সময় এল আরেকবার আর একটি জীবন বাচাবার

পাবনা ক্যাডেট কলেজ এর রুমন (২০০৫-২০১১) Motor Neuron Disease-এ আক্রান্ত। খুব জরুরি ভিত্তিতে অনেক টাকার দরকার। সবাই প্লিজ এগিয়ে আসুন।

তাকে সাহায্য করবার ঠিকানাঃ

Islami bank Bangladesh limited
Name: Mosammat Afruza
No. (murdaba sonchoi hishab no) 15516
Dutch Bangla Bank Limited

Name: Mst Afruza Sorker
No.172-101-82502
Dinajpur main branch.
or Disease Contribution Fund
0040-0310009506
Trust bank,Khulna

৫২০ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “সময় এল আরেকবার আর একটি জীবন বাচাবার”

      • নাজমুল (০২-০৮)

        রাব্বি পেপাল একটা অনলাইনে টাকা দেয়া নেয়া, কেনা বেচার মাধ্যম।
        মনে করো আমি যদি রেজা ভাইকে ১০ পাউন্ড পাঠাতে চাই তাহলে শুধু ওনার ইমেইল এড্রেস হলেই চলবে আর কিছু লাগবেনা। টাকা যেতে সময় লাগবে ১০ সেকেন্ড।
        তো পেপাল এর ব্যাবস্থা করলে বিদেশে যারা আছে তারা খুব সহজেই টাকা পাঠাতে পারে, কারণ ওয়েস্টার্ণ ইউনিয়ন এ চার্য বেশি পেপাল থেকে।
        একজনের একাউন্টে এ যদি সবার টাকা আসে তাহলে সে একবারে প্রতি সাতদিন পর পর দেশে টাকাটা পাঠাতে পারে।
        আমার পেপাল টা আমি দিতে পারতাম, কিন্তু ওইটা দিয়ে আমি ইবে তে ব্যাবসা করি, ওইখানে জগা খিচুড়ি লেগে যাবে।
        কিন্তু আরো অনেকে আছে যারা দিতে পারবে।

        জবাব দিন
  1. রেজা শাওন (০১-০৭)

    ছেলেটাকে চিনি, আমার টেবিলে ছিল টুয়েলভে। যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো। পোস্টের জন্য ধন্যবাদ...

    তবে আরও কিছু ইনফো অ্যাড করে দিও। পেপাল তো অবশ্যই...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।