প্রায় দশ বছর আগে কুমিল্লার এক গন্ডগ্রামের এক কলেজে ৩জুন তারিখে প্রবেশ করেছিল ঐকলেজের ভবিষ্যৎ এর একজন সুপারস্টার। তাহার পড়াশুনায় ধারে আর রূপ সৌন্দর্যে তখন ডুবিয়াছিল পুরা কলেজ। আমরা তখন তাকে ভয়ে ভয়ে দেখিতাম আর ভাবিতাম আল্লাহ যাকে দেয় ছাপ্পড় মারিয়া দেয়। আমরা যখন বাংলায় কোনমতে পাশ করিতাম তখন এই ব্যাটা হায়েস্ট এর পর হায়েস্ট পাইয়া আমাদের ইজ্জতের ফালুদা বানাইত। x-(
কিন্তু কালেকালে অনেকবেলা তো হল। তাই সেই রামও নাই আর সেই অযোধ্যাও নাই। এখন শুনতে পাই আইইউটির বাচ্চা বাচ্চা মাসুম পুলাপাইন্দের ইজ্জতে তিনি নাকি আর হাত দেন না কারন পড়াশুনা থেকেও আর মহৎ কর্ম নাকি তিনি খুজিয়া পাইয়াছেন। রাশি রাশি বালিকা হৃদয়ে নাকি তিনি তার চেহারা মোবারক দিয়া ঝড় তুলিয়াছেন। =(( হাজারীবাগ এলাকায় মেয়েদের উৎপাতে তিনি নাকি এখন বহস্পতি আর শুক্রবার ও আইইউটিতে দিন যাপন করিতে বাধ্য হন। সবি আবার কপালের খেলা আর উনার আবার রাজ কপাল।
যাই হোক এইসব আজেবাজে গীবত না গাইয়া আসল কথা বলি উপরে যেই ব্যক্তি সম্পরকে বলিলাম সেই খান মোহাম্মদ মঞ্জুর খান(৯৯-০৫) সিসিবির একজন একনিষ্ঠ পাঠক কিন্তু ফাঁকিবাজ ব্লগার এর আজ ২৩তম জন্মদিন। সবাই তাই এই শুভদিনে আজ দোয়া করেন যে বালিকা হৃদয় খান সাহেব বন্দোবস্ত নিয়েছেন তা যেন চিরস্থায়ী বন্দোবস্তে রূপ নেয়। আমিন সুম্মা আমিন 😀
মঞ্জুরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
প্রথম উইশ টা আমিই করি 🙂
হ্যাপি বাড্ডে মঞ্জুর :guitar:
মানুষ তার স্বপ্নের সমান বড়
অন দ্যা হ্যান্ডস ডাউন, এন্ড লুক আপ ^^ :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাই এত হাসির কিছু নাই 🙁 মানুষ মাত্রই ভুল B-)
মানুষ তার স্বপ্নের সমান বড়
শালা,চাপাবাজি করা থামলো না তোমার।
এই জন্য কবি বলিয়াছেন মানুষের উপকার করিবে না x-( বেশি করলে প্রেম ঘটিত আর যা যা জানি সবি ব্লাগাকারে আসিবে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
মঞ্জুরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা… :party: শুভ জনমদিন :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
হ্যাপ্পি বাড্ডে শুভ।
রাজকুমারী আর রাজত্ব দুইটাই এই বছরে নিজের হয়ে যাক এই শুভকামনা রইলো। ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
শুভ জন্মদিন
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ জন্মদিন । :party:
hpy birthday... :hug:
:just: :awesome: :tuski:
পুরা নামটা না কইলে হইত না? ;;; ;;; :grr: :grr: :khekz:
মন্জুর..শুভ জন্মদিন..
পুরা নাম না বললে কেম্নে কি 😉
এত হাসিস না পোলা আবার খান বাড়ির বড় পোলা :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
কুত্তা......... x-( x-(
এইটা তাইলে তোর ডাক নাম ...... আহারে =))
মানুষ তার স্বপ্নের সমান বড়
:khekz: :khekz:
ছি ছি মঞ্জুর, গালি দেয় না :no:
হে হে হে ।।পোষ্টটা পরে খুউউউউউব ই মজা পাইছি.....................
যাই হোক মঞ্জুরকে "শুভ জন্মদিন"...............
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
শুভ জন্মদিন মঞ্জুর ভাই। ইয়ে মানে পার্টি দিলে একটা খবর দিয়েন 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
খালি হাতে আসলে হবে B-) মঞ্জুর ভাই আর রাজকন্যার জন্য চা নিয়ে আয় 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
রকিব..চায়ে একটু বিষ মিশাই আনিস..এইসব পোলাপাইনের জন্য কোথাও ভাত পাইনা... 😡 😡 😡 x-( x-( x-(
শুধু শুধু মঞ্জুর কে কেন মারতে চাস 🙁
আমরা জানি কার ফেসবুকের স্ট্যাটাস এ কি লেখা থাকে 😀 আর দরকার হইলে তোর রাজকন্যার ইতিহাস সহ পোষ্ট দিব :grr:
মানুষ তার স্বপ্নের সমান বড়
চা নিয়ে আসবো, কিন্তু একটা জিজ্ঞাসা ছিল, ফুয়াদ ভাইয়ের ফেসবুকের স্ট্যাটাস এ কি লেখা থাকে ??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বলা লাগবে নাহ, কেবল দেখে এলাম। রাশেদ ভাই এট্টুও ভুল কই নাই :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিনিয়রের ফেসবুকে বিনা ট্যাক্সে ঢুকলে হবে x-( চা টা কই x-(
মানুষ তার স্বপ্নের সমান বড়
অফটপিক: রাশেদের জন্মদিনে মন্জুরকে আর কষ্ট করতে হবেনা... :just: এই ব্লগটাই মন্জুরের জায়গায় রাশেদ আর হাজারীবাগের জায়গায় বাসাবো বসায়া পাবলিশ করলেই হবে... :grr: :grr: :grr:
ধুরো তোর মাথা পরীক্ষার জন্য খারাপ হইসে :-B কই লেডি কিলার মঞ্জুর আর কই এই আমি 😕
আফটপিকঃ আমার বাসা আর বাসাবো নাই দোস্ত :awesome:
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন মঞ্জুর।
@রাশেদ
তোমার বাসা বাসাবো ছিল নাকি? কোথায়?
😀 😀 😀
একদম ঠিক......।।
তার মানে তুই মাইনা নিলি তুই যে লেডি কিলার 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:goragori: :goragori:
শুভ জন্মদিন মঞ্জুর। নতুন জন্মদিনে বালিকাদের কষ্ট না দেওয়ার একটা রেজুলুশান করো। 😀
এইটা কি কন ভাইয়া? 😕 😕
সত্যি কথাকয়, বুঝছস :grr:
শুভ জন্মদিন । :guitar:
শুভ জন্মদিন মঞ্জুর :party:
:thumbup:
কিন্তু ফাকিবাজির জন্য :thumbdown:
http://www.youtube.com/watch?v=SiICITvwaow
শুভ জন্মদিন মঞ্জুর। :party: তোমার জন্য রইল একরাশ ভালোবাসা।
হেপি বাড্ডে ছোটদা......।। :party: :party:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবাইকে ধন্যবাদ...।
আজ নয়তো কালিকা
একজনের হাত ধর
ছেড়ে সব বালিকা 😛
শুভ জন্মদিন :party:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাগ্য ভাল "খান মোহাম্মদ মঞ্জুর খান" উরফে খানখান পিসিসি না 😛
খানখান কে বালিকা হৃদয় ভেঙ্গে খানখান না করিয়া জোড়া দিয়া টান্টান করিবার উপদেশ রইল
জন্মদিনের শুভেচ্ছা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস,
আমারো আপনার মত একদম জায়গামতই চোখ পড়সিল...
জন্মদিন দেইখা কিছু বললামনা :grr:
ছোট মানুষ,
বড় হও...
ভালোবেসে কাছে নাও...
এই পৃথিবীর যত সুন্দর...(কপিরাইটঃ নেসলে 😀 )
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
শুভ জন্মদিন খান সাহেব
অফটপিকঃ রাশেদ তোমার লেখার স্টাইল আমার দারূণ লাগে, :salute: একদম একটানে পড়ে ফেলা যায়, সহজ আর সাবলীল। একজনের জন্মদিন নিয়ে একটা লিখা লিখছ, সেইটাও কেন জানি মজা লাগলো পড়তে। লিখা চালায় যেও।
অফঅফটপিকঃ ফুইলা যেও না আবার x-(
অফটপিকঃ কঠিন কিছু লিখতে পারি না 🙁 তাই এই সহজ ভাষা 🙁
অফঅফটপিকঃ আমার যা সাইজ এইবার একটু না ফুললে কেম্নে কি 😀 এতকথা না বলে একটা ব্লগ নামাও :grr:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ব্যাঞ্চাই ব্যাঞ্চাই, স্যামের ব্যাঞ্চাই। :awesome: :awesome:
মঞ্জুরকে জন্মদিনের শুভেচ্ছা।
রাশেদ, তারিখটা মনে হয় ৩ জুন হবে। 😛
আমি আবার তোর জেনারেল নলেজ দেখে অবাক 😉 থ্যাঙকু দোস্ত :thumbup: ঠিক করে দিচ্ছি 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন মঞ্জুর। :party:
বালিকাদের হৃদয় নিয়ে ছিনিমিনি খেলার দায়ে :just: ১০টা :frontroll: দাও। কুইক.........!!!!!!!!!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দেরি কইরা হ্যাপি বাড্ডে দেয়ার জন্য আমার ব্যাঞ্চাই 🙁
ও মঞ্জুর হ্যাপি বাড্ডে