গত ঈদে বাড়ি ফেরা নিয়ে ওদের হাল্কা কথোপকথন
আকাশঃ
হ্যালো। দেখতে দেখতে অনেকটুকু সময় পেরিয়ে গেল, না!
নীলিমাঃ
হুম্ম। ব্যস্ত সময় খুব দ্রুত পেরিয়ে যায়।
– জানো, তোমায় ভেবে ভেবেই পৃথিবীটাকে লাটিমের মত ঘূর্নি খাইয়ে খাইয়ে এই সময়টুকু পার করেছি আমি।
– এই যে, এখন আমাকে খুশী করা হচ্ছে না? শুধু তো আমায় ভেবেই বুঝি দিন যায় তোমার ? অফিসের কাজ করো না তুমি ?
– হ্যাঁ। ধরেছো ঠিক। তবে তোমায় কাছে না পেয়ে এই অলস সময়টুকু কে পার করতেই তো এত করে সব বাহানা করতে হলো।
– (দীর্ঘশ্বাস) যাহ! তোমার সাথে আমি কথায় পেরে উঠবো না কোন দিনও।
– কি যে বলো না তুমি! আমি যে সেই কবেই হেরে বসে আছি। সে খবর আছে?
– ভালই বলেছো। আমার জয়ের মালা যে তুমিই গেঁথেছো প্রিয়।
– বেশ। আজ তবে আর কথা না বাড়িয়ে আমি রওনা হয়ে যাই। কি বলো?
– হুম্ম।
– এখানকার ব্যস্ততা – কোলাহল। এই সব কিছু পিছে ফেলে আমি আসছি তোমার কাছে।
– কোন কিছুই ফেলনা নয় কিন্তু। পৃথিবীতে সব কিছুই রয়ে যায়… ইতিহাসের পাতায় পাতায়।
– আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, এই দিন গুলি – আমার কাজ এই সব না হয় রইলো ইতিহাসের পাতায় । অনেক হিসাব নিকাশের পর এইবেলা ছুটি পাওয়া গেল। নইলে এই ঈদটাও তোমায় ছাড়া একা একা করতে হতো।
– আলহামদুলিল্লহ।
– হুম্ম। আচ্ছা, আমি এখন ঊঠি। আমাকে এক্ষুনি বেরুতে হবে । নইলে প্লেন মিস্ করবো কিন্তু। আমি এখন যাই ।
– উঁহু। তুমি না ! যাই বলতে নেই কখনো। বলো- আমি তাহলে এখন আসি।
– বেশ। আমি এখন তাহলে আসি ‘ম্যাডাম’।
– হুম্ম। আসো। সাবধানে এসো কিন্তু।
– প্লেন চালাবে পাইলট বাবাজী। ওনার জন্য দোওয়া করো। ডিসকভারী’র প্লেন ক্র্যাশ ইনভেস্টিগেশন এর কয়েকটি ডকুমেন্ট্রি দেখার পর প্লেনে উঠতে কেমন কেমন যেন লাগে। ঠিক মত টেক অফ করবে তো ? – ঠিক মত ল্যান্ডিং করবে তো?
– যাত্রার আগে কেন অমন অলক্ষুনে কথা বলো তুমি ! নিয়তি নির্ধারিত। কপালে থাকলে – হবে। তুমি বিসমিল্লাহ বলে প্লেনে উঠো। আর প্লেনে উঠেই ৪১বার আলহামদুলিল্লাহ পড়ে নিও। কেমন ?
– আচ্ছা ম্যাডাম। তাই হবে ইনশাআল্লাহ।
– ফী আমানিল্লাহ।
– আল্লাহ হাফেয।।
সব্বাইকে ঈদ মোবারক।
যারা বাড়ি ফিরছেন - আপনাদের যাত্রাপথে বিছানো থাক -
আল্লাহর রহমত আর নিরাপত্তার রক্ষা কবজ।
ফী আমানিল্লাহ।
সৈয়দ সাফী
ঈদ মোবারক ভাইয়া এবং সবাইকে।
আহা আমারে যদি কেউ পেলেনে উঠার আগে এমনে কইরা কইতো। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বলবে রে ব্যাটা - একদিন নিশ্চয়ই ইনশাআল্লাহ।
তার আগ পর্যন্ত আমরা তো কইতাছি - এলাহী ভরসা।
সৈয়দ সাফী
ঈদ মোবারক ভাই।
ঈদ মোবারক তোমাকেও ভাইয়া।
সৈয়দ সাফী
ঈদ মোবারক ভাইয়া...... ঈদে ছুটিতে যাতে পারছি না... ইস!! যদি যেতে পারতাম... 🙁 🙁 🙁
ইনশাআল্লাহ আগামীবার ছুটিতে আসবে ভাইয়া। :thumbup:
ঈদ মোবারক তোমাকেও।
সৈয়দ সাফী
ভাই ঈদ মোবারক
জুনা,
তোমারেও ঈদ মোবারক।
সৈয়দ সাফী
ঐ কথোপকথন লিখছো নাকি তুমি?
ভালা হইছে।
হ সবাই ঠিক্টাক মত গন্তব্যে যাক,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ ভাইজান - আপ্নেগো দোওয়ায়। 🙂
দোওয়া রাখবেন বরাবরের মতই...
সবাই ভাল থাক - ভালয় ভালয় ফিরে যাক আপন জনের কাছে - এই কামনা করি।
সৈয়দ সাফী
ঈদের শুভেচ্ছা সবাইকে। ভালো থাকুন সবাই। প্রিয়জনের সাথে ঈদের খুশী ভাগ লরে নিন।
জন্যঃ লরে
পড়ুনঃ করে
ঈদ মোবারক তোমাকে ও সব্বাইকে।
সৈয়দ সাফী
ঈদ মোবারক ভাই। 🙂
ঈদ মোবারক হাসনাইন। 🙂
সৈয়দ সাফী
ঈদ মোবারক ভাইয়া
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঈদ মোবারক আকাশ ভাইজান।
সৈয়দ সাফী
ভাইয়া ভালো লেগেছে,
আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন 🙂
ধন্যবাদ ভাবী।
আপনাদের সব্বাইকেও অনেক অনেক শুভেচ্ছা।
🙂
সৈয়দ সাফী