‘শিরোনাম নিষ্প্রয়োজন’

জনসমুদ্রে তখন কোন জোয়ার ভাটা নেই,
হাহাকার আর কান্নায় বাতাস থেমে গেছে।
প্রতিটি চেহারা যেন ফ্যাকাসে –
অসহায় – ভাবলেশহীন!
বুকে ঢিপঢিপ;
মুখে কথা বা চোখে দৃষ্টি নেই।
অতি ব্যস্ততায় উঠে আসছে অনেকে;
কেউ কেউ হুরমুর করে নেমে যাচ্ছে ।
দ্বিধান্বিত ক’জন আছে ঠাই দাঁড়িয়ে;
নির্লিপ্ত আছে বেশ কিছু হতাশায় বসে।
অস্বচ্ছ বিভ্রান্তিতে অসহ্যকর অচলায়তন !
ইতিহাসের পাতায় পাতায়
লেখা হলো অনেক কিছুই ।
আমাদের বহতা জীবন
এমনতর অন্ধকারাচ্ছন্ন যে –
আজ যেন ভুলতেই চাই;
আমি বেঁচে আছি !
আমরা আরও বাঁচতে চাই,
আমাদের সবাইকে বাঁচতে হবে।

এখনও আমার হাত পা কাঁপছে-
কব্জিতে জড়ানো টিকটিক এর সাথে শুনতে পাই
বুকের ভেতরে অসহিষ্ণু হৃৎপিন্ডটির ধড়ফড়ানি।
মাঝে মাঝে ঝাকুনী দিয়ে নড়েচড়ে উঠি।
নাহ। এখনও পরিপূর্ণ বৃক্ষ হতে পারিনি।
আমি ইদানিং ঘুমাতে পারি না।
একদমই না।
এখানে ওখানে কুড়িয়ে পাওয়া
কিংবা ভেসে যাওয়া
সনাক্ত অযোগ্য মরদেহের ছবিগুলো
নারীদের আকুতি -মিনতি – চিৎকার
শিশুদের কান্না – আতংক
আমার বন্ধ কামরার চারদেয়ালে বারংবার বাধা পেয়ে
একেকটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে
আমার কাছেই ফিরে আসছে।
উফ্‌ফ! আমার মস্তিষ্কের নিউরোনে নিউরোনে ভীষন ঝড়।
শরীরের লক্ষ কোটি লোহিত কণিকার মাঝে এখন দারুন গন্ডগোল।
আহ !
বানোয়াট অভিযোগের অন্তরালে ষড়যন্ত্রকারীর বেপরোয়া উল্লাসের
সেই তে…ত্রি…শ ঘণ্টাব্যাপী
কিংকর্তব্যবিমূঢ় থাকার শাস্তির মেয়াদ মেনে নিয়ে
আমি আজো বেঁচে আছি – প্রহর গুনছি – প্রস্তুত আছি।।

হারিয়ে যাওয়া শহীদ ভাই ও বোনেরা
তোমাদের পরিবার
এবং
প্রিয় দেশমাতৃকা;

কিচ্ছু ভেবো না তোমরা।
আমি বুকে পাহাড় চেপেছি;
আমি অকল্পনীয় ধৈর্য্য ধরেই আছি।
কিন্তু সবাই জেনে রেখো আমি হাল ছাড়ব না।
যে চোখের অশ্রু রক্তের নদীতে মিশেছে;
আমি জানি সে চোখের স্বপ্নরা কখনো মরে না।
এই মাটির কসম খেয়ে বলছি –
ঐ সব ক’টা বেজন্মা খুনীদের তন্ন তন্ন করে খুঁজে
ওদের পাওনাটুকু বুঝিয়ে দেব একদিন…
এই আমি ও আমরা।
তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!

৭ টি মন্তব্য : “‘শিরোনাম নিষ্প্রয়োজন’”

  1. আদনান (১৯৯৭-২০০৩)

    জীবন চলবে, থেমে থাকবে না কোন কিছুই। তবু হয়তো কোন এক একলা রাতে সেই শহীদের প্রিয়তমার বুকে এই গানটিই কষ্ট হয়ে বেজে উঠবেঃ

    IT DOESN'T REALLY MATTER NOW YOU ARE GONE
    YOU NEVER WERE AROUND THAT MUCH TO SPEAK OF
    DIDN'T THINK THAT I COULD LIVE WITHOUT YOU
    IT COULDN'T BE THAT HARD TO LIVE ALONE

    BUT I'M ALL ALONE AGAIN
    THINKING YOU WILL NEVER SAY THAT YOU'LL BE HOME AGAIN

    IT'S GONNA BE A LONG NIGHT
    IT'S GONNA BE COLD WITHOUT YOUR ARMS
    IT'S GONNA BE A LONG NIGHT
    AND I KNOW I'M GONNA LOSE THIS FIGHT.

    এই একাকীত্বের সাথে যুদ্ধ বড় কষ্টের, বড় বেদনার!!!

    জবাব দিন
  2. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    ঠিক বলেছো আদনান।

    যার হারিয়েছে সেই শুধু বুঝে ভাইয়া।
    সময়ের সাথে ক্ষত গভীরতর হয় আপনজনের।

    সহানুভূতির ভাষা নাই রে আমার কাছে।

    এখন শুধুই প্রার্থণা।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  3. আলম (৯৭--০৩)
    ওদের পাওনাটুকু বুঝিয়ে দেব একদিন…
    এই আমি ও আমরা।
    তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!

    শোককে শক্তিতে বদলে দেবার সময় এখন। একটি দুর্বৃত্তমুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই আমরা।

    জবাব দিন
  4. তৌফিক
    হারিয়ে যাওয়া শহীদ ভাই ও বোনেরা
    তোমাদের পরিবার
    এবং
    প্রিয় দেশমাতৃকা;
    কিচ্ছু ভেবো না তোমরা।
    আমি বুকে পাহাড় চেপেছি;
    আমি অকল্পনীয় ধৈর্য্য ধরেই আছি।
    কিন্তু সবাই জেনে রেখো আমি হাল ছাড়ব না।
    যে চোখের অশ্রু রক্তের নদীতে মিশেছে;
    আমি জানি সে চোখের স্বপ্নরা কখনো মরে না।
    এই মাটির কসম খেয়ে বলছি -
    ঐ সব ক’টা বেজন্মা খুনীদের তন্ন তন্ন করে খুঁজে
    ওদের পাওনাটুকু বুঝিয়ে দেব একদিন…
    এই আমি ও আমরা।
    তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!

    ব্লগে ইমোটিকন ব্যবহার করা বন্ধ করেছি আমার ব্যক্তিগত শোক প্রকাশ হিসাবে। নইলে এখানে স্যালুটের ইমোটিকনটা দিয়ে ভরিয়ে দিতাম।

    ওবায়েদ ভাই, ক্যাডেট কলেজে পড়ে বুঝেছি কমরেডশিপের মাহাত্ন্য। আমি জানি, আপনাদের অনুভব আমার থেকে অনেক উপরে। তাই চিন্তাও করতে পারি না কি অবস্থায় দিন কাটছে আপনাদের।

    বন্ধুহীন পরাজিত কোন দিন যদি আসে,
    মানুষের গহনে জন্ম নেয়া অবিনাশী আশাবাদ,
    চিৎকার করে জানান দেবে,
    আমি আছি! আমি আছি!! আমি আছি!!!

    আমরাও আছি, যতোদূর ক্ষমতায় কুলোয় ততোদূর, অথবা তার থেকেও বেশি পর্যন্ত।

    জবাব দিন
  5. আদনান (১৯৯৪-২০০০)
    এই মাটির কসম খেয়ে বলছি -
    ঐ সব ক’টা বেজন্মা খুনীদের তন্ন তন্ন করে খুঁজে
    ওদের পাওনাটুকু বুঝিয়ে দেব একদিন…
    এই আমি ও আমরা।
    তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!

    আমিও আছি, আমার ভাইদের সাথে ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।