(সেই অনেক দিন আগে, তখন মাস্ফ্যদা লুঙ্গি নিয়া এত দৌড়াদৌড়ি করতো না; সিসিবিতে একটা লেখা দিছিলাম। তারপর ফয়েজ ভাই, শওকত ভাই, চা ওয়ালা etc. etc দের জটিল জটিল লেখা পড়ে লিখতে সাহস হতো না। আজ একটা দুঃসাহস করে ফেললাম, যদি বদ হজম হয় হজমি খাওনের ডিউটি নিজের নিজের। )
চোখটা খুললেই এক ফালি আকাশ না হলে এক্ টুকরো অন্ধোকার দেখা যায়। ইদানিং অনেক চাঁদ দেখতে ইচ্ছে করে।এক ফালি না পুরো চাঁদ, পূর্ণিমার চাঁদ। জ়ানেন আমার এই চার ফুট বাই চার ফুট ঘ’রটা থেকে পুরো আকাশটা না দেখা যায় না, চাঁদ ও না। আচ্ছা কয়েদী বলে কি আমার আকাশ দেক্তে ইচ্ছে করে না ?
গতকাল জেলার সাহেব এসেছিলেন। কি বলে জানেন? বলে, আমার কিছু খেতে ইচ্ছে করে কিনা। কোনো ব’ই পড়তে ইচ্ছে কিনা। বলেন তো, কন’ডেম সেলের আসামীকে কি এই গুলো জিজ্ঞাসা করতে হয়? এর মানেতো খুব সোজা, আমার ফাসি কনফার্ম। শালা জ়েলারটা কি বোকা। মা এসেছিলো দেখা করতে। মানা করে দিয়েছি। দেখা করিনি। মাকে না অনেক দেখতে ইচ্ছে করছিলো। সেই ক্লাশ সেভেন এর প্রথম প্যারেন্টস ডের মত। জানেন আমি সেদিন মার বুকে মুখ লুকিয়ে অনেক কেদেঁ ছিলাম। আজ ও সেই ভাবে কাদঁতে ইচ্ছে করছিলো, কিন্তু তারপরও মানা করে দিলাম। পিছুটান বাড়িয়ে লাভ কী? আমি হলাম ফাসির আসামি।
ওহহো আপনাদের তো আমার নামটাই বলা হয়নি। রয়, অমিত রয়। আরে না শেষের কবিতার অমিত না। আমি কয়েদী নম্বর ৭০৭, অমিত রয়। কিন্তু আমারও একটা লাবন্য ছিলো। রবি বাবুর লাবন্যর মত না, খুব সাধারণ আর দশটা মেয়ের মত। লাবন্যকে নিয়ে অনেক সপ্ন দেখতাম। খুব সাধারন সপ্ন, আমি অফিস থেকে ঘেমে বাসায় আসলে লাবন্য আচঁল দিয়ে মুখটা মুছে দিচ্ছে; রাতের বেলা লং ড্রাইভে যাবার সময় আমার কাঁধে লাবন্য মাথা রেখেছে আর ওর এলো চুল গুলো আমার মুখ ছুয়ে যাচ্ছে, এই সব হাবিজাবি আর কি। লাবন্যকে প্রথম যেদিন ভালবাসার কথা বলেছিলাম কিছু না বলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিল। দুদিন পর ক্যাম্পাসে এসে বলে ক্লাসের পর দেখা করতে, বলেন তখন মেজাজ খারাপ লাগে না? ক্লাসের পর আমি গিয়েছিলাম দেখা করতে, বলে বিকাল বেলা জার্মান কালচার সেন্টারে আসবা। আজিব মেয়েরে বাবা। এখনি ঘুরান শুরু করে দিল! না বিকালে আর ঘুরায়নি। এসেছিলো, এসেছিলো আমার প্রিয় নীলের মাঝে সাদা ফুল করা শাড়ীটা পরে।কি যে অসহ্য সুন্দর লাগছিলো। হ্যাঁ, আমার হবে বলে কথা দিয়েছিলো। যদিও কথাটা রাখেনি। মেয়েরা বোধহয় এমনিই হয়, কথা দেয় কিন্তু রাখতে ভুলে যায়।
আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে আমার ফাসি কি জন্য হচ্ছে। আরে বাবা আস্তে, এক বারে সব বলে দিলে কি হয়? আচ্ছা আগে লাবন্যর কথা শুনবেন নাকি আমার ফাসির কথা? আচ্ছা আমার জায়গায় আপনি হলে কি করতেন? নিজের মাকে পরে পরে মার খেতে দেখতেন, নাকি আমার মতো যে লোক’টা আপনার মাকে মারছিলো তাকে বাধা দিতেন। জানেন আমি লোক’টাকে অনেক বার বলেছিলাম আম্মাকে আর মারধর না করতে। কিন্তু শুনলোনা। আর আমারও যে কি হয়ে গেল দরজার পাশেই খিল’টা রাখা ছিলো। ওটা দিয়েই না কিভাবে যেন মেরে বসলাম। সত্যি আমি ওভাবে মারতে চাইনি, শুধু মাকে বাচাঁতে চেয়েছিলাম।কেন মারতে চায়নি জানেন, লোকটা যে আমার বাবা. কিন্তু কি করবো বলুন মাকে যে খুব বেশি ভালবাসি। (চলবে)
🙁
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
লেখা চালায়া যাও মাম্মা!!!!!!
জটিল হইবো মনে হইতাছে!!!!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
বস ধইন্যাপাতা।
🙁 🙁 মন্তব্য বানান ভুল করছি একজায়গায় এডিট করমু ক্যামনে???আপশন খুইজা পাচ্ছিনা 🙁 🙁 একটু চেক করে ঠিক করে দিলে ভাল হয়
২য় :((
বস,সেইরাম স্টার্টিং মারছেন... :clap: ....ওয়েট করতাছি .....ফিনিশিং এ কি হয় দেখমু :boss:
আমি ফিনিশার হিসাবে খুবই খারাপ, ডি বক্সে বল নিয়া বারের উপ্রে দিয়া মারি।
দেখলিনা লাবণ্য চইলা গেল
😀
বস বুঝলাম না, ভাল কইলেন নাকি খারাপ 🙁 🙁
বলার ভঙ্গী তো অসাধারণ...
চালিয়ে যাও
ধইন্যাপাতা বস।
গল্প হইলে ঠিক আছে ভাই। কিন্তু বাস্তবে যেন এমন কারও না হয়।
বস সব গল্পই কারো না কারো জীবন থেকে নেয়া
বসস লেখা সিরাম....খালি বানানটা একটু দেইখেন :clap:
তুই আসোছ কেমন?? আইচ্ছা দেখমু,
তরে নাকি ইদানিং লেডী অফিসারগো লগে বেশী দেখন যায়।
এইখানে না, কানে কানে কমু নে......অনেকে আবার ভাবী কিন 😉
🙁
:boss:
অসাধারণ ভাই :hatsoff:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
পিন্টু, মাইয়া মানুষরে কইষা মাইনাচ (আঙ্গুর ফল টক)
:((
ভাবী,কাইন্দেন না, :no: সবগুলারে মাইনাস আর আপনারে মাইনাসে মাইনাসে পেলাস :thumbup: 😡
ইয়ীঈঈ,ইমি বীজগিণিত পিরি :goragori: :goragori: :khekz:
x-( মাস্ফ্যু, দেখা যা, পিন্টুস আমারে ডাবল মাইনাস কইছে :((
x-( এইখানে মাস্ফ্যুদা আইলো কৈথিকা x-(
ভাই,দিল তো আপনারে এক্কেবারে লুঙ্গিহীন কইরা :grr: 😛
ইয়ে বস,বলার আগেই দিয়ে দিলাম :frontroll: :frontroll: :frontroll:
=)) =)) তবে বাবা আর বলচি কি গো?
সে আর আসবে কোথা থেকে গো...বলি ...দাদা যে একানেই চিলো :-B
কিন্তু দাদার লিঙ্গু নিয়ে টাঁনা হেঁচরা একদম সহ্য করবোনা এই বলে দিলুম x-(
দাদা !শুধু একবার বলে দেখুন ,গল্পের লাবন্যকে শুধু নয় ওর বাপ শুদ্ধু এনে দিচ্চি 😀
তোকে তো কলকাতার চিনেপাড়া থেকে বেরুতে দেখলুম রে মর্কট তুই আর বাতচিত করিসনে x-(
পিন্টু,ছিঁড়া আন্ডি পইড়া পিসিসি ডর্মের সামনে কুইক লংআপ x-(
=)) =)) =))
🙁 :shy: 😕 :((
আছিব বেয়াদ্দপ,কেন মাস্ফু ভাইর লুঙ্গি নিয়া টানাটানি করস?যা গিয়া রোল দিতে থাক
মাহমুইদ্দা,তুই হইলি পিন মারার এক্কেরে হেডমাস্টার x-(
না না ,আমি ভাল পুলা! O:-) O:-) মাস্ফু ভাই,কে বা কারা যেন আমার নামে আপনার কাছে অপপ্রচার চালাইছে! 🙁 x-(
কোনো সমস্যা নাই,অচিরেই বিরোধী দলরে সাইজ করা হবে,আপনি :just: আমার লগে থাকেন! :gulli: :gulli: :gulli:
বস আপনার তো কোন খোঁজই নাই। কেমন আছেন? মনটা মনে হয় একটু বিক্ষিপ্ত হয়ে আছে আপনার। ব্যাপার না। লেখা জটিল হইছে। আপনারে আর আমারে মনে হয় মানুষজন ভুইলাই যাবে।
আমার খোঁজ আছে, বেটা ব্যারিষ্টার তোরই কুনো newz নাই। আমি redbridge eaa থাকি। টাইম পাইলে ঘুইরা যাস।
ভালো লেগেছে, পরের পর্ব তাড়াতাড়ি দিয়ে দিও 🙂
:awesome: :awesome: আগে নাইচ্চা লই, ভাবিপ্পু কমেন্টো করসে
ঐ মিয়া আমি কি কমেন্ট করিনা নাকি? x-(
আপনি কমেন্ট করেন ?? 😮 😮 😮
😡 না ভাবী,আপনে কপি-পেস্ট মারেন,আমি স্ব-চক্ষে দেখছি(আপনার বাসায় না,সিসিবি তে 😛 )
=(( ভালোবাসা দিবসেও আমার পোস্টে কপি-পেস্ট মারা কমেন্ট দিয়া আমারে ভালোবাসা-বঞ্চিত করছেন :(( :(( :((
ভাবীপ্পুর নামে ডাউট, কুইক দৌড়ের তালে তালে :grr:
অফটপিকঃ এইরকম কুন পানিশ্মেন্ট আদৌ আছে তো :-/ নাকি আমি স্টাফ হয়ে গেলাম 🙁 :((
স্টাফ বসাফা,জো হুকুম ছাড়ড়ড়. :salute: ......(এখন দৌড়ের তালে তালে ইমো হবে)
লেখার স্টাইল খুব ই ভালো লাগলো।
কিন্তু সিনিয়রদের লুংগি নিয়া কথা বলার জন্য তুই তোর ত্রি কোয়ার্টার লুংগি নিয়া আমার সাথে দেখা করবি।
বস দেখা কই করমু?? চিপায়?? আমি কইলাম পিচিচি
আমি owntime start :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
x-( রবিন ভাই,হালারে পিডায়া আলুভর্তা করেন x-(
হ্যা রবিন ভাই,ওরে আচ্ছা মতন ধোলাই করেন,কত্ত বড় সাহস!মাস্ফ্যু ভাইর লুঙ্গী ধইরা টান মারে? x-( উনার :just: ফ্রেন্ড্ররাও তো এমন সাহস পায় নাই! 😡
=)) :khekz: এমা কি হলোরে,বলচি,জাস্ট ফ্রেন্ডদের আর কস্ট করে টান দিতে হবে কেঁন গো ???ও সময় তো... 😉
ওমা,কয় কি?মাস্ফ্যু ভাইর লুঙ্গী কি মাগনা নাকি?টান দিলে অনেক কষ্ট করেই টান দিতে হবে B-)
😮 রিবিন ভি ভস
:clap: :clap: :clap:
চমৎকার রাব্বি, চালায়ে যাও।
বস, পুরা ২০০৯ এর ফেব্রুয়ারির পর ২০১০ এর ফেব্রুয়ারিতে লেখা দিলেন :party:
আমরা তাইলে নেক্সট বছরের অপেক্ষায় থাকি :dreamy:
**পরীক্ষার সময়ই এইরকম জটিল জটিল লেখা বাইর হয়।**
ওই মিয়া আপনের না পরীক্ষা চলে? লেখাপড়া নাই? যান মিয়া পড়তে বসেন গিয়া...
আর পড়ালেখা করমু না, পড়ালেখা কইরা কেডা কবে বড়লোক হইছে?
গুড স্টার্ট বস। দেইখেন, ফিনিসিং পয়েন্ট পর্যন্ত যেন স্পিড ঠিক থাকে। :salute:
তুই তো জানোস আমি ফিনিশিং লাইনে গিয়া উষ্টা খাই
রাব্বি ভাই, উপ্রের লিজেন্ডদের সাথে আমার নাম দিয়া পুরাই মান ইজ্জতের ফালুদা বানাইছেন। কই আম গাছ, আর কই শ্যাওড়া গাছ।
বহুতদিন পর লিখলেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর চা এর এখন তেমন নামডাক নাই, এই chance এ ফালুদার ব্যাবসা কইরা লই।
জটিল হয়ছে ভাইয়া :thumbup: