১
তবুও জীবন
চারপাশে ইটের গাঁথুনী
এক চিলতে রোদ্দুরে
তবুও সবুজের বেড়ে ওঠা।
আলো বাতাসের সাথে বায়না শেষে
একদিন ছুঁয়ে যাবে নীল আকাশ।
২
চোরা কাটা
খুব অনাদরে বেড়ে ওঠে ওরা।
প্রাণের স্পর্শ পেতেই তাই
ছুঁয়ে যায় – গেঁথে যায়
বন্ধনে এগিয়ে যায়
পথিকের পায়ে পায়…
আ হা -- বহুদিন পর এভাবে এপথে দেখা হয়ে গেলো।
বড় ভাল লাগলো পরম অণুদ্বয়।
🙂
দাদা,
আপনি এলেই মনটা ভাল হয়ে যায়।
আর আপনার ভালো লাগায় চলতি পথের দেখা হওয়াটা অধিক স্মরণীয় হয়ে থাকলো।
বিনীত ধন্যবাদ।
সৈয়দ সাফী
ছোট বেলায় একাধিক মাঠ পেরিয়ে স্কুলে যেতাম আর আসতাম। বাসায় গিয়ে মোজা খুলে চোরা কাঁটা এক এক করে ছাড়াতে জান বের হয়ে যেত...তবে ছুটির আগের দিন ইচ্ছে করেই কাঁটার মধ্যে হাঁটতাম। ভাবখানা এমন 'নে, পারলে কিছু কর...।'
অনেক দিন পর ওবায়দুল্লাহ ভাই... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ জুনা।
ভাল আছো তো ভাই টি?
দাদা আছে কেমন?
বহু দিন কথা নাই।
আমি পাহাড়ে আছি...
ভালই আছি আলহামদুলিল্লাহ।
চোরাকাটা - সে এক ব্যাপক নাছোড়বান্দা ... 😐 (সম্পাদিত)
সৈয়দ সাফী
ভাই, চাটগাঁ এসেছি- ঈদ করতে। ভাইজান আছে ভালোই, স্টাফ কলেজের জন্য পরীক্ষা দিল-আল্লাহ্ ভরসা... 😀
আপনি কোন পাহাড়ে?
ঠিকানা বলেন, বেড়াতে আসি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
স্যার, মন ছুঁয়ে গেল।
ধন্যবাদ প্রিয়।
🙂
মন ছুঁতে পেরে প্রয়াসটুকু ধন্য হলো।
অনেক শুভেচ্ছা নিয়ো। ভাল থেকো সারাক্ষণ।
সৈয়দ সাফী
ভাইয়া সুন্দর হয়েছে।
ধন্যবাদ প্রিয়।
🙂
সৈয়দ সাফী
valo laglo vai.
Nayan (85-91 JCC)
ধন্যবাদ প্রিয়।
সৈয়দ সাফী
অনেকদিন পর স্যার। বেশ ভাল লাগলো :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ প্রিয়।
শুভেচ্ছা।
সৈয়দ সাফী