হেডঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে…
বটবৃক্ষের ছায়ায় পা ছড়িয়ে বসে থাকি।
নিজের মনন কে ছুটি দিয়ে
একেবারে নির্বিকার অপেক্ষমান আমি।
তারপর চলে সময়ের সাথে
ক্লান্ত সাপ লুডু খেলা।
থেকে থেকে মান অভিমানে
আকাশ পানে চেয়ে থাকা; আর
কেবল অদৃষ্টকে দোষারোপ !!
:thumbdown:
টেইলঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে…
মুঠো ফোনে যোগাযোগ করেছি চকিতে
পোড়া হৃদয়ের ব্যস্ত সাঁজোয়া ব্রিগেডে।
ওরা এখনি তুমুল সাইরেন বাজিয়ে
গাড়িবহর পাঠাবে বলে জানিয়েছে।
সেই গাড়িবহর তাজা বারুদে ঠাসা !
এই মাটির কসম খেয়ে বলছি-
ওরা এসে গেলেই; বুকে বারুদ নিয়ে
আমিও যোগ দেব মিছিলে।
ধোওয়া চোখে মেখে ঝাঁপ দেব আগুনে…
তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!
:thumbup:
ছবির উৎসঃ গুগল ইমেজ
দুইপাশে হেড থাকলে কেমন হয়, শোলের মত 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
শোলে স্টাইলে দুপাশেই এখন টেইল দরকার 😛
ভাল থাইক্কেন জনাব - অন্নেক ভাল।
::salute::
সৈয়দ সাফী
ভালো লাগাটা আমাদের; ভালো লেখার জন্য অভিনন্দনটা আপনার। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:teacup:
অনেক ধন্যবাদ প্রিয়।
পাঠকের ভাল লাগায় প্রয়াস টুকু পূর্ণতা পায়।
শুভেচ্ছা নিরন্তর।
🙂
সৈয়দ সাফী
বাহ্! খুব সুন্দর স্টাইল। চমকটা দারুণ লাগলো।
নুপুর দা,
ভাললাগা চমকটা পাঠকের চোখে।
🙂
আপনার মন্তব্যটুকু কিন্তু আমার কাছে অনেক গর্বের।
বিনীত ধন্যবাদ দাদা।
সৈয়দ সাফী
এই পোস্ট টা পড়ে মন্তব্যের জন্য লগিন করলাম।
ভালো লাগলো বেশ।
এখন টেল চাই টেল।
শুভকামনা নিরন্তর।
অনেক ধন্যবাদ প্রিয়।
মুদ্রার এ পিঠ আর ও পিঠ নিয়ে জমে থাকা ভাবনাটুকু ভালো লাগলো জেনে প্রীত হ'লাম।
সময় তার প্রয়োজন অনুযায়ী গড়িয়ে যায় - সেটাই তার প্রকৃতি।
🙂
তোমাকেও অনেক শুভেচ্ছা।
সৈয়দ সাফী