১
কৃষকের অপার প্রচেষ্ঠায়
ছোট ছোট বীজ থেকে
সবুজের বুকে রচিত হয়
একেকটি জীবন্ত সভ্যতা!
২
এভাবেই দিন যায়
ক্ষণ যায়, কাটে রাত !
এক প্রান্তে অভিজাত ঝলমলে শপিং মল
অন্য প্রান্তে অন্ধকারে জোনাকীর চলাচল।
৩
কৃষকের নাড়িতে হাহাকার
বুনেনা আগামীর খোয়াব
মাটির সৈনিক মাটি ভালবাসে।
ফসলের ঢেউ এ খুঁজে নেয় সে
বেঁচে থাকার তাগিদ।
৪
শুরুতেই থেকে যায় টানাপোড়েন
পালা চক্রে আসে নতুন নতুন হাত।
ছায়ায় মায়ায় অনেকেই ম্যালা লাভবান
সিন্ডিকেটের ছোবলে চলে মহা বানিজ্য।
৫
দীর্ঘশ্বাস লুকিয়ে কামনা করি
আগামীতে কোন একদিন ~
যেন এমনটিই হয়…
অভাবী কৃষকের ইশারায় ঝরবে বারিধারা।
তার আঙিনা জুড়ে রবে জোনাক আর জোছনা।
😀 😀 😀
সাব্বাশ জাহিদ।
:clap:
সৈয়দ সাফী
চমৎকার ভাইয়া। :boss: :boss:
দোয়া করি, কৃষকদের মুখে যেন একদিন হাসি ফুটে উঠে।
ধন্যবাদ তানভীর।
ইনশাআল্লাহ একদিন আসবে সেইদিন।
:thumbup:
সৈয়দ সাফী
ভালো লিখেছ ওবায়দুল্লাহ। তুমি মানুষটা আসলেই ভীষণ সংবেদনশীল। এমনই থেকো সারাজীবন। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঐ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙂 ধন্যবাদ ফয়েজ ভাই।
সৈয়দ সাফী
লাবলু ভাই,
অনেক অনেক ধন্যবাদ।
আপনার এই ক'টি শব্দ আমায় কিন্তু অনেকখানি উৎসাহ দিল।
দোওয়া করবেন ভাই।
সৈয়দ সাফী
:just: :just: :just: :hatsoff: :hatsoff: :hatsoff:
ধন্যবাদ।
শুভেচ্ছা নাও।
🙂
সৈয়দ সাফী
অসাধারণ :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ টিটো।
🙂
শুভেচ্ছা নাও।
সৈয়দ সাফী
ভাইয়া আবারো অসাধারন :hatsoff: :hatsoff:
ভাবী,
আবারও ধন্যবাদ।
🙂
সৈয়দ সাফী
মাসুম ভাইয়ের পোস্ট পড়ে এমন সুন্দর একটা কবিতা লিখে ফেললেন ।
:boss:
আদনান,
মাসুম ভাইয়ের প্রতিটি পোস্টই দারুন।
পোস্ট পড়ে তাৎক্ষনিক ভাব অনেক ভাবনাই মগজে জুড়ে বসে।
তথাপি, যোগসূত্রতা বিশ্লেষনে সব কৃতিত্ব তোমার মত পাঠকদের ভাইয়া।
ধন্যবাদ তোমায়।
🙂
শুভেচ্ছা নাও।
সৈয়দ সাফী
বস, ইফতার পার্টিতে আইসেন কিন্তু... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইনশাআল্লাহ।
🙂
সৈয়দ সাফী