ফ্ল্যাশব্যাক ০৯

১/আমার বোন বিসিএসের বই কিনবে এবং বারবার সে বলছে ওরাকলের বই ভাল।আমি চিন্তা করলাম কি বলে এইটা।ওরাকল ত database প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে বই আমার আছে।আমি বিরক্তি প্রকাশ করে বললাম ভাল করে বইয়ের নাম জেনে নে।পরে দেখি দুনিয়া অনেক আগায় গেছে আমিই মুর্খ।বইয়ের নামই ওরাকল।শুধু তাই নয় সে কয়েকদিন পর কোচিং এ ভর্তি হলো সেইটার নামও ওরাকল।এখানেই শেষ নয়।কয়েকদিন পর আরেক বিসিএস গাইড দেখলাম তার কাছে যার নাম mp3 এবং এই বই নাকি বাজারে লেটেস্ট।যে হারে ডিজিটাল সব নাম দেখছি।কবে আবার দেখবো wimax,optical fiber,3g,vsat…

২/আমার এক বন্ধুর নিক নেম পাখি।এই নামের পিছনে অনেক রহস্য আছে সেটি না হয় থাক।পাখির সাথে অনেকদিন পর চ্যাট হচ্ছে।কিছু অংশ দেয়া হলো—
-কি আর্জেন্টিনার সাপোর্টার কি খবর তোর?
-পাখি তুই কোনটার ছিলি?
-মেইনলি আর্জেন্টিনা বাট জার্মানির সাথে খেলায় জার্মানি ছিলাম
-কি বলিস,তুই ত রাজাকার!
-না,বাজি ধরেছিলাম ১ প্যাকেট বেনসন
-আদায় করছিস?
-আমি আগেই ওরে দিয়া কিনাই নিছিলাম।বলছিলাম হারলে টাকা দিয়া দিব
-তুই যে একটা মাল এইটা আবারো প্রমান করলি!

৩/আমি সেদিন আলমাস গিয়েছি হাবিজাবি কিনতে।আমার আবার মেন্থল প্রীতি আছে।শেভিং ফোম,সাবান,শ্যম্পু,পাউডার সবকিছুতেই মেন্থল থাকতে হবে।গ্লোবাল ওয়ার্মিং এর জমানায় একটু ঠান্ডা থাকার চেষ্টা করতে দোষ কোথায়।CLEAR men শ্যম্পু কেনার সময় মেন্থল কোনটায় আছে দেখছি।তখন দেখলাম cristiano ronaldo tested লেখা!রোনালদোর ত ফুটবল খেলার কথা সেই কাজটিও বিশ্বকাপে ঠিকভাবে করতে পারেননি।তিনি আবার হেয়ার এক্সপার্ট হলেন কিভাবে?পাবলিকদের পন্যে আগ্রহী করতে কতই না বানিজ্যিক ফন্দি!

৪/ সেদিন রাস্তায় দেখলাম বাড়ি কন্সট্রাকশনের কাজ চলছে।যে টিন দিয়ে ঘেরা আছে সেখানে লেখা DOM INNO কিন্তু কোন খতরনাক আদমি যেন এডিট করে দিয়েছে।এখন আসলে কথাটা যা দাঁড়ায় we f**k DOM INNO !!!

৫/আমরা ফ্রেন্ডরা আড্ডায় কার কি স্ট্যাটাস(মানে কে জীবিত/বিবাহিত) সেটি নিয়ে আলোচনা করছিলাম।অনেক জ্ঞানগর্ভ আলোচনার পর ফলাফল-আমার মত সুখী ব্যাক্তি প্রি-ম্যারিড,যারা বিয়ে করেছে সেই বেচারা ম্যারিড,এক ফ্রেন্ড ডিভোর্স তার স্ট্যাটাস ডি-ম্যারিড,কয়েকদিন পর সে যখন আবার বিয়ে করবে তার স্ট্যাটাস হবে রি-ম্যারিড।

৬/আজ সকালে আমার এফবি স্ট্যাটাস-“আমি ‘টাল বাংলাদেশের গর্বিত মাতাল বাঙ্গালী”।একদিন আমার বোন বলেছিল এইটা ত ‘টাল বাংলাদেশ।এখন বিদ্যুতের যা অবস্থা তাতে ডিজিটাল না বলে ‘টাল বলাই ভাল।

৭/আমার খালাত বোনের বিয়েতে গিয়েছি চিটাগং তাও পাঁচ/ছয় বছর আগে।নতুন দুলাভাই এমন ত্যাঁদড় যে নিজের বিয়ের আসরে আমার মত শালাদের পেয়ে অনবরত বকবক করেই যাচ্ছেন।তার কাছে যে দুটি মহামূল্যবান বানী শিখলাম—

সেখানে শালা সেখানেই জ্বালা
যেখানে শালী সেখানে হাত তালি
যেখানে ভাবী সেখানে হাবিজাবি !

সেট এর রাজা নোকিয়া
প্রেমের রাজা পরকীয়া!

২,৬২৬ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “ফ্ল্যাশব্যাক ০৯”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    টাকলু জ্যাক ক্যালিস শ্যাম্পুর অ্যাড করছে, সেই তুলনায় রোনাল্ডো তো অনেক ভালো... :-B
    ফ্ল্যাশব্যাক মজার হইছে... :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. =)) =)) =)) :)) =)) =)) বাহ! ইমরান তো দেখছি টার্মিনোলোজি তে ব্যাপক জ্ঞানী! আজ থেকে premarried , demarried এর আমার ডিকশেনারিতে নতুন সংযোজন হলো।
    আরো কিছু শব্দের কথা ভাবা যায়, যেমন-
    ১. মাল্টিম্যারেড-- যাদের একের অধিক স্ত্রী আছে।
    ২. ম্যারিডোফবিক-- যারা বিয়ে করতে ভয় পান।
    ৩. এনটিম্যারিড-- যারা (আপাতত) চিরকুমার সংগঠনের সদস্য।

    জবাব দিন
  3. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    814
    আপনি/তুই সিনিয়রিটি হিসেবে আমার >= হবেন বলেই মনে হচ্ছে।আপনারো ত জ্ঞান কম না।
    আমাকে এনটিম্যারিড বলা যায় ভালমতই।কিছুটা ম্যারিডোফবিক বললেও বলা যেতে পারে :goragori:
    আজ সকালে শাওয়ার নেয়ার সময় আমার মাথায় আরো আইড়িয়া এসেছে।উল্লেখ্য বাথরুমে আমার মাথা কাজ করে বেশি।এই ম্যরিডের টার্মিনোলোজিকে আমরা গবেষনার পর্যায়ে নিয়ে যেতে পারি।
    ক্রিপ্টোম্যারিড=চুরি করার প্রবনতাকে যদি আমরা ক্রিপ্টোম্যানিয়া বলি তাহলে পালিয়ে করে বিয়ে করাকে ক্রিপোম্যারিড বলাই যায়।
    আর এই বিয়ে পরিবার মেনে না নেয়ার প্রবনতা থাকে।বেশির ভাগ ক্ষেত্রেই ডিনাই করে তাই একে ডিনোম্যারিড ও বলতে পারি।

    জবাব দিন
  4. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    ব্যাচেলর ডিগ্রী কত দামী তাও বুঝতে পারি।
    ছেলেরা বিয়ে করেল ব্যাচেলর ডিগ্রী হারায় আর মেয়েরা মাষ্টার ডিগ্রী অর্জন করে।
    বিবাহিতরাও তাদের ম্যারিড-ব্যাচেলর পরিচয় দিতে পারতে সুযোগ ছাড়েনা =))

    জবাব দিন
  5. আয়েশা ( মগকক) আয়েশা

    1989,
    আমার মাথায় তো দারুন দারুন সব শব্দ খেলা করছে B-) ! গবেষণা চলুক। তো এই বুড়ো বয়সে antimarried কেন? কিউপিড কি হার্ট ফুটু করে দিয়েছে? ইয়ে মানে, ছ্যাঁকা টেকা?সেটা না হলে বোধ হয় তোমার hypoxytocinemia (আমার আবিষ্কৃত নতুন ম্যাডিকাল টার্ম) আছে। অসুবিধা নেই কালের আবর্তে অনেক ম্যারিডোফবিক রা মারিডোম্যানিয়াক--বিয়েপাগলা (বিয়ের তরে পাগলা) হয়ে যায়। =)) =)) =)) :)) =)) =))

    জবাব দিন
  6. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    আয়েশা,
    গবেষনা ভাল ছিল।চালিয়ে যা

    তো এই বুড়ো বয়সে antimarried কেন? কিউপিড কি হার্ট ফুটু করে দিয়েছে?
    ম্যারিডোফবিক রা মারিডোম্যানিয়াক–বিয়েপাগলা (বিয়ের তরে পাগলা) হয়ে যায়

    কে বলছে বুড়া।আমি এখনো... 😛 (থাক আর বললাম না)
    মরিতে চাহিনা এই সুন্দর...(এই কারনেই এন্টিম্যারিড)
    কি জানি দোস্ত মারিডোম্যানিয়াক হবো কিনা জানিনা।বয়স হয়নাই মনে হয় =)) =))

    জবাব দিন
  7. তানভীর (১৯৯৫-২০০১)

    ওরাকলের কথা আসাতে একটা ঘটনা মনে পড়ল, সেবার আমাদের ডাটাবেস সেশনালে ওরাকল পড়াচ্ছে। ইন্সটলেশন সিডি কিনতে নীলখেত ওভারব্রিজের নিচে এক মামাকে জিগ্যেস করলামঃ "মামা, ওরাকলের সিডি আছে?"
    মামার সরল জিজ্ঞাসাঃ "মামা এইডা টু এক্স না থ্রী এক্স?"
    😕 😕 😕 😕 😕

    জবাব দিন
  8. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    তানভীর :pira: =)) 😀
    যার ধান্ধা যেটা।মামাদের কাছে যে যেকোন সিডি মানেই ঐটা।আমার/তোমার কাছে ওরাকল মানেই ডাটাবেইজ।আমার বোনের কাছে বিসিএস। :gulli2:

    জবাব দিন
  9. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    মাস্ফু,
    তুমি ত দেখি জ্ঞানপাপী।জাইনাও মাননা।জেনে শুনে বিছিঃএসের বিষ পান করতে যাচ্ছ।আমি ত আকাইম্মা আমড়া কাঠের ঢেকি বাবা মা'র সব আশাকে নিরাশা বানিয়েছি।বোন যদি পারে ট্রাই করুক।কিছু না হলেও বাবা মা'কে খুশি করার চে' বড় আর কি হতে পারে :dreamy:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।