মহাজাগতিক ইশারায়
মহাকাশে চলে গ্রহদের
অবিরাম প্রদক্ষিণ।
বাড়ন্ত বেলায় দেখি
প্রতিশ্রুতিময় সকাল,
ক্লান্ত দুপুর -অবসন্ন বিকেল,
একাকী সন্ধ্যা আর নির্জন রাত।
সাত পাকে গড়ানোর পর
আবার চলে জোড়াতালি।
হুম্ম। ইয়ে…
আহা আহা….. !
তো হয়ে যাক আরো একবার-
ঝিকি ঝিক… খ্যাচা খ্যাচ!
অচেনা সেই জনের শৈল্পিক ছোঁয়ায়
লেজার লাইটিং এর দাপাদাপিতে
মিক্সিং মেশিনে জট পাকিয়ে যায় –
আমাদের সাপ্তাহিক হাসি-কান্না
মোহ-ভাবনা-ছলনা
নিদারুন একঘেয়েমীতায় !
😐
পরথম B-)
:clap:
সৈয়দ সাফী
টুশকি'র কথা মনে পড়ে গেল... 😀
ঝিকিঝিকি...পমপম... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আইচ্ছা - ঠিক আছে
হাসতে থাকো ভাইটি। 😉
সৈয়দ সাফী
আমারো ঝিকিঝিকি পমপম এর কথা মনে পরছে 😀
তয় খাসা কবিতা হইসে :thumbup:
একঘেয়েমী বইলা কিছু নাই। জীবনে বড় হতে হলে প্রয়োজন তিনটি জিনিস, কাজ , কাজ এবং কাজ। :-B :-B :-B
:dreamy: :dreamy: :dreamy:
:clap: :clap: :clap:
🙂 🙂 🙂
😛 😛 😛
:shy: :shy: :shy:
;;; ;;; ;;;
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
সুন্দর লিখেছেন ভাইয়া :clap:
মাঝে মাঝে একঘেয়েমীতা খারাপ না 🙂
:just: :thumbup:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
:hug:
সৈয়দ সাফী
বেশ ভাবের কবিতা! কি যে বুঝলাম বুঝলাম কে জানে! :dreamy:
যাই হোক, ভালো লেগেছে। :thumbup:
ভালো লেগেছে সেটাই বড় কথা।
🙂
সৈয়দ সাফী