১/আমার বোন বিসিএসের বই কিনবে এবং বারবার সে বলছে ওরাকলের বই ভাল।আমি চিন্তা করলাম কি বলে এইটা।ওরাকল ত database প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে বই আমার আছে।আমি বিরক্তি প্রকাশ করে বললাম ভাল করে বইয়ের নাম জেনে নে।পরে দেখি দুনিয়া অনেক আগায় গেছে আমিই মুর্খ।বইয়ের নামই ওরাকল।শুধু তাই নয় সে কয়েকদিন পর কোচিং এ ভর্তি হলো সেইটার নামও ওরাকল।এখানেই শেষ নয়।কয়েকদিন পর আরেক বিসিএস গাইড দেখলাম তার কাছে যার নাম mp3 এবং এই বই নাকি বাজারে লেটেস্ট।যে হারে ডিজিটাল সব নাম দেখছি।কবে আবার দেখবো wimax,optical fiber,3g,vsat…
২/আমার এক বন্ধুর নিক নেম পাখি।এই নামের পিছনে অনেক রহস্য আছে সেটি না হয় থাক।পাখির সাথে অনেকদিন পর চ্যাট হচ্ছে।কিছু অংশ দেয়া হলো—
-কি আর্জেন্টিনার সাপোর্টার কি খবর তোর?
-পাখি তুই কোনটার ছিলি?
-মেইনলি আর্জেন্টিনা বাট জার্মানির সাথে খেলায় জার্মানি ছিলাম
-কি বলিস,তুই ত রাজাকার!
-না,বাজি ধরেছিলাম ১ প্যাকেট বেনসন
-আদায় করছিস?
-আমি আগেই ওরে দিয়া কিনাই নিছিলাম।বলছিলাম হারলে টাকা দিয়া দিব
-তুই যে একটা মাল এইটা আবারো প্রমান করলি!
৩/আমি সেদিন আলমাস গিয়েছি হাবিজাবি কিনতে।আমার আবার মেন্থল প্রীতি আছে।শেভিং ফোম,সাবান,শ্যম্পু,পাউডার সবকিছুতেই মেন্থল থাকতে হবে।গ্লোবাল ওয়ার্মিং এর জমানায় একটু ঠান্ডা থাকার চেষ্টা করতে দোষ কোথায়।CLEAR men শ্যম্পু কেনার সময় মেন্থল কোনটায় আছে দেখছি।তখন দেখলাম cristiano ronaldo tested লেখা!রোনালদোর ত ফুটবল খেলার কথা সেই কাজটিও বিশ্বকাপে ঠিকভাবে করতে পারেননি।তিনি আবার হেয়ার এক্সপার্ট হলেন কিভাবে?পাবলিকদের পন্যে আগ্রহী করতে কতই না বানিজ্যিক ফন্দি!
৪/ সেদিন রাস্তায় দেখলাম বাড়ি কন্সট্রাকশনের কাজ চলছে।যে টিন দিয়ে ঘেরা আছে সেখানে লেখা DOM INNO কিন্তু কোন খতরনাক আদমি যেন এডিট করে দিয়েছে।এখন আসলে কথাটা যা দাঁড়ায় we f**k DOM INNO !!!
৫/আমরা ফ্রেন্ডরা আড্ডায় কার কি স্ট্যাটাস(মানে কে জীবিত/বিবাহিত) সেটি নিয়ে আলোচনা করছিলাম।অনেক জ্ঞানগর্ভ আলোচনার পর ফলাফল-আমার মত সুখী ব্যাক্তি প্রি-ম্যারিড,যারা বিয়ে করেছে সেই বেচারা ম্যারিড,এক ফ্রেন্ড ডিভোর্স তার স্ট্যাটাস ডি-ম্যারিড,কয়েকদিন পর সে যখন আবার বিয়ে করবে তার স্ট্যাটাস হবে রি-ম্যারিড।
৬/আজ সকালে আমার এফবি স্ট্যাটাস-“আমি ‘টাল বাংলাদেশের গর্বিত মাতাল বাঙ্গালী”।একদিন আমার বোন বলেছিল এইটা ত ‘টাল বাংলাদেশ।এখন বিদ্যুতের যা অবস্থা তাতে ডিজিটাল না বলে ‘টাল বলাই ভাল।
৭/আমার খালাত বোনের বিয়েতে গিয়েছি চিটাগং তাও পাঁচ/ছয় বছর আগে।নতুন দুলাভাই এমন ত্যাঁদড় যে নিজের বিয়ের আসরে আমার মত শালাদের পেয়ে অনবরত বকবক করেই যাচ্ছেন।তার কাছে যে দুটি মহামূল্যবান বানী শিখলাম—
সেখানে শালা সেখানেই জ্বালা
যেখানে শালী সেখানে হাত তালি
যেখানে ভাবী সেখানে হাবিজাবি !
সেট এর রাজা নোকিয়া
প্রেমের রাজা পরকীয়া!
গরম গরম অবস্থা.....মেল্লা পোস্ট
আপনার দুলাভাই রক্করে :salute:
:thumbup:
গরম গরম অবস্থা…..মেল্লা পোস্ট
এখন কোন্টা থুইয়া কোন্টা পড়বা।ধুর আবার বিজি হইয়া যাও।(কপিরাইটঃ ধুর আবার ভুলে গেছি) x-(
মহামতি ফয়েজ ভাই এর " ইসসিরে" :boss: :boss: :boss: :boss:
নাহ, যাই, আরেকবার কয়েকফোটা সশ্রদ্ধ চোক্ষের পানি ফালাইয়া আসি সেই পোস্টে :((
ইয়ে,১৯৯৬ বিশ্বকাপ ক্রিকেটের পর হিট জয়সুরিয়া বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অনারারি জাজ হইতে পারলে রোনালদো আর কি দোষ করল? 😛
১. সাইফুরস গাইডের কোনো একটা বাক্যও তুই "! (বিষ্ময়বোধক)" চিন্ন ছাড়া পাবি না...আমি কেন বিষ্মিত হইতে পারি না :((
You cannot hangout with negative people and expect a positive life.
মাস্ফু,
অনেক তারকারা যে এড দেয় আমরা জানি সেইটা সে জীবনে একবার ব্যাবহার করছে কিনা তাও সন্দেহ।কিন্তু পাবলিক মনে করে হায়রে মৌ আপা এইটা ব্যবহার করে আমিও করি।ভাবটা এমন যে এইখানে আপার ছোয়া আছে। রোনালদো এই শ্যাম্পু মাইখা মাথা ঠান্ডা রাইখা খেলে আমিও এইটা ইউস করি।এইখানে ত দেখি পন্যের গায়ে সরাসরি লিখে দিছে।রোনালদো খায় তোমরাও খাও। 😀
২. WC শেষ, দস্ত...এই কঠিন বাস্তবতা মেনে নে আর জামা চেঞ্জ করে আয়... :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
এই জামা খুলে যে কোনটা পড়ি।আমার জামা যে একটাই।গোসলের সময় ধুয়ে রোদে শুকানো পর্যন্ত উদোম গায়ে থাকি।তারপর গায়ে দেই :goragori:
৩. সবতেই মেন্থল খুজস, ঠান্ডা থাকার জন্য!!! গরম বেশী নাকি :shy:
You cannot hangout with negative people and expect a positive life.
ইয়ে... মানে...গ্লবাল ওয়ার্মিং!
You cannot hangout with negative people and expect a positive life.
=)) =)) =)) =))
যা গরম না আজকাল 'জিতদা' কি আর বলবো :khekz: :khekz:
৪. ইহা কি করিয়া সম্ভব!?!?! 😮
You cannot hangout with negative people and expect a positive life.
impossible is nothing ! (কারো fb প্রোফাইলে প্রিয় উক্তিতে এইটা পাবি)
৫. ন্যাড়া কেন বেলতলায় বার বার যায়, জাতির বিবেকের কাছে প্রশ্ন!!!ক্যানো ক্যানো ক্যানো?????
You cannot hangout with negative people and expect a positive life.
মনে হয় বার বার ন্যাড়া হয়।আর আসলেই ন্যাড়া কিনা সেইটা টেস্ট করতে বেলতলায় যায়।কিন্তু সেইটাতে আমার কী বা আসে যায়।গাছে বেল পাকিলে তাতে কাকের কি? :grr: :goragori:
৬. :bash: :bash: :bash: তুই PM এর next door প্রতিবেশী হইয়া এই কথা কস! "কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে :((
You cannot hangout with negative people and expect a positive life.
ব্যাক্তির চেয়ে ঝাতি বড়।PM এর next door neighbour নিজের কথা না ঝাতির কথা চিন্তা করিয়া উক্তিটি করিয়াছেন। :gulti: :-B
৭. তোর দুলাভাই রে সশ্রদ্ধ সালাম, কদমবুচি... 😉
You cannot hangout with negative people and expect a positive life.
দুলাভাই হালায় বহুত টাউট।সালাম দিলে আশকারা পাইয়া মাথায় উঠব :duel: :chup:
টাকলু জ্যাক ক্যালিস শ্যাম্পুর অ্যাড করছে, সেই তুলনায় রোনাল্ডো তো অনেক ভালো... :-B
ফ্ল্যাশব্যাক মজার হইছে... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কথাটা খারাপ বলেন্নাই জুনাদা =)) :khekz:
=)) =)) =)) :)) =)) =)) বাহ! ইমরান তো দেখছি টার্মিনোলোজি তে ব্যাপক জ্ঞানী! আজ থেকে premarried , demarried এর আমার ডিকশেনারিতে নতুন সংযোজন হলো।
আরো কিছু শব্দের কথা ভাবা যায়, যেমন-
১. মাল্টিম্যারেড-- যাদের একের অধিক স্ত্রী আছে।
২. ম্যারিডোফবিক-- যারা বিয়ে করতে ভয় পান।
৩. এনটিম্যারিড-- যারা (আপাতত) চিরকুমার সংগঠনের সদস্য।
:thumbup: :thumbup: :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
814
আপনি/তুই সিনিয়রিটি হিসেবে আমার >= হবেন বলেই মনে হচ্ছে।আপনারো ত জ্ঞান কম না।
আমাকে এনটিম্যারিড বলা যায় ভালমতই।কিছুটা ম্যারিডোফবিক বললেও বলা যেতে পারে :goragori:
আজ সকালে শাওয়ার নেয়ার সময় আমার মাথায় আরো আইড়িয়া এসেছে।উল্লেখ্য বাথরুমে আমার মাথা কাজ করে বেশি।এই ম্যরিডের টার্মিনোলোজিকে আমরা গবেষনার পর্যায়ে নিয়ে যেতে পারি।
ক্রিপ্টোম্যারিড=চুরি করার প্রবনতাকে যদি আমরা ক্রিপ্টোম্যানিয়া বলি তাহলে পালিয়ে করে বিয়ে করাকে ক্রিপোম্যারিড বলাই যায়।
আর এই বিয়ে পরিবার মেনে না নেয়ার প্রবনতা থাকে।বেশির ভাগ ক্ষেত্রেই ডিনাই করে তাই একে ডিনোম্যারিড ও বলতে পারি।
=))
ব্যাচেলর ডিগ্রী কত দামী তাও বুঝতে পারি।
ছেলেরা বিয়ে করেল ব্যাচেলর ডিগ্রী হারায় আর মেয়েরা মাষ্টার ডিগ্রী অর্জন করে।
বিবাহিতরাও তাদের ম্যারিড-ব্যাচেলর পরিচয় দিতে পারতে সুযোগ ছাড়েনা =))
1989,
আমার মাথায় তো দারুন দারুন সব শব্দ খেলা করছে B-) ! গবেষণা চলুক। তো এই বুড়ো বয়সে antimarried কেন? কিউপিড কি হার্ট ফুটু করে দিয়েছে? ইয়ে মানে, ছ্যাঁকা টেকা?সেটা না হলে বোধ হয় তোমার hypoxytocinemia (আমার আবিষ্কৃত নতুন ম্যাডিকাল টার্ম) আছে। অসুবিধা নেই কালের আবর্তে অনেক ম্যারিডোফবিক রা মারিডোম্যানিয়াক--বিয়েপাগলা (বিয়ের তরে পাগলা) হয়ে যায়। =)) =)) =)) :)) =)) =))
আয়েশা,
গবেষনা ভাল ছিল।চালিয়ে যা
কে বলছে বুড়া।আমি এখনো... 😛 (থাক আর বললাম না)
মরিতে চাহিনা এই সুন্দর...(এই কারনেই এন্টিম্যারিড)
কি জানি দোস্ত মারিডোম্যানিয়াক হবো কিনা জানিনা।বয়স হয়নাই মনে হয় =)) =))
"চাহিনা এই সুন্দর…(এই কারনেই এন্টিম্যারিড)"
এই ছেলেটা যে মৌমাছি বংশোদ্ভূত আমি জানতাম না। :khekz: :khekz:
আহারে "মরিতে" শব্দ টা বাদ পরে গেল। 🙂
সকল পুরুষকে মৌমাছি গোত্রীয় হতে হয়।না হলে পুস্প গোত্রীয় নারীরা অসহায়(পরাগায়নও ঘটেনা আর তাদের জীবনে পূর্ণতাও আসেনা)। :-B
যাইহোক সিনা, গবেষনার পরবর্তী আবিষ্কার
স্ট্রেইঞ্জো-ম্যারিড=কোন কোন বিয়ে স্ট্রেইঞ্জ/আনইউজুয়াল(পড়ুন-অসম বিয়া) হয়।যেমন- মেয়ে সিনিয়র/বয়সের পার্থক্য অনেক বেশি/ম্যাডাম-স্টুডেন্ট/যে সম্পর্কে বিয়ে বেমানান/ধর্মের ভিন্নতা :dreamy: :khekz: ;))
:clap:
আমাদের এই উদ্ভাবনী শক্তির সমন্নয়ে একটা ব্লগ পাঠায়ে দাও...
আমার সাম্প্রতিক আবিষ্কার হলো ....ইউনিম্যারেড...---এরা মূলত ট্রান্সজেন্ডার।
ধ্যাত মন্তব্য সম্পাদনা কেমনে করে? আবার কিছু শব্দ বাদ পরল।
আমাদের এই উদ্ভাবনী শক্তির সমন্বয়ে যে সব শব্দ সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে একটি ব্লগ লিখে ফেল....মজার হবে।
সেইম সেক্স কাপলদের কি আমরা মনোম্যারিড বলতে পারি?
আরো চলুক গবেষনা তারপর তেমন হেলদি কিছু হলে চিন্তা করা যাবে 😛
ওরাকলের কথা আসাতে একটা ঘটনা মনে পড়ল, সেবার আমাদের ডাটাবেস সেশনালে ওরাকল পড়াচ্ছে। ইন্সটলেশন সিডি কিনতে নীলখেত ওভারব্রিজের নিচে এক মামাকে জিগ্যেস করলামঃ "মামা, ওরাকলের সিডি আছে?"
মামার সরল জিজ্ঞাসাঃ "মামা এইডা টু এক্স না থ্রী এক্স?"
😕 😕 😕 😕 😕
=)) =))
তানভীর :pira: =)) 😀
যার ধান্ধা যেটা।মামাদের কাছে যে যেকোন সিডি মানেই ঐটা।আমার/তোমার কাছে ওরাকল মানেই ডাটাবেইজ।আমার বোনের কাছে বিসিএস। :gulli2:
এখনো সময় আছে-আপুরে কন মাথা থিকা বিছিঃএসের ধান্ধা বাদ দিতে।হায় রে,আমারে দেইখাও শিক্ষা হয়না মানুষজনের :((
মাস্ফু,
তুমি ত দেখি জ্ঞানপাপী।জাইনাও মাননা।জেনে শুনে বিছিঃএসের বিষ পান করতে যাচ্ছ।আমি ত আকাইম্মা আমড়া কাঠের ঢেকি বাবা মা'র সব আশাকে নিরাশা বানিয়েছি।বোন যদি পারে ট্রাই করুক।কিছু না হলেও বাবা মা'কে খুশি করার চে' বড় আর কি হতে পারে :dreamy:
=))
:thumbup:
অনেকদিন পর দেখলাম সৌমিত্র তোমাকে 😀