১
নিঁখুত প্রকৃতিকে সহ্য করা দুষ্কর
সেই অন্বেষনে প্রত্যয়ী মানুষের
সবুজ পাহাড় ডিঙানোর স্বপ্নটি
অপূর্ণ রয়ে যাওয়ার আকুতি
তাই নীল বেদনা হয়ে ঝরে
পুরোটা আকাশ জুড়ে !
২
ছেঁড়া ছেঁড়া মেঘের মত
ছাড়া ছাড়া করে নিভৃত মনের
ভাবনা গুলো ভীড় করে।
ছুটন্ত গাড়িতে একাকী বসে থাকি।
মুখ তুলে জানালায় চোখ রেখে দেখি
একে একে চোখে এসে লেপ্টে যায়
চলমান জীবনের নানা শ্রেনীর ছায়াছবি।
৩
আমি আছি
প্রতীক্ষায় আছি।
সে আসুক,
ধীরেই আসুক।
সে থাকু্ক,
চিরজীবি হয়ে
সে পাশেই থাকুক।
৪
এক জীবনে কতটুকু স্মৃতি থাকে-
এক হৃদয়ে কতগুলো অপ্রাপ্তি থাকে-
এক আকাশে কত শত নক্ষত্র থাকে-
এক ভাবনায় কতখানি আকুলতা থাকে !
সারা দিন ভেবে ভেবে আমি
কোনটারই জবাব পাই না।
দিন তবু বৃথা যায় না;
কেননা এগিয়েছি আমি-
‘গোটা একটি দিন ‘
প্রতীক্ষা ফুরানোর পথে।
৫
অনেক উঁচুতে থাকে বলেই তো
কেউ দূরের আকাশ ছুঁতে পারে না ।
দিগন্তে যেয়েও সে সীমান্তে মেলেনি;
আদি থেকেই আকাশ বরাবর একাকী।
রোদ আর মেঘের রাজত্ব চলে পালা করে
কেননা সব সময় চারদিক ঝকঝকে করলে
একঘেয়েমী দানা বাঁধতো হয়তো মনে !
আমি তাই আকাশ হতে চেয়েছিলাম…
৬
সমসাময়িক প্রেক্ষাপট-
গড়মিল আকাশ বাতাসে।
সমাজবদ্ধ মানুষ হওয়ার সুবাদে
সাথে যোগ হয় আরও কিছু বিড়ম্বনা !
সব কিছু মিলিয়েই এই জীবন।
কিছুটা রঙীন,
কতকটা সাদাকালো,
বাকিটা ছাই মাখা…!
৭
এভাবেই দিন যায়
ক্ষণ যায়,কাটে রাত !
লোডশেডিং দীর্ঘায়িত হলে
জ্বালাই ম্যাচের শেষ কাঠিতে
জমানো শেষ মোমবাতিটি।
রাতের আঁধারে একান্তে
অগ্নি শিখার প্রজ্বলনে
মোমের ছন্দের সাথে
আমিও গলে যাই ঐ
পুরনো বেহালার ক্রন্দনে।
৮
অক্ষর এর ‘অ’ অক্ষরটি নিয়ে
আমার আজকাল প্রায়শঃই
বড্ড গোলমাল লাগে।
এই যেমন- কখনো ‘অ’
‘সাধারন’ এর আগে বসে
সাধারন’কে করে সম্মানীত।
আবার ‘মানুষ’ এর আগে বসে
মানব সভ্যতা’কে করে কলঙ্কিত !
৯
অভিন্ন আত্মকেন্দ্রিকতা ছুঁয়ে যায়
ক্ষমতার সেই ছোঁয়াচে রোগে ।
ধুলিকণা হয়ে কার্পেটে মিশে যায় বিবেক;
পায়ের তলায়-
জুতার সোলের খাঁজে খাঁজে !
১০
বিষন্নতা সব সময় পেরে উঠে না;
মাঝে সাঝে জয়ী হয় প্রাণের উচ্ছ্বাস।
সে আরও বেশি অস্থির-চঞ্চল !
বিষন্নতাকে ভল্ট বন্দী করে সে ছোটায়-
অনাবিল আনন্দের লাগামহীন ঘোড়া।
১১
স্বপ্নের কারিগর কারফিউ ভেঙ্গে
একরাতে জুটি বাঁধে
আকাশের নক্ষত্রের সাথে।
অতীতের সব রেকর্ড অতিক্রান্ত করে
তারা রচনা করে স্মরনীয় একটি
নট আউট ইনিংস… !
:hatsoff:
:dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কি জুনায়েদ !
রকিব রে চা দিতে কমু নাকি?
:teacup:
আর প্রথম হওয়ার জন্য সাবাশি।
:clap:
সৈয়দ সাফী
:teacup: :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে... :awesome: :awesome: :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:dreamy: :dreamy:
ভাইয়া, সবগুলাই "অ"সাধারণ হয়েছে।
প্রতীক্ষা ফুরাক তোমার তানভীর শীঘ্রই।
ভাল থেকো ভাইয়া।
🙂
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ ভাই, সব ক'টাই 'অ'-সাধারণ...!!! :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ,
তোমাকে অ(নেক) ধন্যবাদ ভাইয়া।
🙂
সৈয়দ সাফী
আহা.....ভাল লাগছে।
শওকত ভাই,
:tuski:
আপনার ভাল লাগছে।
আজকে আমার বড় সুখের দিন। :guitar:
ধন্যবাদ বস।
:salute:
সৈয়দ সাফী
জটিল ... অ'সম্ভব সুন্দর ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তোরেও একটা জটিল ধন্যবাদ রে।
ভালো থাকিস।
সৈয়দ সাফী
ও ওবায়দুল্লাহ, তুমি কি ব্যাচেলর নাকি? বিয়া কর নাই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নট আউট ইনিংস এর জুটি বান্ধা হইছে ম্যালা আগে 😀
সৈয়দ সাফী
😛
ফয়েজ বস,
কি যে কন।
এগুলা পুরাতন লেখা।
একেকটা একেক সময় লেখা। ;))
এইখানে এক লগে বাইন্ধা দিলাম।
😀
সৈয়দ সাফী
তাই।
আমি তাই কই, কিরে "অবিয়া অবিয়া" কবিতা এই পোলা লিখল ক্যাম্নে?
প্রেম কইরা বিয়া করছ তুমি? ;)) তুমি পোলাটা কিন্তুক ভীষন রোমান্টিক। আমাগো ব্লগের "রোমান্টিক হিরু"
কবিতা কোপানী হইছে কিন্তুক
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy:
বস,
:awesome:
আজকে কইলাম আমি :just: খুশীতে দেউলিয়া হইয়া যামু।
আশীর্বাদ করেন গুরু ।
:salute:
সৈয়দ সাফী
মা'রে মা। শাফী মাফ চাইলাম তোমার কছে। :hatsoff:
স্যার,
:salute:
কি যে কন।
এমনে কইরে কইলে তো খুশীতে নাচতে থাকব সারাদিন :tuski:
অনেক অনেক ধন্যবাদ বস এই প্রশ্রয়ের জন্য।
🙂
সৈয়দ সাফী
সব কটাই দারুণ। তবে ৮ আর ৯ আরো বাড়তি কিছু। :hatsoff: ওবায়দুল্লাহ
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বিনীত ধন্যবাদ জানাই,
লাবলু ভাই।
আপনার উৎসাহ টনিকের মত কাজ করে আমার কাছে।
😀
অফটপিকঃ
১
পুরাতন সিরিজ টা শেষ করছি। সময় করে দেখে নিয়েন।
২
ইউসুফ ভাইয়ের লেখায় মন্তব্য করছিলাম একটা।
ঐখানে বেয়াদবি হলে শাস্তির অপেক্ষায়... :frontroll:
সৈয়দ সাফী
গত দুইদিনে অনেক কিছু পড়া হয় নাই। তোমার সিরিজটা মাথায় আছে। অবশ্যই পড়বো। আর ইউসুফের ওখানে মন্তব্যটাও নিশ্চয়ই বাদ যাবে না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়েস বস্।
:salute:
সৈয়দ সাফী
আহা, বস, আমাদের জন্যে ইকটু দোয়া করি দিবেন :shy:
সংসারে প্রবল বৈরাগ্য!
নে বৎস !
ফু..................। :party:
ইনশাআল্লাহ তোর মনের সকল জায়েজ বাসনা পূরণ হবে।
:thumbup:
সৈয়দ সাফী
দোয়া ভাল ছিল ... :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফ,
তুই এখনো ভালা হইলি না রে।
দোওয়া নিয়া এত হাসি কিসের হুম্ম ?
দাঁড়া নুরুল হুদা স্যার রে কইতাছি... ;))
সৈয়দ সাফী
স্কুরুল হুদা ... :awesome:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:no:
সৈয়দ সাফী
=)) =)) =)) =))
বস :just: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও :just: 😀
:salute: (উত্তর)
সৈয়দ সাফী
বস, কষ্ট কইরা দোয়া যখন দিবেন-পূরণ হওয়ার মত দোয়া দিয়েন...কাইয়ূম ভাইয়ের মনের সকল বাসনাই তো 'নাজায়েজ' :grr: ...সো, আপনার দোয়াটা বিফলে যাওয়ার সম্ভাবনাই ১০০% ;))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:khekz: :khekz: :khekz:
=)) =))
বস, দেশে আসবেন কবে ?? O:-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইনশাআল্লাহ এপ্রিলের শুরুর দিকে :dreamy:
সৈয়দ সাফী
:boss: :boss: :boss:
সব কটি অনুকবিতাই অ'সাধারন লেগেছে বস্ :dreamy:
তাই চিন্তায় আমার হাত-পা হয়ে যাচ্ছে অ'বশ 😐
(এত ভাল লেখেন ক্যামনে ???)
ধন্যবাদ রহমান।
ভাল থেকো।
পোস্টিং কই হলো?
সৈয়দ সাফী
এইটা পুরা কঠিন... :boss:
বস,
সবগুলাই ভালো লাগসে...তবে, ১১ নম্বরটা বেশি পাংখা :hatsoff:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থেকো সারাদিন সারাবেলা।
সৈয়দ সাফী