‘রাশি মিলছে না।‘- এই ডায়লগটি আমার বর্তমান কর্মস্থলে এখন সেই রকম হিট । কোন গড়মিল দেখলেই পাশ থেকে কেউ বলে বসছে- ‘উঁহু। রাশি মিলছে না।‘
আমারও আসলে সেই দশা এখন; রাশি মিলছে না একদমই। 🙁
আচ্ছা। একটু খোলাসা করে বলি।
চলমান কর্মক্ষেত্রে লড়াই এ টিকে থাকার জন্য সামনে একটা এসিড টেস্ট আছে। সে পরীক্ষার প্রস্তুতির জন্য আমাকে আমার পূর্বের অ্যাপয়েন্টমেন্ট থেকে অতিরিক্ত করা হয়েছে । কিন্তু প্রস্তুতি পর্বের এখন প্রস্তুতি সম্পন্ন করে শুভ সূচনা হয় নি। জোর করে টেবিলে বসেও পড়াশোনা শুরু করা আর হয়ে উঠছে না। ব্যাপারটা অনেকটা ঘোড়াকে পানির কাছে নিয়ে যাওয়ার মত- কিন্তু পানি আর খাওয়ানো যাচ্ছে না।
ঘোড়া কেন পানি খাচ্ছে না – এ বিষয়ে ভাবতে গিয়ে দেখি যে সে এক বিরাট ইতিহাস !
(হুমায়ুন আহমেদ এর -‘ঘরেতে ছিলনা কেরোসিন‘ টাইপ আর কি !)।
নাহ্, ভয় পাওয়ার দরকার নেই। কেননা, পরীক্ষা বা পড়াশোনা’র মত নিরস বিষয় নিয়ে লেখবার মত সুবোধ ছাত্র আমি কোন কালেই ছিলাম না। আজকের পরিস্থিতি বিশ্লেষন করতে যেয়ে একটি ভূমিকার প্রয়োজনেই কথা গুলো এসে যাচ্ছে।
শৈশব কালে আমার মা আমায় পড়াতেন। আমি টেবিলে বসে থাকতাম আর মা যতক্ষণ থাকতেন বসে ততক্ষণই ঈমানদারীতে পড়াশোনা হতো। আর এভাবেই টুইংকেল টুইংকেল লিটল স্টার থেকে শুরু করে ষষ্ঠ শ্রেনীর পাঠ্য বই গলধঃকরন সসম্মানে সম্পন্ন হলো। ক্যাডেট কলেজ এ চান্স পাওয়ার পর স্বাধীনতার ঝান্ডা উড়িয়ে আপন মর্জির মালিক হয়ে গেলাম।
ক্লাস সেভেন থেকে এইটে উঠলাম অর্ধশত ছাত্রের মধ্যে ৪৫তম হয়ে। কেননা, ততদিনে প্রেপে বসে একেবারে সোজা কাঠ হয়ে ঘুমানোতে আমি ঝানু হয়ে গিয়েছিলাম ( শুধুমাত্র একদিন মাহফুজুর রহমান স্যার ডেস্ক এর উপর থেকে বই সরিয়ে নেওয়ার পরও আমার অনড় অবস্থানে বিশাল ধরা খেয়েছিলাম এবং পরেরটুকু আর নাই বা বললাম… 😛 )
শ্রদ্ধেয় স্যার-ম্যাডাম’দের অবদান ছাপিয়ে আমার বন্ধুদের সহানুভূতি- সহমর্মিতা আর প্রচেষ্ঠায় – এই আমি দিব্যি হাইয়ার সেকেন্ডারী সার্টিফিকেট হাসিল করে ফেললাম। ক্যাডেট লাইফে কয়েকটি ক্ষেত্রে হাল্কার উপর ঝাপসা ফলাফল নির্ভর ইতিহাস হয়েছিল। ক্লাস এইট থেকে নাইনে উঠার সময় (সাইন্স পাওয়ার লক্ষ্যে), টেস্ট পরীক্ষার সময় (পরীক্ষায় অ্যালাউ হওয়ার জন্য), এস এস সি (সব বিযয়ে লেটার পেয়ে রীতিমত লজ্জাকর একটি পরিস্থিতি কেননা সবটাতেই ৮১-৮২-৮৩ টাইপ) এবং এইচ এস সি পরীক্ষার সময় (কানের পাশ দিয়ে বুলেট গিয়ে তারকা প্রাপ্তিতে)।
– এই বিররণটা দেয়া জরুরী ছিল এই কারনে যে আমার থেকে আমার বন্ধুদের অবদান বেশী ছিল সব ক্ষেত্রেই। নোট সরবরাহ থেকে শুরু করে বুঝানো এবং সর্বোপরি জোরপূর্বক পড়াশোনা করিয়ে তারাই এই দুঃসাধ্য সাধন করেছে। আজ মিস করছি অনেককে। হয়তো বা ওদের অনেকেই এই লেখা পড়বেও না। কিন্তু সে যাই হোক, আমি আমার কৃতজ্ঞতাটুকু এই প্রিয় ব্লগে টুকে রাখলাম।
আমি সত্যি ভাগ্যবান। আমার বন্ধু ভাগ্য ঈর্ষনীয় বললে হয়তো অত্যুক্তি হবে না।
কেননা, একই ঘটনা ঘটেছে বি এম এ এবং পরবর্তীতে যাবতীয় কোর্সে। একে একা বসে হু হু করে পড়ার পাবলিক আমি না। আমাকে পোলাপান নিয়ে পড়তে বসে। হয় ওরা বুঝায় আমাকে -না হয় আমি বুঝাই । মোট কথা মিলেঝিলে -গাল গপ্পো করে পড়াশোনা করাটাই আমার ধাতে সয়ে গেছে।
…এই হচ্ছে রাশি না মিলার কুইক ফ্ল্যাশব্যাক।
আর বোধ করি সে কারনেই, ঘোড়াকে পানির কাছে এনেও আমি পানি খাওয়াতে পারছি না। আর তাই, টেবিলে বসে কতক্ষন আর অহেতুক বই এর স্তুপের দিকে তাকিয়ে থাকা যায়, বলুন?
শেষ মেশ ল্যাপটপটা খুলে বসি। শুরু করি ব্লগর ব্লগর। এখানে মনের কথা গুলো বলতে তো আর কোন ছন্দ বা ফরম্যাট খুঁজতে হবে না। রাশি মিলুক আর নাই মিলুক – এখানেই তো আছে ডানা মেলে ইচ্ছে মতোন উড়ে বেড়াবার সুবিশাল নীল আকাশ…
“ক্যাডেট কলেজ – আমাদের সিসিবি- স্বপ্নের শুরু যেখানে !”
পরিশষে, ফেলে আসা সোনালী দিনের কথা বলতে গ
আমি প্রথম নাকি!!!!
ওরে তোরা আমারে কেউ ধর...
বস্ আপ্নে কি পিরা গ্যাছেন :grr:
দাঁড়ান দেখি জুনিয়র কেউ আছে নাকি, এইতো জুনা আছে, এই জুনা জলদি আয় মরতুজা ভাই পিরা গেছেন, ধর উনারে তাড়াতাড়ি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
মরতুজা কে প্রথম হওয়ার জন্য আর ফৌজিয়ান কে টাইম মত এসে জুনা'র স্টাইলে ধরার জন্য সাবাশি ধন্যবাদ।
😀
সৈয়দ সাফী
আমি ২য় B-)
খুব ভাল ভাইয়া।
লাগে রাহো...
🙂
সৈয়দ সাফী
আন্তরিক প্রার্থনা এই যে আপনার এসিড টেস্ট শতভাগ সফল হোক।
অচিরেই ঘোড়ার পানি খাওয়া শুরু করুক।
(চোথাপত্র রাইখা দিয়েন 😛 😛 )
Life is Mad.
এই ব্যাডা কি পিএসসির কথা কয় নি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ বস,
আপনি আসলেই বস ।
:boss:
সালাম নেন। :salute:
সৈয়দ সাফী
ভালোই বলছো সায়েদ।
প্রার্থণা মঞ্জুর হোক।
একটু তাড়াতাড়ি হলেই ভালা... 😉
সৈয়দ সাফী
আহসান ভাইয়ের অভাব অনেকটাই দূর হয়ে যায় আপনার নিয়মিত লেখা পেলে। :thumbup:
আপনিও ভালো থাকুন, সব সময়-সারা বেলা।। 😀
দূরও বেকুব, কেউ কারও অভাব পুরাইতে পারে নাকি? যে যার তার তার।
তয় গেটিস দিতে পারে, প্রক্সি আর কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রিয় কামরুল,
শুভ কামনার জন্য ধন্যবাদ তোমাকে।
কিন্তু আমিও ফ্যেজ বাইয়ের সাথে ১০১ ভাগ সহমত।
কেউ কারো অভাব পূরণ করতে পারে না। কেবল -
:thumbup:
সৈয়দ সাফী
ভাইয়া, অনেক সাবলীল লেখা। পড়তে বেশ আরাম লাগে।
ফয়েজ ভাইয়ের খেরোখাতার মত এটাকেও একটা সিরিজ বানিয়ে ফেলেন প্লিজ।
আপনার এসিড টেস্টের জন্য রইল অনেক শুভকামনা।
তানভীর ভাইয়া,
শুভ কামনার জন্য তোমারে ম্যালা ধন্যবাদ।
তয় -
😛 ফয়েজ বসের লাইনে সিরিজ বানানো সহজ কম্ম না।
দেখা যাক :frontroll:
😀
সৈয়দ সাফী
আগে ওয়ার্ম আপ কইরা লই।
পরে বসের লাইনে দাঁরামু নে।
😀
সৈয়দ সাফী
বস্ চোথা পাতি ছাড়াইতো দেখি আমি আপ্নারে পুরাপুরি ফলো করছি 😀 😀
আপনাকে সহ সকল ক্যাডেট জাতিকে এই সুযোগে :salute:
এবং পরিশেষে ,
এসিড টেস্টের জন্য পুরা কেমিস্ট্রি ল্যাব মিশানো শুভকামনা জানাচ্ছি 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
খুব ভাল লাগলো ফৌজিয়ান।
চোথা পাতি ছাড়াই যখন ফলো কইরা ফালাইছো তয় সামনে তোমার বিরাট সুদিন ওস্তাদ। :gulli2:
এই লাইন দেইখ্যা আমি ব্যাপক মজা পাইছি। :hatsoff:
অনেক ভাল থেকো।
🙂
সৈয়দ সাফী
তুমি আমার চেয়ে অনেক অনেক ভাল ছাত্র ছিলে হে। কংগ্রাট।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস,
ক্যান যে এত শরম দ্যান? :shy:
আমি :just: আমাগো পোলাপানরে একটা :salute: দিলাম আর কি।
😀
আপনার উপস্থিতি অনেক ভাল লাগে। 🙂
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ ভাই,আপনেরেও যাস্ট রোগে পাইছে? x-(
তুমি যেমনে :just: খুঁইজ্যা খুঁইজ্যা বাইর করতিছ...আমার মনে হছে তুমি আর লেখা বা কমেন্ট পড় না... :just: সবখানে এটাই দেখে বেড়াও কেউ :just: শব্দটা লিখল কিনা... x-(
এইটা কিন্তু :just: বেঠিকই না, অন্যায়ও... :-B
তোমার এই স্বভাব AD :just: করা দরকার... 😡
এবং দেরী না করে বরং :just: NOW! করা দরকার... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
প্রার্থণা করি,
ঘোড়া পানি খাক... O:-)
রাশি মিলে যাক... O:-)
এসিড টেস্ট সফল হোক... O:-)
আমরাও যেন নিয়মিত লেখা পেতে থাকি... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অনেক ধন্যবাদ জুনায়েদ ভাইয়া।
তোমার সকল প্রার্থণা পূরণ হোক।
শুভেচ্ছা নিও।
🙂
সৈয়দ সাফী
:boss: :salute: :thumbup:
আপনিও ভাল থাকুন। অনেক ভাল।
জয়তু।জয়তু।
সব সময়-সারা বেলা।।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup:
“ক্যাডেট কলেজ - আমাদের সিসিবি- স্বপ্নের শুরু যেখানে !”
ধন্যবাদ টিটো ভাইয়া।
সৈয়দ সাফী
আপনার এই লেখাটা পড়তে খুব ভাল লাগলো। চমৎকার লেখা!
www.tareqnurulhasan.com
অনেক ধন্যবাদ তোমায় হাসান ভাইয়া।
শুভেচ্ছা নিরন্তর।
🙂
সৈয়দ সাফী
২০০৯ আপনার জন্য সব পেয়েছির বছর হোক ...
লেখা খুব ভাল লাগছে ... :salute: বস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হ তাইফ,
তরে কইসে... 😀
তয় এওম্ন শুভ কামনা পাইলে লটারী লাগতেও পারে রে।
ভালো থাকিস। অনেক ভাল।
🙂
সৈয়দ সাফী
বস জটিল লিখছেন :salute: :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুসতাকীম,
তোমারেও একটা জটিল ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা অফুরন্ত।
🙂
সৈয়দ সাফী
বস,
লেখা খুবই ভাল হইছে।
একমত :thumbup:
আমিও দোয়া করিঃ
ঘোড়া পানি খাক…
রাশি মিলে যাক…
এসিড টেস্ট সফল হোক…
এবং আমরাও যেন নিয়মিত লেখা পেতে থাকি... :guitar: 🙂
😀
রহমান,
লেখা ভাল লাগলো দেখে খুশী হলাম।
ধন্যবাদ।
তবে ঘোড়া কিন্তু পানি খাইবার চায় না - বহুত সিরিয়াস। :bash:
আর দোওয়া করি যাতে তোমাদের দোওয়া কবুল হয়।
আমিন।
সৈয়দ সাফী