হইছে খেয়াল করছি,কিন্তু কখন, কিভাবে হইল বুঝিনাই তাই কিছু বলিনাই। সুন্দর হইছে। লেখাটা বেশি ঝাপসা বলে পড়তে কস্ট হয়।
accha underwear pora na thakle ki baire theke bujha jaito naki je shirt in na kore thakte hoito?baire theke to "Normally" bujha jaoar kotha na unless...(censored)....
...... ami onek beyadob hoye gesi khali ulta palta chinta mathay ashe.....
acha blog er notun logo ta ei matro dekhlam.............durdanto!!!!
@sabbir bhai......Load Sheding niye apner comment poira ami hashte hashte goragori ditesi......Yaa Mabud eitao ki sombhob!!!!
ki ajob chiriyakhana ei Cadet College ta je pore nai se konodino bujhte parbena.....
সাব্বির ভাই,
বরিশাল ক্যাডেট এর দুই কিংবদন্তী নিয়া লিখছেন। এদের কথা কি আর কইতাম।
আব্বাস স্যারের সন্দেহ আর মুনতাসির ভাইয়ের সেই দশ হাত লম্বা জিনিসটার কথা আজীবন সবার মনে থাকবে। আমি মুনতাসির ভাইরে পাই নাই। কিন্তু হাসপাতালের হাসেম ভাই একদিন উনার টার বর্ণনা দিছিল। শুইনা রাতে ঘুম হয়নাই। 😀
মাশ্রুফ ভাইয়ের মতো আমিও ইদানিং বেয়াদপ হয়ে যাচ্ছি। 😉
লেখা অতি রসালো। চালিয়ে যান...
@abir...."shuina raat e ghum hoy nai" manee????
tor ghotona ki re tui ki PCC case naki?(Pabnar dostora maap koira dish...)
Naujubillah...........
Abir tumi to biyadop hoya gessaaaaaaooooooooo(Ilias Sir er Bhashay)
ar amare masrup daka bondho kor koilam..... ma-sh-roo-f....eita hoilo amar naam...bujsos bandor?
@মাশ্রুফ ভাই,
হুনেন তৎকালীন চিকি পোলাপাইনের কথা চিন্তা করে চোখাটা জলে ভিজে ঊঠেছিল। চোখের পানিতে বালিশ ভিজে একাকার। তাই সারারাত ঘুমাইতে পারি নাই...আপ্নি মিয়া অন্য সেন্সে নিলেন... 🙂
তয় একটা কথা মনে আইছিল। কিন্তু ঐ যে বেয়াদপ হইয়া গ্যাছি। তাই আর কইলাম না... 😉
চরম মজা পাইছি। আরও সব প্রবণতা নিয়ে আরও রসালো সব লেখা চাই।
ধন্যবাদ আবির,
হাশেম ভাই তো বরিশাল ক্যাডেট কলেজের খুব হিট একটা ক্যারেক্টার। ওনারে নিয়া মজার মজার ঘটনা আছে।আস্তে আস্তে লিখব সব। একটা শুধু বলি্......
উনি কারও নাম জানতে চাইলে বলতেন-"তোমার নাম, কী নাম??"
আমরা এটা নিয়া অনেক এক্সপেরিমেন্ট করছি। ফলাফল একই--- "তোমার নাম, কী নাম??"
হুম এইটা আমি কতিপয় ডায়ালগে এ দিসিলাম...
মাসরুফ ভাই, তাড়াতাড়ি বংলা টাইপিং এ স্পীড বাড়ান।ইংরেজিতে বাংলা পড়া খুব পেইন দেয়। আপনে মিয়া এই ব্লগের পুরান পাপী। আপনেও যদি এম্বা করেন 😉
ami bujtesi na amake ki member hote hobe ? or likhbo kivabe? can any one plz help?
হা কনট্রিবিউটর হতে হবে। আপনাকে ইনভাইটেশন পাঠিয়ে দেয়া হবে। মেইল চেক কইরেন।
ami ki mail address dibo?
আপনার ঠিকানায় ইনভাইটেশন পাঠানো হয়েছে। জিপির যেই মেইল এড আছে আপনার ঐটা তে...
@ সাব্বির ভাই,
লেখাটা মজাক দিল.........।। 😀
@ জিহাদ,
সুন্দররররররররর মার্কা হেডার বানাইসস ...। 😀
কিন্তু তুই কোনটা বুঝলাম না......সামনেরটা, পিছেরটা, বামেরটা নাকি ডানেরটা... 😉
হেডার আমি বানাইনাই বেটা।সামিয়ার আঁকা। আর রায়হান বাবাজী কাট পেস্ট মারসে এডিটর এ। এই হইলো কাহিনী...
তাই-ত বলি সামিয়া একা দাঁড়ায় আছে কেন.........। থাঙ্কু ফর সুন্দর মার্কা হেডার...।
bhai ami ekhono kono mail pai nai
সামিয়া খালি একা লিড নিতে চায়!!!ওই,গার্লস ক্যাডেট কলেজ এখন কয়টা তুই যে একা খাড়ায়া আসিস???
@robin ভাই- ইনভাইটেশন পাঠানো হয়েছে।দয়া করে ইনবক্সটা একবার চেক করে দেখেন।
হেডারটা ঝাক্কাস হইসে...বাট লেখার মাঝে এই দাগগুলা কি স্টাইল???মুর্খ তো...বুঝতেসি না... 😥
ho style... 🙂
valo isssstyle .... 😉
আচ্ছা আমার লেখা টা কি বাজারে হিট করছে???
মানে জানতে চাচ্ছি লেখা টা মান সম্পন্ন হয়েছে কিনা??
আরো অনেক ঘটনা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সাহস দিলে সবাই কে জানাতে পারি।
ভাল লেখা...।চালিয়ে যাও আমরা আছি তোমার সাথে...
আরে ভাই কি যে কন।হারি আপ লিখতে বসেন। লেখা ভাল হইতেসে।আরো লেখা চাই।
are sure korche. taratari koiya falan...
ধন্যবাদ, সাহস পাইলাম।
আমার একটা online quiz আছে। ১০-১৫ মিনিট লাগবে। তারপর লিখতে বসতেছি।
লেখা পড়ে মজা পেলাম। খুব ভাল হইছে। তাড়াতাড়ি আরও লেখা দেন।
@sabbir Bhai........apne to miya chupa rustom.......kapani hoise likha ta.....
সাব্বির ভাই
(অসুস্থ ছিলাম, তাই দেরিতে পড়লাম দেরিতে জবাব দিলাম)
আপনার লেখা সত্যি আনন্দদায়ক। মুনতাসীর ভাইয়ের "দশহাত লম্বা" জিনিসটা কী, আপনার ভাষায় শুনতে চাই।
ধন্যবাদ আলাম,
জিনিস টা কি সেটা না হয় আবির এর কাছ থাকেই জেনে নিও। ওনার খুব বাজে একটা টিস্ নাম ছিল। ব্লগ এর নীতি মালা মেনে চলার চেষ্টা করি তাই ওই ওয়ার্ড টা বলে গেলনা।
Aloimma tui akta tubelight hala....buujhos na oita ki? :))
=))