আক্ষেপ বানী

১.
হায়রে মুসলমান
সসম্মানে নষ্ট করিস ধর্মের সম্মান

২.
আঁধার রাত্রি কেটে গিয়ে
ইসলাম সেতো ভোর-আনে
জ্বালাও পোড়াও এ কথা নেই
কোথাও লেখা কোর-আনে

৩.
এক ই রক্ত এক ই ধারায় যখন বয়ে যায়
ধর্মে ধর্মে কেন এত বিভেদ বল হায়
কেউ ডাকে আল্লাহ তাঁরে কেউ ভগবান
দুই নামের মধ্যে কেন এত ব্যবধান

৪.
ছবি পোস্ট হয় ফেসবুকে
আগুন জ্বলে মন্দিরে
মানবতা ধর্ম জালে
আজ হয়েছে বন্দীরে

৫.
এই কবিতায় থাকবেনাতো
মনের অভিমান
সঠিক পথে ফিরে আয়
একটি আহ্বান. . . . . . . . .

৭৬১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “আক্ষেপ বানী”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এই ছাগুদের উল্লাসমঞ্চ আমার দেশ না।
    এই তালেবানেরা আমার স্বদেশী না।

    যত দিন যাচ্ছে ততই স্পষ্টতরভাবে উপলব্ধি করতে পারছি বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, পাহাড়ি কেউই শান্তিতে থাকতে পারবেনা।

    দুঃখজনক হলেও সত্যি যে, এই দেশে ধর্মান্ধরাই রাজত্ব করতে থাকবে। মানবতার বাণী সেখানে ব্যর্থ পরিহাস।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।