ঘটনাটা কত সালের ভুলে গেছি…….
কোন একটা ইনটেকের ভাইয়ারা এক্সকারসন থেকে ফিরেছেন, উনারা কে কি উল্টাপাল্টা 😛 জিনিস নিয়া আসছেন হাউসে, তা চেক করার জন্য বিনা নোটিশে একরাতে ইন্সপেকশন শুরু হলো একেবারে প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে,কিন্তু এইবার একেবারে হাউস খালি করে আমাদের নামিয়ে আনা হলো নিচে……..আমাদের স্টাফরা বিভিন্ন আজব আজব জিনিস খুঁজে আনতে লাগলেন……..যেমনঃ ব্যক্তিগত পোষাক, বিশেষত হাফপ্যান্ট, মাল্টিকালার মোজা, পত্রিকা, মোমবাতি ইত্যাদি
কিন্তু ফাঁসলো মাত্রই ক্লাশ এইট পড়ুয়া একজন ক্যাডেট…….তার বোধহয় জীবনে তখন দুইটা প্রেমই ছিল, ক্রিকেট দেখা আর নায়িকাদের পোষ্টার জমানো……. অনেক পোষ্টার এনে স্টাফরা জড়ো করে রাখলেন…….তো স্বাভাবিকভাবেই এই বিশাল স্তুপের দিকেই প্রিন্সিপাল স্যারের নজর পড়লো…….উনি এক স্টাফকে জিজ্ঞাসা করলেন কার এইগুলো……স্টাফ জানালো তার নাম…….
বেচারি ক্লাশ এইটে তখন, আক্ষরিক অর্থেই কাঁপতে কাঁপতে সে এগিয়ে গেল…….স্যার প্রচন্ড জোরে ওকে বললেন, “তোমার কাছে মেয়েদের ছবি কেন??? বিয়ার বয়স হইছে তোমার??”……এর উত্তরে ও যা বললো সেটা অবিশ্বাস্যই ঠেকেছিল সেদিন, “মেয়ে না স্যার, নায়িকেদের পোষ্টার।”…….আরে বিপদ, প্রিন্সিপাল স্যার আকাশ থেকে পড়লেন, “নায়িকারা কি পুরুষ মানুষ হয় নাকি??”……ছেঁড় সব, একটা একটা করে ছেঁড়……..
এখনো চোখে ভাসে দৃশ্যটা……রাতের বেলা নীল স্লিপিং স্যুট পরা রনি ওর সাধের একেকটা পোষ্টার ছিঁড়ে যাচ্ছে আর কুলকুল করে ঘামছে……
এবার আসল ব্যাপারটা বলি…….সেদিনের বিয়ার বয়স না হওয়া ছেলেটা সপ্তাহ তিনেক আগে বিয়ে করেছে, ভালবেসেই বিয়ে করেছে স্বর্ণাকে…..যাওয়া হয়নাই……হঠাৎ করে মনে হলো ওর ঐ ঘটনাটা…….জিজ্ঞাসা করলাম এই ঘটনাটা লেখা যাবে কিনা…..সানন্দে রাজি হলো ও……ওদের জীবনটা যেন খুব সুন্দর হয় এইটাই কামনা করি
ও আচ্ছা ওর পরিচয়টাই তো দেইনাই……প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক, আরিফুল ইসলাম……ওর ক্যাডেট নাম ছিল রনি……
:clap:
বস দেখি সিরিয়ালের ফাস্টে.... :grr: :grr:
মাঝে মাঝে এমন হয় 😀
মাঝে মাঝে এমন হয় 😀
:thumbup:
ক্লাস এইটে থাকতে 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিছু করছে নাকি?? 😛
রনিকে বিয়ের শুভেচ্ছা।
পোলাপাইন অনেক পাকনা, আমি তো সেই তুলনায় ভোদাই। 🙁
তুমি ভোদাই??!! :-/
আমি তাইলে জন্মাইনাই 😐
খাইছে.......জন্মানোর আগেই ব্লগিং কড়তাছ??? টুম্পা দেখি ববববববববস!!!! :boss:
আর কইসনা তানভীর......পুলাপান সব বিয়াশাদি কইরা অস্থির অবস্থা কইরা ফালাইছে
রশিদ ভাই অস্থির কি বেশী লাগে ?? 😛
:frontroll: :frontroll:
মাঝে মাঝে একটু বেশিই লাগে........
অনেক অনেক শুভেচ্ছা রনি ভাই এবং ভাবীর জন্যে
হমমম......সিসিবিতে বিয়ার ধুম লাগছে দেখা যায় 😛
হুমমমমম
রনি এবং ভাবীকে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ+ইচ্ছা........এইটাইতো শুভেচ্ছার সন্ধিবিচ্ছেদ, তাই না??
রনি ভাইর answerটা খুব পছন্দ হইছেঃ মেয়ে না,নায়িকার ছবি =)) =)) =)) =))
ঐ সময়ে এইরকম একটা ডায়লগ দেয়া মানে বিশাল ব্যাপার
:boss: জটিল লেখা :boss: হাহাপিগে =))
অটঃ প্রিন্সিপাল স্যারের নামটা কি বলা যায়? খুব জানতে ইচ্ছে করছে।
চ্যারিটি বিগিনস এট হোম
:party: নবদম্পতির জন্য শুভেচ্ছা :guitar:
চ্যারিটি বিগিনস এট হোম
লে.ক. মোকাররম স্যার....... অসাধারন একজন মানুষ
ভাইয়া এবং ভাবীকে শুভেচ্ছা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কামরুল ভাই দাবী করছিলেন রনি ভাই নাকি উনার জুনিয়র, যাক আজকে প্রমাণিত হইল যে উনারা ব্যাচমেট ;)) (সম্পাদিত)
ভাইয়া এবং ভাবীকে শুভেচ্ছা…
ভাইয়া এবং ভাবীর জন্য অনেক অনেক শুভেচ্ছা 🙂
অফটপিকঃ হাইরে বিয়ার বয়স :bash:
হুম, এর জন্য আরো কত ভাই, ভাবীর শুভেচ্ছা যে আটকে আছে ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাই নাকি...?? 😕 তোরটা তো আর আটকে নেই...
নারে, এখনো বয়স হইলো না :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কবে যে আমি আকাশদা আর বৌদিকে শুভেচ্ছা জানাতে পারবো :dreamy:
:dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বাপ যে সার্টিফিকেট এ ক্যান বয়স কমাইছিল ~x(
২৬ কবে হবে :dreamy:
2015 :dreamy:
~x( ~x(
:khekz:
:((
হায়রে সখ। মায়ের হাতে ধরা পড়ে কত সখের জিনিসের গলা টিপতে হয়েছে।
:((
এই শখের গলা টিপেন নাইতো আবার!
:shy: না এই শখের গলা টিপতে মঞ্চায়না তবে...নাহ থাক কিছু না :shy:
:))
মানুষ তার স্বপ্নের সমান বড়
রনি ভাই এবং ভাবীর জন্যে অনেক অনেক শুভেচ্ছা... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রনি ও স্বর্ণাকে অনেক অনেক শুভেচ্ছা ।
:party:
রনি ভাই এবং ভাবীর জন্যে অনেক অনেক শুভেচ্ছা… :hatsoff: :party:
শুভেচ্ছা :hatsoff:
শুভেচ্ছা রাশি রাশি :party: :party:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুভেচ্ছা রইলো রনি ভাই আর স্বর্ণা ভাবীর জন্য। তানভীর ভাই আর রশিদ ভাইরেও শুভেচ্ছা দিতে মঞ্চায়। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সহমত :grr: 😀
কবে সেই বয়স হবে??? :dreamy:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অপেক্ষা করো.......জানতো, সবুরে মেওয়া ফলে
রনি ভাই এবং ভাবীর জন্যে অনেক অনেক শুভেচ্ছা… :hatsoff:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
রনি ভাই আর ভাবীকে শুভেচ্ছা। পড়ে শান্তি পাইলাম, কারন ঘটনা পোস্টার এর উপর দিয়া গেছে। যেই শিরোনাম দিছেন ভাবছিলাম...... 😀
আদীব,তোর তো চোরের মন পুলিশ পুলিশ
😀 😀 😀 স্যার সত্য কথা বললাম দেখে আমারে এতো বড় কথা শুনাইলেন????
😛 😛 :khekz:
যতখানি মনে পড়ে, পোস্টারটা ছিল আমিশা প্যাটেলের।"কাহো না পেয়ার হ্যা" করে তখন খুব হিট।রোল করা পোস্টার স্টাফ খুলতে লাগলেন, আর প্রিন্সিপালের সামনে উন্মুক্ত হলে প্রথমে আমিশার বুক (আবক্ষ কিনা!), তারপর গলা, আর তারপর সুন্দর মুখখানি।
তুই কি প্রিন্সিপাল স্যারের জাস্ট পিছে দাঁড়াইয়া ছিলি নাকি 😀 😀
😐
তা তোমার সে বন্ধু সাংবাদিকতার ক্ষেত্রে বিনোদনকে না বেছে নিয়ে খেলাকে বেছে নিলো কেন?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:)) :)) আপু দারুন একটা প্রশ্ন রেখেছেন.......ও খেলাধুলা বিশেষ করে ক্রিকেটের বিশাল ফ্যান ছিল কলেজে থাকতেই.......খুবই ওয়াচফুল-ও......আশা করি সাংবাদিক হিসেবেও খুব ভালো করবে, সত্যি বলতে করছেও......ও ছিল আমার পরের ইনটেকের