ফ্ল্যাশব্যাক !
এক হ্যাচকা টানে
তড়িঘড়ি করে সব কিছুই
উল্টো দিকে দৌড়াতে লাগলো।
শিল্পীর সদ্য আঁকা ক্যানভাস
প্রিয় কবির লেখা ভর্তি খাতা
শিক্ষকের তুখোড় লেকচার
বিদ্বানের ছুটে চলা কলম
ছড়ানো চেয়ার টেবিল।
আপনজন হারানোর আহাজারি
ওল্ড হোমের ক্লান্ত হুইল চেয়ার
নতুন জন্মকে সাদরে আমন্ত্রন
অসহায় বৃদ্ধার ভাঙ্গা চশমা
উৎসব মুখর আঙ্গিনা।
আকাশ-উঁচু পাহাড়-বহতা নদী
চঞ্চল বুটিদার খয়েরী হরিন
ভয়ংকর কুৎসিত সরীসৃপ
অতি আদুরে বিড়াল
রাস্তার নেড়ি কুকুর।
নেতা-অভিনেতার প্রতিশ্রুতিময় মঞ্চ
মিটিং-মিছিল-হরতাল-ময়দান
বিবিধ পক্ষের বাহারী সংলাপ
সৈনিকের ব্যস্ত রাইফেল
শহীদের টগবগে রক্ত।
সাদা মনের মানুষের আলোকিত পথ
ঝানু সাঁতারুর বাটারফ্লাই স্ট্রোক
ব্যাটসম্যানের বেপরোয়া ছক্কা
কৃষকের কষ্টার্জিত তৃপ্ত হাসি
ক্ষেতের সোনালী ফসল।
সুনামির ছোবলে আহত প্রকৃতি
নার্গিসের অবিরাম নাচানাচি
শয়তানের চকচকে প্রলোভন
কুখ্যাত সন্ত্রাসীর ক্রস ফায়ার
ইউনুসের নোবেল বিজয়।
অতি আধুনিক সভ্যতার দানবতা
বিজয়ের গৌরবান্বিত পতাকা
প্রতিশোধের অম্লান আগুন
অন্ধকারে গ্লানিময় বিষাদ
স্বপ্ন ভংগের সিক্যুয়েল…!
সব কিছু শুরুতে যেমন ছিল
অবিকল সেই রকম হয়ে গেল।
অসীম সমতলে দাঁড়িয়ে
আমি ভয়ে ভয়ে নিজেকেই শুধাই-
আচ্ছা, শিঙ্গায় ফুৎকার ক’বার পড়লো?
🙂
:clap:
সৈয়দ সাফী
দিহান আপুর শুধু হাসি প্রমাণ করে তিনি না পড়েই কমেন্ট করেছেন...
সুতরাং, আমিই পড়ে প্রথম হয়েছি B-) B-)
😛 😛
তুমিই চ্যাম্পিয়ন মাহমুদ।
সাবাশ।
:clap:
সৈয়দ সাফী
অসীম সমতলে দাঁড়িয়ে
আমি ভয়ে ভয়ে নিজেকেই শুধাই-
আচ্ছা, শিঙ্গায় ফুৎকার ক’বার পড়লো?
ভয় লাগে 🙁 🙁
😕
হুম্ম - আমারও ভয় লাগে রে ভাই।
কিন্তু পরিণতি ভুলে মিছেমিছি জীবনে ঠেলাঠেলি আজকাল বেশী অসহ্য লাগে রে ভাই।
সবাই ভাল থাকুক।
আনন্দে থাকুক।
সৈয়দ সাফী
ওয়াও!!! অসাধারন :boss: :boss: :boss:
:hatsoff:
সৈয়দ সাফী
:hatsoff: :hatsoff:
:salute: :salute:
ধন্যবাদ মেহেদী।
ভাবনাটুকুর সাথে একাত্ম হওয়ার জন্য।
শুভ কামনা রইলো।
সৈয়দ সাফী
দারুণ ভাইয়া।
আপনার কবিতাগুলোর মেসেজ অনেক শক্তিশালী হয়। :boss:
তোমাকে অনেক ধন্যবাদ।
আমার প্রায় সব লেখায় তুমি আসো - পড়ো - এবং উৎসাহ দাও।
:thumbup:
সৈয়দ সাফী
অসাধারণ হয়েছে ভাইয়া। বিষয় নির্বাচন দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন!
বিষয় টা অতি পুরাতন - কিন্তু এর আকস্মিকতায় কাতর হতে হয় প্রায়ঃশই।
তুমিও শুভেচ্ছা নিও ভাইয়া।
সৈয়দ সাফী
ওয়ায়ায়ায়াও!!!!!!
এই চমৎকার কবিতাটা চোখে পড়লোনা কি করে?
তবে কয়েকটি অনুযোগ:
'তুখোড়' হবে, 'তুখোর' নয়।
শুরুটা যত নাটকীয় ছিলো,
দৃশ্যাবলী প্রলম্বিত হবার কারণেই যেন
ততটা টানটান আর থাকেনি।
শুরু আর শেষ কিন্তু ফাটাফাটি।
চালিয়ে যাও।
দাদা,
আপনার মন্তব্য না পাওয়া পর্যন্ত এই আঙিনাটুকু পরিপূর্ণ হয়না।
'তুখোড়' বানান ঠিক করেছি। ধন্যবাদ।
আর এক্কেবারে জায়গা মত চোখ দিয়েছেন আপনি - আসলে বিষয়বস্তু গুলো কে সার্বজনীন করতে যেয়ে ফ্রেম এর এলাস্টিসিটি বেড়ে গেছে।
তথাপি - শুরু আর শেষে আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি - সে গর্বটুকু আমার কাছে অনেক বড়। 🙂
বিনীত ধন্যবাদ জানালাম দাদা।
সৈয়দ সাফী
বাপরে মরার আগের ফ্ল্যাশব্যাক নাকি? দারুন লিখেছেন ভাইয়া ।
অনেকটা সেরকমই ব্যাপারটা।
ভাল লাগলো জেনে খুশী হলাম।
🙂
সৈয়দ সাফী