আজকে সিসিবির জন্মদিন গেল, বলা যায় এই উপলক্ষ্যে অনেক পুরাতন পাপীদের লেখা দেখা গেল আজ। মন্তব্য, প্রতিমন্তব্য আর ফ্রিজ খুলে মিষ্টি খাওয়ার মাঝে সিসিবি বেশ কয়েকমাসের মধ্যে আজকেই সবচাইতে জমজমাট। তবে এই উতসব উতসব ভাবের মাঝে সম্ভবত সবার অলক্ষ্যেই চলে যাচ্ছে এই ব্লগের এক পুরাতন পাপীর জন্মদিন। এদিকে মাস্ফু ভাই নাকি এই শীতের রাতে চোর ডাকাতের ডিউটিতে ব্যস্ত আর রকিব মিয়া নাকি সুন্দরী বালিকাদের চা বিলানোতে ব্যস্ত কিন্তু তাই বলেতো জন্মদিনের পোস্ট থেমে থাকতে পারে না তাই আজকে রাতের এই কী-বোর্ডবাজি আমাদের ভাতিজি রুমকির বাবার জন্য 😀
তা এই রুমকির বাবার সাথে আমাদের অনেকের পরিচয় ইন দ্যা ইয়ার নাইন্টিন নাইন্টি নাইন। তখন আমরা সবে কুমিল্লা থেকে একটু দূরে ময়নামতির তীরে কোন এক লাল হাউজের সদ্য আগত বাসিন্দা। সেই সময় ক্লাস সেভেনের এক বালক কে প্রথম দিন ডিনারের আগে তার গাইড শিখায় টেবিলে তোমার হাতের ডান পাশের টেবিল লিডারের চেয়ারে যে এসে বসবে তার নাম পারভেজ, ডান পাশের চেয়ারে যে এসে বসবে তার নাম তানভীর আর তানভীরের ডান পাশে যে এসে বসবে তার নাম মোস্তফা। মনে রাখবা এরা হচ্ছে টেবিলের সবচাইতে সিনিয়র আর এনারা আসলে অবশ্যই দাড়াবা। এদিকে গাইড তার ক্লাস সেভেনের পার্টনার কে বারবার নাম গুলা মুখস্ত করায় আর প্রশ্ন করে নাম গুলা মনে আছে তো কিন্তু বেচারা জুনিয়র এত এত অচেনা নামের মাঝে সব ভজঘট পাকিয়ে ফেলে। তখন পার্টনার কে নাম মনে রাখানোর জন্য গাইড এক অভিনব পদ্ধতি বের করে। সবার নামের সাথে তাদের একটা করে বিশেষ গুণ বলে আর বলে প্রত্যেক নামের সাথে এই গুণ গুলো মনে রাখতে বলে। ঠিক সেই সময় তানভীর নামটার জন্য বরাদ্দ ছিল যে কথাটা সেটা হল- ভাল ছাত্র 🙂
তবে সে ভাল ছাত্রের এই গুণের কথা বললেও আরেকটা গুণের কথা আবিষ্কার করতে সেই ক্লাস সেভেনের অবশ্য বেশিক্ষণ লাগে নাই। তো সেই ক্লাস সেভেন সেইদিন জীবনে প্রথমবারের মত হাতে কাটা চামচ নিয়ে যখন তাদের নিয়ন্ত্রনে বেশি ব্যস্ত তখন সেই যুদ্ধের পরিণতি স্বরূপ তার প্লেটের মাংসের আশ্রয় হয় পাশের এক সিনিয়রের শার্টে। এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার যখন টেবিলের সবার হাসিতে ব্যতিব্যস্ত গাইড যখন সেই ক্লাস সেভেন কে চাপা স্বরে ঝাড়ি দিতে ব্যস্ত তখন সেই ভাল মানুষ টেবিল লিডারের উক্তি ছিল- ঐ থাক ছাইড়া দাও, প্রথম দিন সবার একটু একটু এমন হয়। ওরে আপাতত বাটি থেকে আমার মাংসটা দাও। তখন নতুন মাংসের টুকরার সাথে কাটাচামচের যুদ্ধ চালাতে চালাতে সেই ক্লাস সেভেন ভাল ছাত্রটার আরেকটা গুণ আবিষ্কার করে- ভাল মানুষ 🙂
সেই নাইন্টি নাইনের পর মেঘনা, গোমতী, তিতাসের বুকে অনেক পানি বয়ে যায় আর আমরা এসে হাজির হই টু থাউজেন্ড টেনে। এর মাঝখানে সেই ভাল ছাত্র ভাল মানুষ কে নিয়ে বলার মত অনেক গুল্প আমাদের অনেকের ভান্ডারে জমা আছে। তা এত গল্পের মাঝে একটা গল্প সবাই জানেন, সেটা হল সেই ভাল ছাত্রের একটা রুমকি নামে একটা ফুটফুটে মেয়ে আছে, রুমকির মা নামে আছে এক সুন্দরী স্ত্রী। তবে যে কাহিনিটা অনেকেই জানেন না সেটা হল রুমকি আর তার বাবা প্রায়ই ফ্রিজ থেকে চুরি করে মিষ্টী খায়। আজকেও সিসিবির জন্মদিন উপলক্ষ্যে বাপ বেটিতে মিলে নাকি ফ্রিজের মিষ্টি সব সাবাড় করেছে। তারপরেও রুমকির মায়ের চোখ রাঙ্গানি এড়িয়ে রুমকি কে নিয়ে আরেকদফা মিষ্টির উপর হামলার পরিকল্পনা করছে রুমকির বাবা। আর সেই মিষ্টি উতসবে আপনাদের সবার আমন্ত্রণ কারণ আজকে রুমকির বাবার জন্মদিন।
শুভ জন্মদিন তানভীর ভাই। তিন প্রহরের বিলে যাবার সময় অবশ্যই রুমকি আর রুমকির মাকে নিয়ে যাবেন 🙂
শুভ জন্মদিন তানভীর
অনেক ধন্যবাদ রেশাদ ভাই 🙂
আব্বা আম্মা আগে বকা দিত, তুই তানভীরের মত হইতে পারিস না কেন?
এখন আমি নিজেও ভাবি, আমি তানভীরের মত হইতে পারলাম না কেন?
শুভ জন্মদিন দোস্ত।
বড় হয়ে আমরা একদিন তিন প্রহরের বিল দেখতে যাব।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার মত হইতে চাইস না, তাইলে আমরা তোর মত পরিচালক আর ক্রীড়া সাংবাদিক আমরা পেতাম না।
সবাই তার নিজের মত করেই সবচেয়ে ভালো থাকে, অন্য কারও মত কখনও হতে নাই। 🙂
ইনশাল্লাহ একদিন তিন প্রহরের বিল আমরা দেখতে যাবই। 😀
তানভীর ভাই, এত্তোদিন পর আপনাকে দেখে কত যে খুশি হইসি...
শুভ জন্মদিন, খাওয়ান। আসলেই খাইতে চাই চাই চাই, কত্তদিন আপয়ান্দের সাথে দেখা হয় না।
খাইছে! 😮
এই আপয়ান্দ লোকটা কে? :-/
ওনার সাথে তো আমার জীবনেও দেখা হয় নাই... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সামি কি এই লোকের ব্যাপারে জানে? :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাঙ্কু স্যাম। 😀
দেখা হইলেই খাওয়াব, আইসক্রীম তো থাকবেই মাস্ট। 🙂
:no: জুনা ভাই, আপনি লোক ভাল না
শুভ জন্মদিন তানভীর ভাই।
ভালো মানুষ তো হইবৈ। লাল হউসের না !!!
রেড রেড আপ আপ !!!
ধন্যবাদ আমিন। 🙂
রেড রেড আপ আপ 😀
তানভীরকে ধন্যবাদ জন্মদিনের জন্য আর রুমকী রহস্য তৈরী করবার জন্য।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
অনেক ধন্যবাদ আমাদের প্রিয় শান্তাপু। 🙂
তানভীর ভাই, শুভ জন্মদিন... 😀
বড় হবার পর খবরদার তিন প্রহরের বিলের দিকে যাবেন না। ওখানকার চা এর দোকানে সিসিবির কয়েকজন ব্যাপক হারে বাকিতে খায়া আসছে...এখন কেউ গেলে কি হবে বলা মুশকিল... 🙁 :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ কমেন্টশিল্পী এবং পড়ালেখায় সিরিয়াস জুনা 😀
তুই যখন বলতেছিস তখন নিশ্চয়ই তিন প্রহরের বিলের দিকে ঘাপলা আছে। সাবধান থাকতে হবে। 😛
শুভ জন্মদিন তানভীর ভাই ... বড় হোন আপনাকে কামরুল ভাইয়া তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। 🙂
তোমার কোন খবর নাই কেন? অনেকদিন মেইল করোনা, সব ভালোতো?
দিহান- অনেক ধন্যবাদ। আর যে কত বড় হতে হবে আমাকে!!! 🙁
আসলেই অনেকদিন মেইল করা হয় না, খুব নিয়মিত মেইলও চেক করা হয়না আমার। শিজ্ঞিরি মেইল করতে হবে। 🙂
শুভ জন্মদিন ভাইয়া।
অনেক ধন্যবাদ তপু। 🙂
শুভ জন্মদিন।
অট: এই শুভ জন্মদিনের একটা ভাল ইমো থাকা দরকার ছিল।
ধন্যবাদ নঈম ভাই। 🙂
আসলেই জন্মদিনের একটা ইমো থাকা দরকার। আপাতত আমরা :party: দিয়ে কাজ চালায়ে নেই। 🙂
বড় হাতের ঐ
You cannot hangout with negative people and expect a positive life.
হ্যাপি বাড্ডে দোস্ত, ইনজয় কর :party:
থ্যাঙ্কু দোস্ত। 🙂
ইনজয় করার চেষ্টা করে যাচ্ছি। 😀
শুভ জন্মদিন তানভীর ভাই :party: :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেক ধন্যবাদ আকাশ। 🙂
তোমাকে বিবাহের শুভেচ্ছা জানানো হয়নাই, এখন জানায়ে দিয়ে গেলাম।
:party: :party:
চ্যারিটি বিগিনস এট হোম
থ্যাঙ্কু ভাইয়া 🙂
জন্মদিনের মত বিশেষ একটা দিনে এরকম একটা পোস্ট- ইমোশনাল হয়ে গেলাম।
অনেক ধন্যবাদ রাশেদ, এই ঘটনা আমার মনে ছিল না। 🙂
ইমোটিমোতেকিছুহবেনাকেক্কুকচাই :grr:
You cannot hangout with negative people and expect a positive life.
হ্যাপি বার্থডে বাডি! :party:
আর কিছু কমু না, খালি এইটা দেই :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাঙ্কু বস্ 😀
আমিও দেই :hug:
রুমকির ছবি পোস্ট কইরো তো!
শুভ জন্মদিন!
ধন্যবাদ নূপুর দা। 🙂
কত করে পোলাপাইনরে বলি আমাকে রুমকির বাপ না ডাকতে, শুনে না। এখন বড় ভাইরা ডাউট দেয়। 🙁
বড় হও, কাম্রুলের মত বুড়া হোয়ো না :grr:
You cannot hangout with negative people and expect a positive life.
বড় হওয়ার চেষ্টা চালায়ে যাচ্ছি আপু, তিন প্রহরের বিল তো দেখতে হবে, নাকি? 😀
জিতুপ্পি, প্রতিটা কমেন্টে আমারে বাঁশ দিতেছো ক্যান?
আমার কিন্তু দেয়ালে পিঠ ঠেইকা যাইতেছে কয়া দিলাম। 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এবার পিকনিকে কাম্রুল আমাদের সবাইকে দেয়ালে পিঠ ঠেকা উপলক্কজে তিন প্রহরের বিল দেখাইতে বিয়ে যাবে...। :thumbup: :thumbup: :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
উপলক্কজে এর স্থলে পড়ুন "উপলক্ষে" :shy: 😛
You cannot hangout with negative people and expect a positive life.
সম্পা আমারে দেয় না, আমি কি করুম 🙁 :-/
You cannot hangout with negative people and expect a positive life.
কিন্তু 'তিন প্রহরের বিল দেখাইতে বিয়ে যাবে' !!
বিয়ে ক্যাম্নে যায়? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 😮 😮 এইটাও বুঝলা না!!! আমি তো ভাবসিলাম তুমি বুইঝা নিবা যে তান্সের খালি না, তোমারও বয়স হইসে :grr:
You cannot hangout with negative people and expect a positive life.
দিয়া দেয় তো :-/ :-/
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইডা কেম্নে মিস করলাম
=)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুভ জন্মদিন ''আমি'' ভাই 😛
ধন্যবাদ 'আমি' 🙂
শুভ জন্মদিন তানভীর ভাই :party: :party:
ধন্যবাদ রিফাত 🙂
শুভ জন্মদিন তানভীর ভাই!! 😉
আমরা সবাই খাইতে চাই!!! 😛
ধন্যবাদ আমীন। 🙂
দ্বিতীয় লাইনের জবাব চাই। x-(
যথেষ্ট বয়স হইলো দোস্ত এইবার রুমকীর জন্য ঘরে একটা মা নিয়া আয় :thumbup: :thumbup: :dreamy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
টিটো, রুমকীর জন্য মা খোঁজা কি খুব জরুরী? ;;;
শুভ জন্মদিন তানভীর। দিনটা বছরটা সময়টা এবং জীবনটার তলানি পর্যন্ত উপভোগ করো। ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনংখ্য ধন্যবাদ লাবলু ভাই।
আপনার কাছ থেকেই আমরা জীবনটাকে উপভোগ করার প্রেরণা পাই 🙂 (কপি-পেস্ট জবাব 😛 )
:shy:
বস, লেট করছি, কিন্তু এসএমএস আর ফেসবুকে আগেই বলে আসছি কিন্তু।।
আবার কই, শুভ জন্মদিন টু রুমকী’স ড্যাড্ডী!!
এখানেই থেমে গেলে চলবে না ভাইয়া। চুমকী, ঠুমকী, মুমকী, নিমকী সবাইকে নিএ আসতে হবে পৃথিবীর আলোয় B-) ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..