সকালে ঘুম থেকে উঠে দেখলাম জিপি থেকে একটা ওয়ার্নিং লেটার আসছে, বিল পরিশোধ করার জন্য। দেখে কেন জানি ক্যাডেট কলেজ এর ওয়ার্নিং লেটার এর কথা মনে পড়ে গেল।
অতি সজ্জন চরিত্রের হবার পরও কেন জানি কলেজ থেকে দুইবার প্যারেন্টস এর কাছে ওয়ার্নিং লেটার আসছিল। পুরা মনে নাই, কিন্তু সারমর্মটা অনেকটা এই রকম যেঃ
কলেজ এর নিয়ম কানুন এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করার জন্য আপনার পুত্র/পোষ্য কে সতর্ক করা হল। তার গর্হিত অপরাধের কারণে তাকে পঞ্চাশ (৫০) টাকা জরিমানা করা হল। পুনরায় এই অপরাদের পুনরাবৃত্তি হলে আপনার পুত্র/পোষ্যকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।
অপরাধ টা ছিল আমি শুক্রবার ব্রেকফাস্টে তিন মিনিট লেট ছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, এই গুরুতর অপরাধের কারণে বাসাতে আকে কিরকম সঙ্কট পোহাতে হয়েছিল।
ভালো কথা, কেউ কি বলতে পারেন কলেজ থেকে আসা সব চিঠি তে এই পোষ্য কথাটা লেখার শানে নযুল কি?
😮 😮 😮
রকিব, কইরে তুই...???
আইজকা চা দিয়া হইব না...মিস্টি নিয়া আয়...প্রায় পনের বছর পর পাবনার কেউ লেখা দিল... :thumbup:
তোমার ভাল কথার উত্তর হচ্ছে, পোষ্য সেই ক্ষেত্রে প্রযোজ্য যখন কারো বর্তমান অভিভাবক বাবা-মা ছাড়া অন্য কেউ... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀 চা গরম
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নাহ! রাকিব পোলাডা খুব কামের। লাইগা থাক ভাইডি....বড় হইলে প্রিফেক্ট বানামু
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:)) :))
তুমি তো তাও ওয়ার্নিং পেয়েছো একটা ডিসিপ্লিনারী কারনে, আমার ওয়ার্নিং ২ টা:
১। স্যার কে সালাম দিয়েছি, হাত তুলি নাই (শুধু মুখে সালাম বলায়)। :boss:
২। এক স্যার এর ছেলেকে ডিনার টাইম এ প্রেপ এর পর দেখা করতে বলায় (ডিনার আর থার্ড প্রেপ এর মধ্যে খবর চলে গেসে), ছেলের জায়গায় স্যার আসছে দেখা করতে। :grr:
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup:
😀 😀 :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হাহা । কোন স্যার রে ??
নাম টা না বলি, পোলার ক্লাসমেট গুলা মাইন্ড খাইবো।
ok 😀
:)) :khekz:
হা হা। মাথায় টুপি না থাকার জন্য ওয়ার্নিং লেটার। ( শানে নুযুল হচ্ছে ভিপি বিষু আমারে খুব পছন্দ(!) করত)
বিষু কারে না পছন্দ করত ? সবাই বিষুর প্রিয় বান্দা। :))
আমাকে একটু ইশপিশাল পেয়ার করতো মুনে হয়। প্রায় নিঃশব্দে এসে পিঠে বেত দিতে আদর করে যেত প্রেপের সময়।
ধুর ! এইগুলিরে ওয়ার্নিং লেটার কয় নাকি?
আমরা বলতাম প্রিন্সিপালের লাভ-লেটার। 😀
রাব্বী প্রোফাইলটা বাংলায় পূরন করে দাও। নামের ডিস্পলেটা বাংলা হলে দেখতে ভালো লাগে। 😀
ভাই আমরাও লাভ লেটার বলতাম 😀
এইটাই সবচাইতে বড় নিউজ :clap: :clap: :clap: :clap: ।
Life is Mad.
আমার ভাই আনেক গুলা তাই মনে করবার পারতাছি না......
একটা ছিল রাতে প্রেপ টাইমে মুজা না পরা...।।
নামাযের সময় পাঞ্জাবির নিচে গেঞ্জি না পরিধান করা...।।
বাকি গুলা পরে আরেক দিন কমু............ 🙁 🙁 🙁
ভাই স্যার গুলা ছিল একেকজন 😀 ।
আমরা আবার পুরা ব্যাচ একসাথে পাইসিলাম । একবার পাক্ষিক পরীক্ষায় সাদা খাতা জমা দেবার জন্য আরেকবার ইসকার্শন এ রাইট টাইমে কলেজে ব্যাক না করার জন্য ।
এইটা তো নুরুল হকের ট্রেডমার্ক।
নুরুটিন হাহা ।
আমাকে টার্ম এন্ড এক্সামের সময় মোজা পুরাপুরি কাল না থাকায় ইডি দিসিল ।
হ রে, কলেজের স্যার গুলা চোখে এক্সরে লাগাইয়া ঘোরে। ইজ্জত বাঁচাইয়া চলা মুশকিল! 😛
www.tareqnurulhasan.com
সাদা মোজার কথা বলতেছেন??? :-/
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নারে বোকা মোজাতে স্ট্রাইপ ছিল ।
আমার বাসায় একবার জটিল একটা লাভ লেটার আসছিল, সারমর্ম ছিল অনেকটা এরকমঃ
আপনার পুত্র/পোষ্য রাতের বেলা কলেজ নিয়ম বহির্ভূত অতি গর্হিত :no: অপরাধ করিয়াছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আসলে যা হয়েছিল তা হচ্ছে, ক্লাস টেনে থাকা অবস্থায় ডর্মে মশারী না টাঙ্গিয়ে ঘুমাচ্ছিলাম, আর ছাগল প্রিন্সিপালও আসার আর টাইম পায় নাই ওইদিন। কিন্তু রাতের বেলা কলেজ নিয়ম বহির্ভূত অতি গর্হিত কাজের রহস্য বাসায় সমাধান করতে অনেক বেগ পেতে হয়েছিল :bash: :bash: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =))
ভাইয়া আপনি হাসতেছেন, আর আমার বাসায় মশারী রহস্য সমাধানের জন্য যা হয়েছে...। বাপ রে বাপ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাও ভাল, ৫০ এর উপর দিয়া গেসে।
আমার সর্বশেষটা ছিলো ২০,০০০। :((
www.tareqnurulhasan.com
পোষ্য মানে মনে হয় "লোকাল গার্জিয়ান"।
আমিও খাইছিলাম, দিব্য ভারতী হুট কইরা মইরা গেল, আমি কানলাম খুব, বাসায় চিঠি গেল আমি অসামাজিক কার্যে লিপ্ত ছিলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:grr:
:khekz: :khekz: :khekz:
:khekz:
:khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রাব্বি
তোমাদের কলেজ সবার পেছনে। সো,লিখতে থাক, পড়তে থাক আর কমেন্টাইতে থাক
(তয় খবরদার কোন ছেলেপিলের দিকে নজর দিবা না ;;; )
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি তো জানতাম খালি ফৌজদারহাটের পোলাপাইন ছেলেপিলের দিকে নজর দ্যায়!! :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
বস কাল দেখলাম BCC এর ছোটো ছোটো পুলাপান গো শিং নিয়া ধরা খাইছে চেকিং এর সময়। আর আমাদের মত প.ক.ক এর নীরিহ ছেলেদের দিকে ইঙ্গিত করা তা আল্লাহ বারদাস করবে না। :(( :(( :(( (আমিন...... বলেন ছুম্মা আমিন)
অনেক দিন পর কমেনটাই, এইচ এস সির প্র্যাকটিকাল পরীক্ষার টাইমে ব্রেকফাস্টে যাই নাই, কলেজ থেকে চলে আসার পর বাসায় লাভ লেটার আসছে
"পুনরায় এই অপরাধের পুনরাবৃত্তি হলে আপনার পুত্র/পোষ্যকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।" এক্স-ক্যাডেটকে কেমনে বহিষ্কার করবে আল্লাহাই মালুম....
কি করছিলেন আপনি? 😮
রাব্বী, আমি ব্লগে নতুন, খুব ভালো লাগছে পড়তে, দেখি পকক কি করে ? খুব মজা লাগল মন্তব্য পড়তে ও :clap: :clap: :clap: