বহতা সময়ের স্রোতে
অবিরত জোয়ার ভাটা
একটি সমাধির পাশে
আমি আবার দাঁড়িয়ে ~
খয়েরী ফ্রেমে সবুজ ঘাস
ছুঁয়েছি এই কম্পমান হাতে।
একে একে ভেসে ওঠে –
তোমার রক্তাত্ব মুখ
ভাবলেশহীন ভাবী
ক্রন্দনরত শিশুর ছবি
উন্মাদপ্রায় চাচা-চাচী।
চকিতেই সরিয়ে নিই হাত।
হৃদয়ে অপূরনীয় ক্ষত নিয়ে
চোখ তুলে দেখি
আকাশপানে~
হাজারো প্রশ্নের ভীড়ে
আজো পাইনি খুঁজে
তোমাকে হারাবার
একটি সঙ্গত কারন।
নতজানু আমি -বিব্রত আমি
করিনি ক্ষমা আজো নিজেকে !
:))
------------------------------- :hatsoff: :salute:
চ্যারিটি বিগিনস এট হোম
:hatsoff: :hatsoff: :hatsoff: :salute: :salute:
ভাই........ঘেন্না লাগতেছে নিজের উপর......খুব ঘেন্না লাগতেছে..................................
অসাধারণ ভাই :boss:
বন্ধু, বুকের চাপা কষ্টগুলো ব্যক্ত করে দিলি রে...
🙁
ধন্যবাদ সবাইকে।
সবাই ভাল থাকুক।
সৈয়দ সাফী